Horoscope Today: বিয়ের প্রস্তাব! হাতে আসবে বকেয়া? কী বলছে রাশিফল?
Daily Astrology: কেমন যাবে আজকের দিন? আপনার রাশিফল জেনে নিন

কলকাতা: কেমন যাবে আজকের দিন? আপনার রাশিফল জেনে নিন (Astrology)
মেষ- কোনও পরিচিত ব্যক্তির কাছ থেকে পাওয়া কোনও সংবাদে বিরক্ত হতে পারেন। কর্মজীবীদের সতর্ক থাকতে হবে। চাকরিতে খুব পরিশ্রম করতে হবে। মনে কোনও ইচ্ছে থাকলে তা পালন করবেন।
বৃষ- দিনটি ভাল যাবে। কোনও কাজের জন্য। দৌড়াদৌড়ি করে হবে। বাড়ির কাজে খুব ব্যস্ত থাকতে পারেন। আপনি আপনার কাজ শেষ করতে পারবেন। দায়িত্বের সঙ্গে কাজ শেষ করবেন।
মিথুন- কোনও কাজে ব্যস্ত থাকবেন। তার জন্য ক্লান্তি আসতে পারে। শরীরে খেয়াল রাখুন। কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন। নয়তো কোনও বিতর্কে জড়িয়ে পড়তে পারেন।
কর্কট- বড় কোনও কাজ সম্পন্ন করতে পারবেন। তার জন্য় আর্থিক সুবিধা মিলতে পারে। কারও কারও ক্ষেত্রে কাজের জায়গায় ঝামেলা হতে পারে। যদিও সব কাজ সময়মতো শেষ করতে পারবেন।
সিংহ- কর্মস্থলে নতুন কারও সঙ্গে আলাপ হতে পারে। যা আপনার কাজের জন্য সহায়ক হবে। ব্যবসা বড় করার সুযোগ আসতে পারে। সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
কন্যা- দিনের শুরুটা কোনও উদ্বেগ নিয়ে কাটাতে হতে পারে। যদিও পরে সব স্বাভাবিক হয়ে যাবে। কোথাও ঘুরতে যেতে পারেন। অকারণে অর্থব্যয় করবেন না।
তুলা- কোনও সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। কোনও কাজ অনেকদিন ধরে আটকে থাকলে এবার তা মিটে যেতে পারে। কোনওরকম ধার এড়িয়ে চলুন, নয়তো টাকা ফেরত দিতে সমস্যা হতে পারে।
বৃশ্চিক- কোনও কাজ ভুল হওয়ার জন্য পরিবারে সমস্যা হতে পারে। বুদ্ধির মাধ্যমেই কোনও বড় সমস্যার সমাধান করতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসা থাকলে হিসেব নিয়ে সতর্ক হোন, নয়তো ক্ষতি হতে পারে।
ধনু- কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন। ব্যবসায় আয় বৃদ্ধির সুযোগ আসতে পারে। চাকরির জায়গায় কোনও সমস্যা হতে পারে। তবে কারও সাহায্যে তা কেটেও যাবে।
মকর- কাজের ক্ষেত্রে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। নিষ্ঠার সঙ্গে কাজ করলে প্রতিপত্তি বাড়তে পারে। শত্রুরা ঈর্ষান্বিত হয়ে ক্ষতি করার চেষ্টা করতে পারে, তবে তাতে আপনার বিশেষ ক্ষতি হবে না।
কুম্ভ- ভাগ্য সহায় হবে এদিন। কোনও কাজে সাফল্য পাবেন। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে পারেন। নতুন ব্যবসা খোলার কথা ভাবতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভাল হবে।
মীন- কোনও কাজ শেষ করার জন্য খুব পরিশ্রম করতে হবে। সেই কারণে ক্লান্ত বোধ করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত কোনও বিষয় নিয়ে চিন্তায় থাকতে পারেন। সন্তানের বিয়ের প্রস্তাব আসতে পারে। বকেয়া মিলতে পারে এদিন।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আরও পড়ুন: সকাল সকাল কাজে বেরোচ্ছেন, কিন্তু দিনটি কেমন ? কোনও শুভকর্ম করা যায় ?




















