Daily Horoscope : আবেগপ্রবণ সিদ্ধান্তে ভবিষ্যতে ক্ষতি হতে পারে মীনের, আজ কেমন কাটবে আপনার ?
Astrological Predictions : আজ আপনার ভাগ্যে কী রয়েছে, তা আগাম কিছুটা জানা গেলে পথ চলতে সুবিধা হয়...

কলকাতা : উত্থান-পতন জীবনে লেগেই থাকে। ভাল-খারাপ সময়ও। অফিস হোক বা বাড়ি, পারিবারিক জীবন বা চাকরি জীবন, খরচ হোক বা সঞ্চয়...আজ ১৩ অগাস্ট, রবিবার আপনার ভাগ্যে কী রয়েছে, তা আগাম কিছুটা জানা গেলে পথ চলতে সুবিধা হয়। সেই লক্ষ্যেই দৈনিক রাশিফল। এদিনটা কেমন যাবে আপনার ? দেখে নিন রাশিফলে...
মেষ : বন্ধুরা আপনাকে সাহায্য করবেন। দক্ষতায় ভর করে অতিরিক্ত উপার্জন। বাড়ির বাকি থাকা কাজ শেষ করতে সময়ের প্রয়োজন। আপনার দুঃখ আজ উধাও হবে। অবসর সময়ে আধ্যাত্মিক বই পড়ুন। বিভিন্ন রকমের চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসার পথ পাবেন। পর্যাপ্ত বিশ্রাম আজ পাবেন না। জীবনসঙ্গী আপনার জন্য বিশেষ মুহূর্ত তৈরি করবে।
বৃষ- যোগ ও ধ্যানে মনোনিবেশ করুন। তাতে দৈহিক ও মানসিক সুস্থতা মিলবে। অযথা খরচের ব্যাপারে সতর্ক থাকুন। অপ্রত্যাশিত কোনও ঘোষণায় পরিবারে আনন্দের পরিবেশ তৈরি হবে। কোনও কাজ বা প্রকল্প হাতে নেওয়ার আগে, দক্ষ কারও পরামর্শ নিন। সময় করে তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করুন। রোম্যান্সের মুহূর্ত তৈরি হতে পারে।
মিথুন- আপনার সৌজন্যতা অন্যের প্রশংসা কুড়াবে। যদি আপনি পড়াশোনার জন্য বিদেশ যেতে চাইছেন, তাহলে বাড়ির আর্থিক পরিবেশ আজ আপনাকে হতাশ করতে পারে। রাতে দেরি করে বাড়ি ফেরা বা অন্যের জন্য অত্যধিক খরচ করা থেকে বিরত থাকুন। আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। তাতে ভবিষ্যতে আক্ষেপ করতে হতে পারে।
কর্কট- আপনার অবসর সময় ধর্মীয় কাজে ব্যবহারের চেষ্টা করুন আজ। এই সময়ে কোনও দ্বন্দ্বে জড়াবেন না। কাজের চাপের প্রভাব পড়েছে আপনার বিবাহিত জীবনে। কিন্তু, আজ এই সমস্যাগুলি কেটে যাবে। খেলাধূলা করতে পারেন। অন্যের প্রয়োজনে নজর দিন।
সিংহ- বন্ধুরা আপনাকে সাহায্য করবেন। আর্থিক লাভে মনে প্রশান্তি আসবে। সন্তানদের থেকে অপ্রত্যাশিত আনন্দের খবর পেতে পারেন। স্ত্রী বা প্রেমিকার একটা ফোনে মন খুশি হয়ে যাবে। আজ একাধিক বিষয় উঠতে পারে। যাতে পদক্ষেপ নিতে হতে পারে। আপনার সোজাসাপ্টা ব্যবহার জীবনের সরল দিকটা তুলে ধরবে।
কন্য়া- বন্ধুর মাধ্যমে এমন কারও সঙ্গে পরিচয় হতে পারে যিনি প্রভাব ফেলতে পারেন আপনার চিন্তাধারায়। আজ আর্থিকভাবে লাভবান হতে পারেন। কারণ, আগে কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে পেতে পারেন। বাড়িতে অতিথি আগমন, সন্ধেটা আনন্দে ভরে উঠবে। অবসর সময়টাকে অসমাপ্ত কোনও কাজ শেষ করার কাজে লাগান। ইতিবাচক কোনও সিনেমা দেখতে পারেন।
তুলা- ভয়, সন্দেহ, ক্রোধ ও লোভের মতো নেতিবাচক চিন্তাগুলি ঝেড়ে ফেলুন। অতিরিক্ত খরচের ব্যাপারে সতর্ক থাকুন। রুটিন থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন। বন্ধুদের সঙ্গে একটু সময় কাটান। কাজ থেকে বিরতি নিয়ে স্বামী-স্ত্রী ভাল সময় কাটান।
বৃশ্চিক- পর্যাপ্ত বিশ্রাম নিতে ভুলবেন না। বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে সন্ধেটা কাটানোর চেষ্টা করুন। চিন্তা দূরে সরিয়ে রেখে সঙ্গীর সঙ্গে রোম্য়ান্টিক মুহূর্ত কাটান। ভবিষ্যতের পরিকল্পনার জন্য দিনটিকে কাজে লাগান। পরিকল্পনা করার সময় বাস্তব দিকটায় নজর দিন।
ধনু- স্বাস্থ্যজনিত কারণে আজ কাজে মন বসাতে পারবেন না। যদি ছোটখাট ব্যবসা করে থাকেন, তাহলে ঘনিষ্ট কারও উপদেশ নিন। তাতে আর্থিকভাবে লাভবান হতে পারেন। বাড়িতে পুরনো কোনও জিনিসে হোঁচট খেতে পারেন। বিবাহিত জীবনে একাধিক সুযোগ আসবে আজ। বাবা আপনাকে বিশেষ উপহার দিতে পারেন।
মকর- দৈহিক ওজনের দিকে নজর দিন এবং অত্যধিক খাবার লালসা প্রতিরোধ করুন। আজ এমন আত্মীয়কে টাকা ধার দেবেন না, যিনি পুরনো ধারই এখনও শোধ করেননি। যদি কোনও পার্টি দেওয়ার কথা ভাবছেন, তাহলে কাছের বন্ধুদের আমন্ত্রণ জানান। অনেকেই সামিল হবেন। আপনাদের মধ্যে কেউ কেউ দূরে ভ্রমণে যেতে পারেন। এমন কোনও রেস্তোরাঁয় যেতে পারেন, যেখানে অসাধারণ সব পদ পাওয়া যায়।
কুম্ভ- পুরনো জিনিস ও অলঙ্কারে বিনিয়োগ করুন। কারণ, তাতে আর্থিকভাবে লাভবান হবেন। সামাজিক কাজে নিয়ুক্ত হলে হয়তো আনন্দ পাবেন, কিন্তু নিজের ব্যক্তিগত গোপন বিষয় কারও সঙ্গে শেয়ার করবেন না। বিবাহিত জীবনে আনন্দ ও তৃপ্তি পাবেন।
মীন- আর্থিক পরিস্থিতির আজ উন্নতি হতে পারে। অপ্রত্যাশিতভাবে লাভবান । পরিবারের সঙ্গে শান্ত ও নির্মল দিন কাটান। কেউ আপনার কাছে সমস্যা নিয়ে এলে, আজকের দিনটায় তা এড়িয়ে যান। কাউকে আজ মানসিক শান্তি নষ্ট করতে দেবেন না। আবেগপ্রবণ কোনও সিদ্ধান্ত নেবেন না, তাতে ভবিষ্যতে ক্ষতি হতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















