Daily Astrology: আইনি লড়াইয়ে জয় কাদের? কারা সম্পর্ক নিয়ে সতর্ক থাকবেন? কী বলছে রাশিফল
Horoscope Today: কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল জেনে নিন

কলকাতা: কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল জেনে নিন
মেষ রাশি: এদিন মাথায় নানারকম চিন্তা আসবে। কিন্তু সেগুলিকে গুরুত্ব দেবেন না। শরীরচর্চায় মন দিন। ব্যস্ত থাকলে নেতিবাচক ধারনা মাথায় আসবে না। আর্থিক বিষয়ে কোনওরকম আইনি লড়াইয়ে জড়িয়ে থাকলে এদিন আপনার পক্ষে রায় আসতে পারে। ধৈর্য ধরতে শিখুন, অকারণ খারাপ ব্য়বহারে কাউকে আঘাত দেবেন না। একা একা ভাল সময় কাটাবেন।
বৃষ রাশি: আজ হালকা মেজাজে থাকবেন। অবসর সময় কাটাবেন। নিজের সম্পত্তির দিকে নজর দিন এবং সেই সংক্রান্ত ঠিক সিদ্ধান্ত নিন। তা নাহলে ভবিষ্যতে সমস্যায় পড়তে হবে। কারও সঙ্গে দেখা করার ইচ্ছে থাকলে এদিন তা করতে পারেন। ব্যবসা সংক্রান্ত কাজে দূরে কোথাও গেলে তাতে ফল মিলবে। সঙ্গীর সঙ্গে পুরনো সমস্যা মিটে যাবে।
মিথুন রাশি: কোনও খেলাধূলায় যোগ দিন। ভবিষ্যতে ভাল আর্থিক নিশ্চয়তা পেতে চাইলে এখন থেকেই সঞ্চয়ের দিকে মন দিন। সঙ্গীর থেকে সবরকম সহায়তা পাবেন। আপনার মেজাজ ভাল থাকবে। বিশেষ কোনও পরিকল্পনা করতে পারবেন। কোনও জায়গা থেকে ভাল খবর মিলতে পারে।
কর্কট রাশি: ভাল কোনও জায়গায় বিনিয়োগের জন্য ভাবতে পারেন। মন ভাল থাকবে। স্পষ্ট ভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারবেন। যাঁরা বিবাহিত তাঁদের জীবনে খুশির কোনও মুহূর্ত আসতে পারে। সম্পর্কে উন্নতি হতে পারে। বয়োজেষ্ঠ্য ব্যক্তিদের আশীর্বাদ মিলবে।
সিংহ রাশি: এদিন আপনার এনার্জি থাকবে। নতুন কিছু শুরু করার জন্য ভাল দিন। আর্থিক ভাবে লাভবান হতে পারেন এদিন। যদিও নিজের মেজাজ নিয়ন্ত্রণে রাখতে হবে, নয়তো ক্ষতি হতে পারে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে অনেকদিন পরে কথা হতে পারে। প্রেমিক বা প্রেমিকার থেকে উপহার পেতে পারেন। সময়ের মধ্যে কাজ শেষ করে পরিবারকে সময় দিন।
কন্যা রাশি: ব্যস্ততা থাকলেও স্বাস্থ্যের পরিস্থিতি ভাল থাকবে। এদিন কোনওরকম বিনিয়োগ করবেন না। কোনও কারণে বন্ধুদের কাজে খারাপ লাগতে পারে। সঙ্গীর ব্যবহারেও আঘাত লাগতে পারে। এদিন কারও থেকে নিজের ব্যাপারে সুখ্যাতি শুনতে পারেন। অবসর সময় পেলে ঘরের কাজগুলো সেরে রাখুন।
তুলা রাশি: অতিরিক্ত মানসিক চাপ ভাল নয়। ইতিবাচক মানসিকতা বজায় রাখলে যে কোনও চাপ এড়িয়ে চলতে পারবেন। অতিরিক্ত খরচ করবেন না, তাহলে আর্থিক দিক থেকে চাপে পড়তে পারেন। সেক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কেও ধাক্কা আসতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্কে মোটের উপর ভাল, তবে কারও কারও ক্ষেত্রে পুরনো কোনও ঘটনা নিয়ে কথা কাটাকাটি হতে পারে।
বৃশ্চিক রাশি: আপনার উপস্থিতিতে লোকজন খুশি হন। আপনার কথায় তাঁদের মন ভাল হয়। এই কাজ বজায় রাখুন। যাঁরা দুহাতে খরচ করছেন, তাঁরা খরচ নিয়ে সতর্ক হোন। সঞ্চয়ের দিকে মন দিন। হঠাৎ কোনও কারণে টাকার দরকার হতে পারে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হওয়ার জন্য ভাল দিন। তৃতীয় পক্ষের কারও উস্কানি থাকলেও আপনার ও আপনার সঙ্গীর মধ্যে সমস্যা হবে না।
ধনু রাশি: কোনও হবি থাকলে তার জন্য সময় দিতে পারেন। অবসর সময়ে সেই কাজ করলে ভাল থাকবেন। আধ্যাত্মিক কারণে খরচ করতে পারেন এ দিন। মানসিক শান্তি আসবে আপনার। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বাবা-মায়ের সঙ্গে আলোচনা করে নিন। আপনার সঙ্গীর কোনও কাজে আপনি খুশি হবেন এদিন।
মকর রাশি: ঘনিষ্ঠ কোনও বন্ধু এমন কারও সঙ্গে পরিচয় করাতে পারেন, যাঁর জন্য আপনি লাভবান হবেন। মূলধন সংগ্রহের কাজ করলে, এদিন তাতে সফল হবেন। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন এদিন। পরিবারে সময় দিন, ব্যক্তিগত সম্পর্কগুলো নতুন করে ঝালিয়ে নিন। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভাল কোনও কাজ পেতে পারেন।
কুম্ভ রাশি: ব্যস্ততার মধ্যে কাটতে পারে এদিন। নিজের স্বাস্থ্য এবং নিজের জীবনের খেয়াল রাখুন। নতুন কোনও আয়ের সুযোগ আসতে পারে এদিন। সন্তানকে ঘরের কাজের দায়িত্ব বোঝাতে পারেন। হঠাৎ কোনও সম্পর্কের সূচনা হতে পারে। নিজের কোনও কাজ নিয়ে চিন্তায় থাকলে তা নিয়ে নিজেই ভাবুন। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন এদিন।
মীন রাশি: কারও উপর অযথা চাপ তৈরি করবেন না। তাঁদের ইচ্ছে-অনিচ্ছাকে গুরুত্ব দিন। তাহলেই নিজে ভাল থাকবেন। সম্পত্তি সংক্রান্ত কোনও ভাল যোগাযোগ হতে পারে। আপনার মেজাজ ভাল থাকায়, আপনাকে ঘিরে থাকা বাকিরাও ভাল থাকবেন। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে থাকলে তা মিটিয়ে নেওয়ার জন্য আদর্শ দিন।




















