Daily Astrology: সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে কোন রাশির জাতকের? কী বলছে আপনার রাশিফল?
Daily Astrological Prediction: আজ ১৭ এপ্রিল, সোমবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশি (Daily Horoscope)?
আজ ১৭ এপ্রিল, সোমবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশি (Daily Horoscope)? চলুন জেনে নেওয়া যাক। তবে জেনে নেওয়ার আগে মনে রাখবেন, দিন-রাতের মতোই আলো-অন্ধকার রয়েছে আমাদের ভাগ্যচক্রেও।
মেষ- শরীরের দিকে নজর দিন। প্রয়োজনীয় চিকিৎসা করান। বিনিয়োগে নজর দিন। পরিবেশের দিকে নজর দিয়ে বৃক্ষরোপণ করতে পারেন। সহকর্মী ও ক্লায়েন্টদের সঙ্গে কথা বলার সময় বুদ্ধি প্রয়োগ করুন যাতে ভুল বোঝাবুঝি এড়ানো যায়। কাজের চাপ বাড়তে পারে।
বৃষ- জীবনে রোমাঞ্চকর অভিজ্ঞতায় আনন্দ পাবেন। সফল ব্যবসায়ীদের ক্ষেত্রে বিনিয়োগের সময় বিশেষ সতর্ক হওয়া প্রয়োজন। সঙ্গীর থেকে অবহেলা সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে। কাজের দায়িত্ব থাকলে তা মিটিয়ে নিন।
মিথুন- আজ কিছু ফাঁকা সময় মিলতে পারে। হেঁটে আসুন, শরীর সুস্থ থাকবে। আপনি যদি কোনও অচেনা ব্যক্তির পরামর্শ অনুসরণ করে অর্থ বিনিয়োগ করেন তবে আপনি আজ কিছু লাভ দেখতে পাবেন। বাড়িতে কোনও বদল ঘটানোর আগে পরিবারের পরামর্শ নিন। তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নেবেন না।
কর্কট- বন্ধুরা আপনার পাশে দাঁড়াবে ও আনন্দ এনে দেবে। দ্রুত অর্থ উপার্জনের চেষ্টা করতে পারেন, কিন্তু সাবধানে। পরিবারের সঙ্গে নিজের সমস্যা ভাগ করে নিলে মনের বোঝা হালকা হবে। ইগোর লড়াইয়ে যাবেন না। সহৃদয় বন্ধু পেতে পারেন। সঙ্গীর প্রতি নতুন করে প্রেম আসতে পারে।
সিংহ- আনন্দ ভাগ করলে শরীর ও মন ভাল থাকে। ভবিষ্যতের কোনও জটিলতা এড়াতে যদি আপনার অভিভাবক আজ অর্থ সঞ্চয় করার তাৎপর্য সম্পর্কে আপনাকে উপদেশ দেন তাতে গভীর মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যের ব্যাপারে বিশেষ নাক না গলানোই ভাল।
কন্যা- রোজের রুটিনে যোগাভ্যাস রাখুন। যাঁরা ঝুঁকি নিয়েছেন এবং অচেনা কারও পরামর্শে তাঁদের অর্থ বিনিয়োগ করেছেন আজ ইতিবাচক রিটার্ন দেখতে পাবেন। কোনও অজানা জায়গায় নিমন্ত্রণ পেলে যেতে পারেন। পিকনিকের প্ল্যান করতে পারেন।
তুলা- স্ট্রেস বেড়ে গেলে বাচ্চাদের সঙ্গে সময় কাটালে মন ভাল থাকবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগ উল্লেখযোগ্য লাভ আনবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সান্ধ্যকালীন আড্ডার আয়োজন করতে পারেন। সঙ্গী কী করবেন, কী করবেন না, তা বলে দেবেন না। সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে।
বৃশ্চিক- আর্থিক অবস্থা আজ ভাল থাকলেও বাজে খরচ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। পরিবারের প্রয়োজন সর্বাগ্রে রাখবেন। নতুন জ্ঞান আহরণ আপনাকে বাকিদের সঙ্গে কথোপকথন চালাতে সাহায্য করবে। আপনাকে খুশি করতে সঙ্গীর বিশেষ উদ্যোগ নজরে পড়বে।
ধনু- অপ্রয়োজনীয় জিনিসে শক্তি নষ্ট না করে বরং তা সঠিকভাবে ব্যবহার করুন। যাঁরা কোনও আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন তাঁদের আজ যে কোনও অবস্থায় সেই টাকা ফেরত দিতে হতে পারে। বাবা-মায়ের স্বাস্থ্যের উন্নতি হবে।
মকর- উচ্চ রক্তচাপের রোগীদের ভিড় বাসে যাতায়াতেরল সময় সতর্ক থাকতে হবে। আর্থিক লাভ হতে পারে। বিদেশের আত্মীয়ের থেকে উপহার খুশি করে দিতে পারে। সঙ্গীর সঙ্গে বার্তালাপের সময় কটূ ভাষা প্রয়োগ করবেন না। হিতে বিপরীত হতে পারে।
কুম্ভ- স্বাস্থ্যের অবনতির জন্য জরুরি কাজে যেতে না পারতে পারেন, মন খারাপ হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নিজের জ্ঞান ও অভিজ্ঞতা বাকিদের সঙ্গে ভাগ করে নিলে আপনারই ভাল। মানসিকভাবে শান্ত থাকবেন আজ।
আরও পড়ুন: Weekly Horoscope : কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলবে তুলার, গ্রহ অনুকূলে মেষের ; কী রয়েছে আপনার ভাগ্যে ?
মীন- ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি কিছু অপ্রীতিকর প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দে সময় কাটাবেন। আশেপাশে কী ঘটছে সেই নিয়ে সতর্ক থাকবেন।