Weekly Horoscope : কঠোর পরিশ্রমের স্বীকৃতি মিলবে তুলার, গ্রহ অনুকূলে মেষের ; কী রয়েছে আপনার ভাগ্যে ?
Weekly Astrology : অফিস-বাড়ি হোক বা ব্যক্তিগত জীবন থেকে স্বাস্থ্য...কেমন কাটবে দেখে নিন একনজরে।
কলকাতা : এই সপ্তাহটা কেমন যাবে আপনার ? অফিস-বাড়ি হোক বা ব্যক্তিগত জীবন থেকে স্বাস্থ্য...কেমন কাটবে দেখে নিন একনজরে।
মেষ- এ সপ্তাহে উচ্চাকাঙ্খা বেশি থাকবে। লক্ষ্য অর্জনে এগিয়ে যাবেন। গ্রহ আপনার অনুকূলে থাকবে। যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলায় এনার্জি থাকবে। সাফল্য অর্জনে বেশি আগ্রাসন দেখাবেন না। কারণ, তাতে অন্যের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিতে পারে। ধৈর্য্য ও কূটনীতির মধ্যে সামঞ্জস্য রাখার চেষ্টা করুন। তাতে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হবে।
বৃষ- জীবনে স্থিতিশীলতা আনার পেছনে এ সপ্তাহে নজর দেবেন। তা সে আর্থিক বিনিয়োগের মাধ্যমে হোক বা কেরিয়ারে উন্নতির মাধ্যমে। বাজেট খতিয়ে দেখুন। সঞ্চয় ও বিনিয়োগ কোথায় দাঁড়িয়ে দেখে নিন, তাতে বুঝতে পারবেন আর্থিকভাবে কোথায় আছেন ? পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা হতে পারে।
মিথুন- এ সপ্তাহে নতুন কিছু শেখায় নিযুক্ত হতে পারেন। বা, নতুন কোনও বিষয়ে আগ্রহ হতে পারে। আপনার কৌতূহল বাড়তে পারে। পড়াশোনা করা, লেখালিখি করা বা নতুন কোনও শখে নিযুক্ত হওয়ার এটা সেরা সময়। মানসিক এবং নিজের যত্ন নেওয়ার মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন।
কর্কট- এ সপ্তাহে মানসিক শান্তির খোঁজ করতে পারেন। ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটিয়ে শান্তি অনুভব করবেন। নিজের যত্ন নিতে পারেন। নিজেকে প্রকাশ করার এটা সেরা সময়। পরিবারের সঙ্গে কাটানো সময় উপভোগ করবেন। ভালবাসার মানুষের সঙ্গে সৎভাবে ও খোলাখুলিভাবে আলোচনা করুন। তাতে সম্পর্ক ভাল থাকবে।
সিংহ- নিজেকে প্রকাশ করার এবং সৃষ্টিশীল দিকটা দেখানোর সুযোগ পেতে পারেন এ সপ্তাহে। সামাজিকতার দিকে ঝোঁক বাড়বে। অন্যের সঙ্গে যোগাযোগের সেরা সময় এটা। তবে, খেয়ার রাখবেন বেশি আত্মকেন্দ্রিক হয়ে পড়বেন না।
কন্যা- এ সপ্তাহে আপনি আরও বেশি আত্মদর্শী এবং বিশ্লেষণাত্মক হয়ে উঠবেন। অতীতের সিদ্ধান্ত খতিয়ে দেখবেন। নিজের শক্তি ও দুর্বলতা বিচার করার এটা সেরা সময়। বাস্তবধর্মী লক্ষ্যমাত্রা ঠিক করা এবং তা অর্জন করার পরিকল্পনা করতে পারেন। পাশাপাশি নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার ইচ্ছা হতে পারে। নিজের প্রতি সদয় হোন।
তুলা- এ সপ্তাহে নিজের কেরিয়ার ও পেশাগত লক্ষ্য পূরণের ইচ্ছা বাড়বে। কঠোর পরিশ্রমের স্বীকৃতি ও প্রশংসা পেতে পারেন। কাজের জায়গায় কোনও সমস্যা মেটাতে আপনার কূটনৈতিক দক্ষতা ও সক্ষমতা কাজে আসবে। প্রভাবশালী মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের এটা ভাল সময়। এঁরা আপনাকে লক্ষ্য পূরণে সাহায্য় করতে পারেন। তবে, খরচ খরচার বিষয়ে সতর্ক হোন ।
বৃশ্চিক- এ সপ্তাহে উৎসাহিত থাকবেন। নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে থাকবেন। নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসবেন। নিজের এবং অন্যের আবেগ বুঝতে পারবেন। নিজের অনুভূতি প্রকাশ করার এটা সেরা সময়। ভালবাসার মানুষের সঙ্গে খোলাখুলি আলোচনা করুন। যকোনও সম্পর্ক নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে নিজের মনের দিকে নজর দিন।
ধনু- আর্থিক বিষয়ে ফোকাস বাড়বে। খরচ-খরচার দিকে নজর দেবেন। আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য পরিকল্পনা করতে পারেন। অপ্রত্যাশিত আর্থিক সুযোগ আসতে পারে। বেতন বৃদ্ধি বা বিনিয়োগের সুযোগের মতো। বুদ্ধি করে খরচ খরচা করুন। বিনিয়োগে ঝুঁকি নেবেন না এই সময়টায়। দৈনন্দিন শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার খান এবং পর্যাপ্ত বিশ্রাম নিন।
মকর- সম্পর্ক ও পার্টনারশিপের দিকে এ সপ্তাহে ফোকাস বাড়বে। আরও সহযোগিতা এবং আপোষ করবেন। যে কোনও দ্বন্দ্বের সমাধান খোঁজার চেষ্টা করবেন। পরিবার, বন্ধুবান্ধব এবং সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনার এটা ভাল সময়।
কুম্ভ- এ সপ্তাহে নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেবেন। শারীরিক ফিটনেস বাড়াতে চাইবেন। স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার এটা ভাল সময়। দৈনিক শরীরচর্চা, পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার মতো বিষয়গুলিতে ঝোঁক বাড়বে। উদ্বেগ কাটানোর জন্য বিকল্প পথের খোঁজ করতে পারেন।
মীন - এ সপ্তাহে নিজের সৃষ্টিশীলতা ও নিজেকে প্রকাশ করার উপর জোর দেবেন বেশি। নিজের শিল্পী-প্রতিভাকে বের করে আনতে চাইবেন। লেখালিখি, নাচ, গান বা আঁকার মাধ্যমে। অনুভূতি আরও বাড়বে। রোম্যান্টিক সম্পর্ক নিয়ে ঝোঁক বাড়বে। স্বাস্থ্যকর বিষয়ে নজর দিন।
ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।