Daily Astrology: লাভের মুখ দেখবেন কারা? আইনি জটিলতায় কারা? দেখুন রাশিফল
Daily Horoscope: কেমন যাবে এই দিনটি? আপনার রাশিফল দেখে নিন

কলকাতা: ১৭ জুলাই দিনটি কেমন যাবে? আপনার রাশিফল দেখে নিন
মেষ রাশি: দিনটি ভাল যাবে। কর্মক্ষেত্রে অবস্থান এবং প্রতিপত্তি বাড়তে পারে। কোনও নতুন কাজের জন্য সাহস ও শক্তি পাবেন। কোনও অন্যায়ের প্রতিবাদ করলে বাকিদের থেকে পূর্ণ সমর্থন পাবেন। যাঁরা উচ্চশিক্ষা লাভের চেষ্টা করছেন, তাঁদের বাধা কেটে যাবে। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সতর্ক থাকবেন। অন্ধ বিশ্বাস করবেন না। সরকারি চাকরিরতরা চাকরির ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন।
বৃষ রাশি: আগামীকাল আনন্দের দিন হবে। পরিবারে নতুন অতিথি আসতে পারে। আপনার পরিবারে বিবাদ হলেও সেটা বাইরের কারও সঙ্গে শেয়ার করবেন না। নয়তো সেই ব্যক্তি আপনার সমস্যার সুযোগ নিতে পারে, যা আপনার ক্ষতিও করতে পারে। জীবনে মূল্যবান কিছু পেতে পারেন। রোজের রুটিন বদলে ফেলবেন না। সন্তানের কারণে সুখ পেতে পারেন।
মিথুন রাশি: আগামীকাল আপনার জন্য অনুকূল হতে চলেছে। কারও কথা শুনে নিজের আচরণ পরিবর্তন করবেন না, কথাবার্তায় ভারসাম্য বজায় রাখুন। কঠোর শব্দ ব্যবহার করবেন না। আগামীকাল আপনি আপনার বাড়ি, দোকান ইত্যাদি কিছু মেরামতের কাজ করার কথা ভাবতে পারেন। যাঁরা এখন রাজনীতিতে নিজেদের ভাগ্য গড়ছেন, আগামীকাল তাঁরা জনগণের অনেক ভালবাসা পাবেন। আপনি জনগণের জন্য কাজ করতে থাকুন, রাজনীতিতে আপনার অবস্থানও উচ্চ হবে।
কর্কট রাশি: এদিন খরচ বাড়বে। যে কোনও কাজ করার আগে,বাজেট তৈরি করে নিন। রুটিনও বদল করবেন না। মাথা ঠান্ডা রাখলে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। সম্পত্তি সংক্রান্ত মামলা চললে তা আপনার অনুকূলে যেতে পারে।
সিংহ রাশি: সম্পত্তি কিনতে চাইলে সাবধানে সিদ্ধান্ত নিন। নয়তো ক্ষতির মুখে পড়তে হতে পারে। কোনও পরীক্ষা থাকলে ভাল ফলাফল হবে। নতুন করে কোনও কাজ শুরু করতে পারেন। বিভিন্ন কারণে প্রশংসা পাবেন আপনি।
কন্যা রাশি: বাড়িতে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। ছোট কারও অনুরোধ পেলে তা রাখার চেষ্টা করুন। আগামীকাল কোনও আইনি বিষয়ে জড়িয়ে পড়তে পারেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে চললে সমস্যা থেকে বেরিয়ে আসবেন।
তুলা রাশি: ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভাল দিন। আরও লাভ পাবেন। নতুন সুযোগ মিলবে। সন্তানের থেকে নতুন কিছু শিখবেন। বাড়িতে কোনও ভোজসভার আয়োজন হতে পারে। চাকরিরতরা উচ্চপদ পাবেন। ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন।
বৃশ্চিক রাশি: স্বাস্থ্য় নিয়ে সচেতন থাকুন। স্বাস্থ্য সংক্রান্ত কোনও সমস্যাকে উপেক্ষা করবেন না। ডাক্তারের পরামর্শ নিন। পুরনো কোনও লেনদেন নিয়ে সমস্যা। ব্যবসায় কোনওরকম ঝুঁকি নেবেন না। আচরণের জন্য প্রশংসিত হবেন।
ধনু রাশি: ভাল-মন্দয় মিশিয়ে যাবে এই দিনটি। লাভের মুখ দেখবেন এদিন। পরোপকারের জন্য আপনার সুনাম হবে। সামাজিক দিক থেকে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন।
মকর রাশি: আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। খরচ বেশি করলে সঞ্চয়ে চান পড়বে। উত্তেজিত হয়ে বড় কোনও সিদ্ধান্ত নেবেন না। কোনও কাজ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হলে পরিবারের সবাই একসঙ্গেই সিদ্ধান্ত নেবেন। আপনার সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন আপনি।
কুম্ভ রাশি: কঠোর পরিশ্রমের ফল পাবেন। পরিশ্রমের কারণে ব্যবসায় বা চাকরিতে লাভ হবে। সাবধানে পদক্ষেপ করুন। আটকে থাকা কাজগুলি ধীরে ধীরে শেষ করতে পারবেন। পড়াশোনা সংক্রান্ত কোনও কাজ থাকলে তা ভালভাবেই শেষ হবে।
মীন রাশি: এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলুন। লাভ হবে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে। কোনও আত্মীয়ের কাছ থেকে সুখবর মিলতে পারে। চাকরির খোঁজে থাকলে ভাল খবর মিলতে পারে। সবার প্রতি শ্রদ্ধা বজায় রাখুন। অর্থ সংক্রান্ত সমস্যা মিটে যাবে।
আরও পড়ুন: উড়ছে চন্দ্রযান ৩! মাঝ আকাশ থেকে ক্যামেরাবন্দি 'ঐতিহাসিক মুহূর্ত'




















