Dhanteras 2024 : ধনতেরসে বুধ গোচরে লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ধনদেবীর কৃপায় অর্থ-যশের জোয়ার ৪ রাশির
Budh Gochar : বুধ ও শুক্র হাত মিলিয়ে লক্ষ্মী নারায়ণ যোগ গঠন করবে। এটি একটি রাজ যোগ । ৪ রাশির ভাগ্য সোনার মতো ঝলমলিয়ে উঠবে।
ধনতেরস ( Dhanteras 2024 )। এবার পড়েছে কালীপুজোর ২ দিন আগে। ২৯ অক্টোবর। মঙ্গলবার উদযাপিত ধনদেবীর আরাধনা। জ্যোতিষশাস্ত্র অনুসারে এদিনই আবার গ্রহদের রাজপুত্র বুধের গোচর ঘটছে। এক রাশি থেকে অন্য রাশিতে যাবে বুধ। বুধ ধনতেরসে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। বুধ ও শুক্র হাত মিলিয়ে লক্ষ্মী নারায়ণ যোগ গঠন করবে। এটি একটি রাজ যোগ । এর ফল ভোগ করবে ৪ টি রাশি। ধনলক্ষ্মীর আশীর্বাদ, গ্রহের আনুকূল্য , দুইয়ের ফলে ৪ রাশির ভাগ্য সোনার মতো ঝলমলিয়ে উঠবে।
মিথুন রাশিফল
মিথুন রাশির জাতকদের জন্য বুধের রাশি পরিবর্তন শুভ হবে। এই রাশির জাতকরা ব্যবসায় আগের চেয়ে বেশি লাভ করবে। ব্যবসায় নতুন চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ঠিক মতো বিনিয়োগ করলে তার ফলও পাওয়া যাবে ভবিষ্যতে। বুধের কৃপায় জ্ঞান বুদ্ধি বাড়বে। ধৈর্য ও স্থৈর্যর পরিচয় দেবেন এই রাশির জাতকরা। দেবী লক্ষ্মীর আশীর্বাদে আর্থিক অবস্থা মজবুত হবে মিথুন রাশির জাতকদের । বাড়িতে কোনও অশান্তি চললে , তাও ঠিক হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে।
সিংহ রাশিফল
সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বুধের গমন অত্যন্ত শুভ ফল দেবে। কোনও ভাল বিমায় অর্থ বিনিয়োগ অনুকূল হবে। তবে যার-তার কথা টাকা ঢালবেন না। বুধ মানুষকে সুবুদ্ধি দেয়, বিচার বোধ দেয়। সেটা কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেওয়া আবশ্যক। অন্যদিকে আগের তুলনায় অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। চাকরি করলে, সেখানেও কিছু ভাল যোগ মিলতে পারে।
তুলা রাশিফল
তুলা রাশির জাতক জাতিকারা বুধের কৃপাধন্য। এই রাশির জাতক জাতিকারা কেরিয়ার থেকে পরিবার , সব ক্ষেত্রেই উন্নতি লাভ করবে। চাকরিজীবীরা পদোন্নতি পাওয়ার মতো কাজ করতে পারেন। বেতন বৃদ্ধির সুবিধা পেতে পারেন। প্রেম জীবনেও প্রশান্তি আসবে। বিয়ের প্রস্তাব আসতে পারে। ব্যবসা বাড়তে পারে বুঝে বিনিয়োগ করলে।
কুম্ভ রাশিফল
বুধের রাশি পরিবর্তনের সুফল পাবেন কুম্ভ রাশির জাতকরাও। বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ শেষ হবে। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। বুধের অনুকূল অবস্থান অর্থনৈতিক পরিস্থিতিকে শক্তিশালী করবে। চাকরির খোঁজও শেষ হবে। ব্যবসায় ভালো লাভ করতে পারবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন :
আজই তৈরি হতে পারে অতি গভীর নিম্নচাপ ! কখন শুরু 'দানা'র তাণ্ডব? বঙ্গের কোন জেলায় প্রভাব সবথেকে বেশি?