Cyclone Dana : আজই তৈরি হতে পারে অতি গভীর নিম্নচাপ ! কখন শুরু 'দানা'র তাণ্ডব? বঙ্গের কোন জেলায় প্রভাব সবথেকে বেশি?
Cyclone Dana : মঙ্গলবার সকালেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে সিস্টেমটি। তারপর বুধবারের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর।
কলকাতা : আলোর উৎসবের আগেই শক্তিশালী ঘূর্ণিঝড় দানা আছড়ে পড়তে চলেছে। আতঙ্কের প্রহর গুণছেন বাংলা ও ওড়িশার মানুষ । নিম্নচাপে পরিণত হল পূর্ব বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত। মঙ্গলবার গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবার গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর ভোরের মধ্য়ে পুরী ও সাগরদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়।
আবহাওয়া দফতরের পূর্বাভাস পাওয়ামাত্রই বুধবারের মধ্যে পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ দিয়েছে ওড়িশা প্রশাসন। বৃহস্পতিবার ও শুক্রবার পুরীতে না আসতে পর্যটকদের অনুরোধ করেছে ওড়িশা সরকার। পরিস্থিতি মোকাবিলা নিয়ে বাংলা ও ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে বৈঠক করল কেন্দ্র। আবহাওয়া দফতরের পূর্বাভাস, ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর আন্দামান সাগরের উপর নিম্নচাপ এলাকাটি সরে গিয়েছে। পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট চিহ্নিত নিম্নচাপ এলাকা হিসাবে অবস্থান করছে সেটি ।
আবহবিদদের মতে, এবার সিস্টেমটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা। এরপর আজ মঙ্গলবার সকালেই একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর বুধবারের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর। এরপর ঘূর্ণিঝড় শক্তিসঞ্চয় করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে।
২৪ অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার রাত ও ২৫ অক্টোবর ভোরের মধ্যেই পুরী এবং সাগর দ্বীপ এর মাঝে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসাবেআছড়ে পড়তে পারে। এই সময় সেখানে বাতাসের গতিবেগ থাকবে ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতিঘণ্টায়। এদিনই দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, , ঝাড়গ্রাম সহ বেশ কিছু জেলায় অবিরাম বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে।
একবার দেখে নেওয়া যাক আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া । কী জানাচ্ছে মৌসম ভবন । সূত্র : https://city.imd.gov.in/
7 Day's Forecast/Warnings | ||||||||
Date | Min Temp | Max Temp | Forecast | Warnings | RH 0830 | RH 1730 | ||
21-Oct | 26.0 | 31.0 | Partly cloudy sky | No warning | 0 | 0 | ||
22-Oct | 26.0 | 31.0 | Partly cloudy sky with possibility of development of thunder lightning | No warning | 0 | 0 | ||
23-Oct | 25.0 | 29.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | No warning | 0 | 0 | ||
24-Oct | 24.0 | 27.0 | Generally cloudy sky with Heavy rain | Heavy Rain, Very Heavy Rain | 0 | 0 | ||
25-Oct | 24.0 | 28.0 | Generally cloudy sky with Heavy rain | Heavy Rain, Very Heavy Rain | 0 | 0 | ||
26-Oct | 26.0 | 30.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm | No warning | 0 | 0 | ||
27-Oct | 26.0 | 31.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | No warning |