Graha Gochar 2025 : খুলবে আয়ের নতুন রাস্তা, তাক লাগাবে তিন রাশির রোজগার, মার্চেই তিন গ্রহের কামাল
কেউ পাবেন শুভ প্রভাবে। কেউ আবার অশুভ প্রভাবে থাকবেন। আবার ১৮ মার্চ সন্ধ্যা ৭.২০ মিনিটে বুধ অস্ত যাচ্ছে, বুধ গ্রহ ৮ এপ্রিল, ২০২৫ তারিখে উদিত হবে।

গ্রহের চালচলনের দিন থেকে এই মাসটি খুবই গুরুত্ব পূর্ণ। আড়াই বছর পর এই মার্চেই শনিগ্রহ রাশি পরিবর্তন করছে। আবার এই মার্চেই শুক্র গ্রহ এবং বুধ গ্রহ বিপরীতমুখী হবে, যাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় বক্রী। সূর্যের রাশির পরিবর্তনের জন্য খরমাস শুরু হবে। আর এই সবকয়টি ঘটনার প্রভাব পড়বে প্রত্যেকটি রাশির উপরই। মার্চ মাসে কোন গ্রহগুলি গোচর করবে আর তার প্রভাবে কোন রাশিচক্রের লাভের ঝুলি কানায় কানায় পূর্ণ হবে, চলুন দেখে নেওয়া যাক।
জ্যোতিষশাস্ত্রবিদরা জানাচ্ছেন, শুক্র গ্রহ ২ মার্চ অর্থাৎ সোমবার সকাল ৬.০৪ মিনিটে বক্রী হয়েছে। শুক্রের এই পরিবর্তন ৪৩ দিন স্থায়ী হবে। এর পরে, আবার আগামী ১৩ এপ্রিল শুক্র গ্রহ সকাল ৬.৩১ মিনিটে সরাসরি অবস্থানে আসবে। অন্যদিকে আগামী ১৪ মার্চ তারিখে সন্ধ্যা ৬.৫৮ মিনিটে সূর্যের গোচর ঘটবে মীন রাশিতে। র্য যখন মীন রাশিতে প্রবেশ করবে তখন খরমাস শুরু হবে। খরমাসে কোনও শুভ কাজ করা যায় না। বাংলায় তখন চলবে চৈত্র মাস। পঞ্জিকা মতে, এই মাসে হিন্দু বাঙালিদের এই মাসে বিয়ের দিন থাকে না। অন্যদিকে এই মাসেই বুধ গ্রহ ১৫ মার্চ, দুপুর ১২.১৫ মিনিটে বক্রী হবে । তারপর আবার ৭ এপ্রিল বিকেল ৪.৩৬ মিনিটে সরাসরি অবস্থানে ফিরবে বুধ । বক্রী অবস্থানে থাকা বুধ গ্রহ জাতকদের কর্মজীবন এবং ব্যবসায় প্রভাব ফেলতে পারে। কেউ পাবেন শুভ প্রভাবে। কেউ আবার অশুভ প্রভাবে থাকবেন। আবার ১৮ মার্চ সন্ধ্যা ৭.২০ মিনিটে বুধ অস্ত যাচ্ছে, বুধ গ্রহ ৮ এপ্রিল, ২০২৫ তারিখে উদিত হবে।
মার্চ মাসে শনির সবচেয়ে বড় গোচর ঘটতে চলেছে। আড়াই বছর পর ২৯ মার্চ তারিখে রাত ১১.০১ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবে শনি । এর পরে, মেষ রাশির সাড়ে সাতি শুরু হবে এবং মকর রাশির সাড়ে সাতি শেষ হবে।
তিন রাশি বসবে টাকার গদিতে
মেষ রাশির জাতক জাতিকারা মার্চ মাসে গ্রহের গোচর থেকে প্রচুর আর্থিক সুবিধা পাবেন। আয়ের উৎস বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা চাকরিতে ভালো সুযোগ পাবেন এবং আটকে থাকা কাজ সম্পন্ন হবে। একই সঙ্গে কর্কট রাশির জাতকদের জন্য ভালো সময় শুরু হবে। অর্থনৈতিক দিকটি শক্তিশালী হবে।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
