Guru Pushya Yog 2024: মা লক্ষ্মী জন্মেছিলেন শুভ এই নক্ষত্রে, গুরু পুষ্য যোগে অর্থভাগ্য বদলে যেতে পারে এই ২ রাশির; বছর-শেষে লাভের গুড়
Astrology: গুরু পুষ্য যোগ একটি শুভ যোগ। এই সময়টাকে শুভ সময় বলে মনে করা হয়।
কলকাতা : গুরু পুষ্য যোগ একটি চমৎকার সমন্বয়। এই যোগ তৈরি হওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই শুভ কাকতালীয় ঘটনাটি ২১ নভেম্বর ২০২৪ বৃহস্পতিবার ঘটতে চলেছে। এই দিনে সোনা, রুপো কেনা বা জমি, সম্পত্তি, বাড়ি বা গাড়ি কেনা শুভ বলে মনে করা হয়। গুরু পুষ্য যোগ হবে ২১ নভেম্বর সকাল ৬টা ৪৯ মিনিট থেকে দুপুর ৩টে ৩৫ মিনিট পর্যন্ত। এই দিনটি বৃহস্পতিবার হওয়ায় এই দিনটিকে আরও বিশেষ করে তোলে।
গুরু পুষ্য যোগ একটি শুভ যোগ। এই সময়টাকে শুভ সময় বলে মনে করা হয়। গুরু পুষ্য নক্ষত্রে শিক্ষা গ্রহণ, নতুন কাজ শুরু করা এবং গুরুত্বপূর্ণ চুক্তি সইয়ের মাধ্যমে শুভ ফল পাওয়া যায়। এটা বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী এই শুভ নক্ষত্রে জন্মগ্রহণ করেছিলেন। তুলা ও ধনু রাশির জাতক জাতিকারা আজকের এই যোগ গঠনে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন।
তুলা রাশি (Tula Rashi)- তুলা রাশির জাতকদের জন্য এই দিনটি শুভ হবে। আজ আর্থিক লাভের সম্ভাবনা আছে। ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাইলে এই দিনটা শুভ বলে মনে করা হয়। কেরিয়ারের দিক থেকে দিনটি ভাল। চাকরিজীবীদের এদিন মান-সম্মান বাড়বে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। যদি কোনো সম্পত্তিতে বিনিয়োগ করতে চান, তাহলে এই দিনটি ভাল। পরিবার ও সামাজিকতাতেও দিনটি ভাল। আপনার আশপাশে ইতিবাচক পরিবেশ থাকবে।
ধনু রাশি (Dhanu Rashi)- এই দিনটি ধনু রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হতে পারে। এই শুভ যোগটি তৈরি হওয়ার ফলে আপনার ব্যবসা বিস্তার লাভ করতে পারে। যা আপনার জন্য লাভজনক হতে পারে। আর্থিক দিক থেকে এই দিনটি আপনার জন্য শুভ হবে। আয় বাড়তে পারে। চাকরি করলে বোনাস ও বেতন বাড়তে পারে। বছরের শেষলগ্নে এসে আপনার লাভ হতে পারে। যদি সম্পত্তি কিনতে বা বিক্রি করতে চান তাহলে এই দিনটি ভাল।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে