Daily Astrology: ক্ষতির আশঙ্কা শুক্রবার, স্ত্রীকে নিয়ে দিনভর থাকবে দুশ্চিন্তা; কী বলছে আপনার রাশিফল?
Horoscope Tomorrow : মেষ থেকে তুলা, শুক্রবার কোন রাশির ভাগ্য কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

কলকাতা: আগামীকাল শুক্রবার ১৪ ফেব্রুয়ারি। সপ্তাহের এই দিন কী রয়েছে আপনার ভাগ্যে? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): লাভজনক দিন হতে পারে। ব্যবসার জন্য শুভ দিন। ব্যবসার ক্ষেত্রে কোনও সমস্য়া চললে তার সমাধান সূত্র খুঁজে পাবেন। স্ত্রীর থেকে উপহার পেতে পারেন। পড়ুয়াদের আরও বেশি মনোযোগী হতে হবে। স্বপ্নের চাকরি পাবেন অবশেষে।
বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): আর্থিক দিক থেকে দুর্বল দিন হতে চলেছে। টাকার বিষয়ে কিছু সমস্যা হবে। অপ্রয়োজনীয় ব্যয় করবেন না। লোক দেখানো কাজ করবেন না। শ্বশুরবাড়ির কারও কাছ থেকে টাকা ধার করলে সহজেই তা পাবেন। ভাবনাচিন্তা করে টাকা ধার দিতে হবে।
মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি মন দিয়ে দেখতে হবে। নিজে কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিন। নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। কর্মক্ষেত্রে কোনও সমস্যা হলে তা সমাধানও হবে। সম্পত্তি কেনার বিষয়ে সবদিক বিবেচনা করতে হবে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): ব্যবসায় বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে। সম্পর্কের ক্ষেত্রে সঙ্গীকে আরও বেশি সময় দিতে হবে। ছোটখাটো বিষয়ে দুশ্চিন্তায় থাকবেন। পারিবারিক জীবনেও প্রভাব ফেলবে। অন্য কারও বিষয়ে কথা বলা এড়াতে হবে।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): সিংহ রাশির জাতকদের জন্য ভাল দিন। বিনোদনমূলক অনুষ্ঠানে সময় ব্যয় করবেন। ব্যবসায় খ্যাতি ছড়িয়ে পড়বে। তবে শত্রুপক্ষের থেকে সাবধান। বাবা মায়ের আশীর্বাদে, যে কোনও অমীমাংসিত কাজ সম্পন্ন হবে। সন্তান আপনার কাছে কিছু চাইতে পারে যা অবশ্যই পূরণ করতে হবে।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): চিন্তাভাবনা করে কাজ করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও ভালো হবে। অফিসে কাজের ক্ষেত্রে বড় প্রকল্প আসতে পারে। শরীরচর্চা করতে হবে। কোনও কাজ স্থগিত করা যাবে না। আলসেমি দূর করতে হবে। পরিবারের কেউ কোনও পরামর্শ দিলে তা গ্রহণ করতে হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
