Daily Astrology: বিবাদে জড়ালে ভয়ঙ্কর বিপদ, পদোন্নতি সম্ভাবনা শুক্রবার; কী বলছে আপনার রাশিফল?
Horoscope Tomorrow : মেষ থেকে তুলা, শুক্রবার কোন রাশির ভাগ্য কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

কলকাতা: আগামীকাল ২৫ এপ্রিল। শুক্রবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi): সুখবর পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটবে। বিপদে স্ত্রীর পাশে দাঁড়ান। এছাড়াও সন্তানদের কেরিয়ারে সমস্যার সময় পাশে থাকতে হবে। কোনও বড় অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেতে পারেন। সামাজিক সম্মান বাড়বে। কথা বলার বিষয়ে সতর্ক থাকতে হবে।
বৃষ রাশি- কালকের রাশিফল (Brisha Rashi): জীবনের সেরা দিন হবে। বিবাদে জড়িয়ে পড়তে পারেন। কেরিয়ারের দিক পরিবর্তন হতে পারে। স্বাস্থ্যের জন্য দিনটি ভাল হবে। স্ত্রীর সঙ্গে কোথাও যেতে পারেন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকতে হবে।
মিথুন রাশি- কালকের রাশিফল (Mithun Rashi): কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে প্রচেষ্টার ফল পাবেন। বড় সাফল্য আসতে পারে। মন খুশি থাকবে। বাড়িতে কোনও অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। আগামীকাল হঠাৎ আর্থিক লাভ পাবেন। নেমা দেখতে যেতে পারেন। অফিসের কাজ শেষে কোথাও ঘুরতে যাওয়ার সম্ভাবনা।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): বাড়িতে অনুকূল পরিবেশ থাকবে। আধ্যাত্মিকাতা দিকে ঝোঁক বাড়বে। সাহিত্যের বিষয়ে ঝোঁক বাড়বে। পড়াশোনার পরিকল্পনা পরিবর্তন করতে পারেন। স্ত্রীকে খুশি করতে উপহার দিন।সম্পর্কে আরও মধুরতা আনবে। গবেষণা সংক্রান্ত বিষয়ে ভাল ফল পাবেন।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): পরিবার এবং কেরিয়ার ভারসাম্য বজায় রাখা সহজ হবে। বিভ্রান্তির পরিবেশ দূর হবে। অতীতে নেওয়া কোনও সিদ্ধান্ত থেকে ভাল ফল পাবেন। স্ত্রীর সঙ্গে বাইরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): আপনার জন্য বিশেষ দিন হবে। আত্মবিশ্বাস হারাবেন না। হতাশা কাটিয়ে উঠতে পারবেন। সাফল্য অর্জন করার পথ সহজ হবে। হাতে আসবে টাকা। নবদম্পতিদের জন্য ভাল সময়। সম্পর্ককে গুরুত্ব দিতে হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















