Daily Astrology: বদলির চিঠি পেতে পারেন কারা ? বিনিয়োগে সাফল্য কাদের ? কেমন যাবে আগামীকাল ?
Horoscope Astrological Prediction : কেমন যাবে আগামীকাল ? কী বলছে আপনার রাশি ?
কলকাতা: কেমন যাবে আগামীকাল বুধবার ? কী বলছে আপনার রাশি ? (Daily Horoscope) গ্রহ- নক্ষত্ররা কেমন প্রভাব ফেলতে পারে ? কেমন যাবে সপ্তাহের এই দিনটি ? কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।
মেষ রাশি: বুধবার ভাল যাবে। কর্মক্ষেত্রে দ্রুত সাফল্য আসতে চলেছে। ব্যবসাকেও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন। আর্থিক অবস্থা উন্নতি হতে চলেছে। পরিবারের মধ্যে ঘূণে ধরা সম্পর্কগুলি ঠিক করার চেষ্টা করলে ভাল হবে। রাগ বাড়তে দেবেন না। আবহাওয়ার পরিবর্তনের কারণে সর্দি-কাশি হতে পারে।
বৃষ রাশি: অফিসের কাজে হাফিয়ে উঠতে পারেন।বুধবার ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ দিন হবে। ব্যবসায় উন্নতি হবে। পারিবারিক সম্পর্ক আরও শক্তিশালী করে তুলুন। বাড়ি থেকে দূরে থাকলে পরিবারের খবর ঠিকভাবে নিন। দেরি করবেন না এই বিষয়গুলিতে। কোনও অভিযোগ করার সুযোগ দেবেন না। ডায়াবেটিক হলে একটু সমস্যা তৈরি হতে পারে। চিকিৎসকের পরামর্শ নিন।
মিথুন রাশি : বুধবার ভাল যাবে। অফিসের কাজ সময়মতো শেষ করুন। ব্যবসায়ীদের চিন্তা বাড়তে পারে।ব্যবসা ভাল না হলে আপনার মন অস্থির হতে পারে। ধারের টাকা ফেরত চাইতে গিয়ে তর্কে জড়াতে পারেন, সাবধান। হার্টের রোগী হলে সতর্ক থাকুন, চিকিৎসকের পরামর্শ নিন।
কর্কট রাশি : সরকারি কর্মীরা বদলির চিঠি পেতে পারেন। তবে বদলির জায়গা মন মতোই হওয়ার সম্ভাবনা রয়েছে। জমিতে বিনিয়োগ করলে প্রচুর মুনাফা পেতে পারেন। নিকটাত্মীয়দের সাথে যোগাযোগ বজায় রাখা উচিতস্বাস্থ্যের বিষয়ে একটু সতর্ক থাকুন, পিঠের ব্যথা আপনাকে কষ্ট দিতে পারে।
সিংহ রাশি: অফিসের দায়িত্ব ঠিকভাবে পালন করুন। অফিসের ডেটা সুরক্ষিত রাখুন। নইলে সমস্যায় পড়তে পারেন। মা-বাবা আপনার উপরে রেগে থাকলে চুপ থাকুন। নইলে ক্ষতির আশঙ্কা। নিজে থেকেই পরিবেশ স্বাভাবিক হবে। চর্মরোগে ভুগতে পারেন, সাবধান।
কন্যা রাশি: কর্মক্ষেত্রে সকলের মধ্যে সমানভাবে কাজ ভাগ করে দিন। বাবা-মাকে ব্যস্ত করে রাখুন, তাহলে তারা হাসিখুশি থাকবেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে কিছু ভেবে থাকলে এবার এগোতে পারেন। অধিক পরিশ্রমে আপনার শরীর খারাপ হতে পারে সাবধান থাকুন।
তুলা রাশি: অফিসে বসের সামনে বুঝে কথা বলুন। নাহলে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায় লাভ আসবে। পৈতৃক সম্পত্তির বণ্টন নিয়ে কথা হতে পারে। মানসিক স্থিরতা আনার চেষ্টা করুন। ধ্যানের সাহায্য নিলে অবশ্যই অনেকটাই মুক্তি পাবেন।
বৃশ্চিক রাশি: অফিসে কাজের চাপ বেশি হলে সহকর্মীদের সঙ্গে শেয়ার করতে পারেন। নিজের ব্যবসা নিয়ে সতর্ক হন। বাবা অসুস্থ হলে তাকে সময়মতো ওষুধ ও খাবার দিন। যদি হার্টের রোগী হন, তাহলে খুব সাবধানে রাখুন। কারণ আচমকা আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে। যে জন্য আপনাকে হাসপাতালে যেতে হতে পারে।
ধনু রাশি: আজ কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। অফিসে রাগ না করলে ভাল হবে। না হলে ক্ষতির আশঙ্কা। রাগের কারণে বসের সঙ্গে কোনও যোগাযোগ নাও হতে পারে। সামরিক বিভাগে চাকরি করতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি ঠিক সাফল্য অর্জন করতে পারবেন। শেয়ার বাজারে বিনিয়োগে লাভের সম্ভাবনা।
মকর রাশি: অফিসে বস, আপনার কাজে খুশি হবেন। আজ ব্যবসায়ীদের জন্য একটু কঠিন হতে পারে। ব্যবসা নিয়ে আজ গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত নিতে পারেন। পরিবারের পরিবেশ উন্নত করার জন্য চেষ্টা করতে হবে। যারা উচ্চ রক্তচাপ ও সুগারে ভুগছেন, তাঁদের নিজের প্রতি খেয়াল রাখতে হবে।
কুম্ভ রাশি: ব্যবসায়ীদের আজ কিছু বাধা বিপত্তি আসতে পারে। রাগ করে কোনও বড় পদক্ষেপ নেবেন না। নইলে ক্ষতির আশঙ্কা। অফিসে কঠোর পরিশ্রম করতে হবে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। ফ্যাটি লিভার থাকলে সতর্ক হন।
মীন রাশি: জমি বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমাধান পাবেন আজ। যাদের মন মেজাজ ভাল নেই, তারা পরিবারের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন।শরীরে যত্ন নিন। ধীরে ধীরে সবঠিক হয়ে যাবে।
আরও পড়ুন, কোন রাশির মহিলারা নেতৃত্ব দেওয়ার জন্য সবসময় তৈরি ? কারা হতে পারেন দারুণ ক্যাপ্টেন?
(তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি)
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।