Eye Hospital: বড়দিনের আগে বিশেষভাবে সক্ষম দৃষ্টিহীন শিশুদের সঙ্গে নিয়ে চোখের হাসপাতাল চালু করতে চলেছে বিপি পোদ্দার
চক্ষু বিভাগের পর এবার পুরোদস্তুর চোখের হাসপাতাল চালু করতে চলেছে বিপি পোদ্দার। তার আগে সোমবার, ক্যালকাটা ব্লাইন্ড স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে তারই সূচনা করল বিপি পোদ্দার হাসপাতাল। বিশেষভাবে সক্ষম দৃষ্টিহীন শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিল বিপি পোদ্দার হাসপাতালের কর্তৃপক্ষ। আপাতত চোখের চিকিৎসার জন্য বরাদ্দ আছে একটি বিভাগ। তবে এবার এক ধাপ এগিয়ে, পুরোদস্তুর চোখের হাসপাতাল চালু করতে চলেছে বিপি পোদ্দার। বড়দিনের আগে বিশেষভাবে সক্ষম দৃষ্টিহীন শিশুদের সঙ্গে নিয়ে তারই সূচনা করল বিপি পোদ্দার হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার বেহালায়, ক্যালকাটা ব্লাইন্ড সকুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তবে শুধু হাসপাতালই নয়, চিকিৎসার পাশাপাশি সমাজসচেতনতারও বার্তা দিয়েছে বিপি পোদ্দার হাসপাতাল। নানা প্রকল্পেরও আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।


















