এক্সপ্লোর

Horoscope Tomorrow: ভাল খবর পাবেন? লক্ষ্মীবারে আপনার হাতে টাকা আসবে? কী বলছে রাশিফল?

Daily Horoscope: বৃহস্পতিবার কেমন কাটবে? লক্ষ্মীবারে কি লক্ষ্মীপ্রাপ্তি হবে আপনার?

কলকাতা: রাশিফল ​​অনুসারে, আগামীকাল অর্থাৎ ২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার বেশ গুরুত্বপূর্ণ দিন। এদিন কোন রাশির জাতকের কেমন যাবে? 

মেষ রাশি (Aries)- দিনটি ওঠাপড়ার মধ্যে দিয়ে কাটতে পারে। অফিসে যে কাজই করবেন তা সহজে মিটবে না। যার ফলে আপনাকে সমস্য়ায় পড়তে হতে পারে। অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত বোধ করতে পারেন। দুর্বল অনুভব করতে পারেন। নিজেকে সুস্থ রাখতে ঠিকমতো খাওয়া-দাওয়া করতে হবে। প্রতিদিনের খাবারের তালিকায় ফল অন্তর্ভুক্ত করতে হবে। ব্য়বসায়ী তাঁদের ব্য়বসা নিয়ে সতর্কতা অবলম্বন করুন। অর্থ আদানপ্রদানের ক্ষেত্রে অতিরিক্ত নজর দিতে হবে। সবদিক ভাল করে যাচাই করে নেবেন। নয়তো ক্ষতির সম্মুখীন হতে পারেন। তরুণরা দুশ্চিন্তায় থাকতে পারেন। কার কথা শুনবেন তা নিয়ে বিভ্রান্ত হতে পারেন। পরিবারে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলুন। 

বৃষ রাশি (Taurus)- তথ্যপ্রযুক্তি কেন্দ্রে কর্মরতদের জন্য খুব ভালো দিন হবে এটি। অফিসে প্রশংসা পেতে পারেন, যা আপনাকে খুশি করবে। দিনটি স্বাস্থ্যের দিক থেকে স্বাভাবিক হবে। অনেক বেশি উদ্যমী বোধ করতে পারেন। শারীরিক কষ্ট হবে না। যাঁরা তাঁদের সম্পত্তি বা মালপত্র ভাড়ায় দেন তাঁদের জন্য ভাড়া আয়ের ভাল উৎস হয়ে উঠতে পারে। প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। আপনি আপনার সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন, সেখানেও আপনি ও আপনার সঙ্গীরা অনেক মজা করতে পারেন। পরিবারের জন্য আপনার যা যা ইচ্ছা ছিল তা এ দিন কিছুটা হলেও পূরণ হবে বলে মনে হচ্ছে। 

মিথুন রাশি (Gemini) - এই দিন কোনও সমস্যার মুখোমুখি হতে পারেন। কাজ সম্পর্কে আপনার যা যা অভিযোগ ছিল তার সমাধান হতে পারে। আপনার মন কাজে নিযুক্ত থাকবে, এই কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর খুশি হবেন। পরিবারের বয়স্কদের স্বাস্থ্য নিয়ে আপনার যা উদ্বেগ ছিল, তা চলে যেতে পারে। ধীরে ধীরে তাঁর স্বাস্থ্যের উন্নতি হতে পারে। পায়ে বা গাঁটের ব্যথা নিয়ে সমস্যায় থাকলে আপনি কিছুটা স্বস্তি পেতে পারেন। ব্যবসায়ীরা যদি কোনও সম্পত্তি বিক্রি বা কেনার বা ভাড়া দেওয়ার পরিকল্পনা করেন তবে দিনটি শুভ। পরিবারে শান্তির পরিবেশ থাকবে।

কর্কট রাশি (Cancer)- কর্মক্ষেত্রে বিশেষ কোনও লোকের সঙ্গে দেখা হতে পারে। কাজের জন্য কোনও দরকারে কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে পারেন। স্বাস্থ্য ভাল রাখার জন্য় ফিটনেসের দিকে নজর রাখা উচিত। ওজন নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। নয়তো হাঁটু নিয়েও ভুগতে হতে পারে। ব্য়বসায়ীদের তাঁদের ব্যবসা পরিচালনা নিয়ে সতর্ক হতে হবে। তাহলেই ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে নেওয়া উচিত। তাহলেই ক্ষতি থেকে বাঁচতে পারেন। তরুণদের কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসতে হবে। স্বপ্ন সফল করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। পরিবারের সঙ্গে বাইরে গেলে পরিকল্পনার চেয়ে বেশি অর্থ ব্যয় করতে পারেন।

সিংহ রাশি  (Leo)- সতর্কভাবে দিনটি কাটাতে হবে। চাকরিজীবীদের কাজ গুছিয়ে রাখতে হবে। এদিন কোনও কাজ ফেলে গেলে পরেরদিন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার জবাব দিতে হবে। সময়মতো কাজ শেষ না করার কারণে আপনাকে তিরস্কার করা হতে পারে। ব্যস্ততার কারণে আপনি ক্লান্ত বোধ করতে পারেন। প্রয়োজনে বিশ্রাম নিতে হবে। ব্যবসায়ীরা সরকারি নিয়ম অমান্য না করে চললেই ভাল হয়। সেটা করলে আপনি আইনি সমস্যায় ফাঁসতে পারেন। তরুণরা অতিরিক্ত চিন্তা করবেন না। আপনার পরিবারের কোনও সদস্য যদি আত্মীয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন,  সেই টাকা ফেরতের জন্য বলা হতে পারে।

কন্যা রাশি (Virgo)- যাঁরা সেলস-এ রয়েছেন তাঁরা এ দিনটি ভালভাবে কাজ করতে পারবেন। ফল মিলবে। আপনার কাজ ভাল হতে পারে। মাথাব্যথার সমস্যায় আপনি ভুগতে পারেন। প্রয়োজনে ডাক্তারের সঙ্গে দেখা করে পরামর্শ নিন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরীক্ষাগুলি করানো উচিত। যাঁরা ব্যবসায়ী তাঁরা তাঁদের কাজ করে যান। ধৈর্য ধরে থাকলে লাভের মুখ দেখতে পাবেন। অনেকদিন যোগাযোগ ছিল না এমন বন্ধুর সঙ্গে ফের নতুন করে যোগাযোগ হতে পারে। পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য হলে পরিবারের থেকে সম্পূর্ণ স্নেহ পাবেন। 

তুলা রাশি (Libra) - দিনটি ভাল যাবে। তবে আপনার মানসিক দ্বন্দ্বের জন্য পরিবারের সুখ-শান্তি বিঘ্নিত হতে পারে। যদি আপনার রক্তে শর্করা বা হাই প্রেশারের সমস্যা থাকে তাহলে আপনাকে নিয়ম মেনে চলতে হবে, নিয়মিত ওষুধও খেতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল যাবে। ব্যবসা সংক্রান্ত কোনও মিটিংয়ে যোগ দিতে গেলে আত্মবিশ্বাসের মাত্রা বেশি থাকবে। প্রেমের সম্পর্কে যাঁরা আছেন তাঁদের সঙ্গীদের দিকে নজর দিতে হবে। সম্পর্ককে আরও শক্তিশালী করার চেষ্টা করুন। স্ত্রী আপনার উপর রাগতে পারে।

বৃশ্চিক রাশি (Scorpio)- কর্মক্ষেত্রে তুলনামূলক আলোচনা আপনাকে বিরক্ত করতে পারে। মানসিক চাপ হতে পারে। ইউরিক অ্যাসিড সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। ভাজা খাবার এড়িয়ে চলুন,জল বেশি করে খান। ব্যবসায়ীরা বকেয়া টাকা ফেরত পেতে পারেন। আর্থিক সীমাবদ্ধতার কারণে আপনি জীবনে যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন তা শেষ হতে পারে। অর্থের অভাবে থমকে যাওয়া কাজ আবার শুরু করতে পারেন। তরুণরা কোনও কিছু করার আগে সাবধানে ভাবুন। বিবাহিত হয়ে থাকলে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটাতে পারেন।

ধনু রাশি (Sagittarius) - আপনার অধীনে যাঁরা কাজ করবেন তাঁরা ভাল কাজ না করলেও আপনি কাজ করিয়ে নিতে পারবেন। পেটের সমস্যা নিয়ে ভুগতে পারেন। ঘরোয়া টোটকায় কাজ না হলে চিকিৎসকের পরামর্শ নিন। ব্যবসায়ীরা কর্মচারীদের থেকে সম্মান পেতে পারেন। ব্যবসায়ীদেরও উচিত তাঁদের কর্মীদের সম্মান করা। পড়াশোনার জগতের লোকদের দিনটি ভাল যাবে। আপনার কঠোর পরিশ্রম ফল দেবে এবং জীবনে সাফল্য অর্জন করবেন। আপনার জীবনসঙ্গী যদি চাকরিজীবী হন তাহলে তাঁর আপনার সমর্থনের প্রয়োজন হতে পারে।

মকর রাশি (Capricorn) - কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে, এতে রাগ করবেন না। পরিস্থিতি ও সময় ফিরলে ফের অবস্থান ফিরতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে আপনার দিনটি ভাল যাবে। ব্যবসায়ীদের জন্য একটি দুর্দান্ত দিন হবে। সততার সঙ্গে ব্যবসা করলে কাজ ভালভাবে চলবে এবং আপনার গ্রাহকদের উপরও প্রভাব ফেলতে পারে। তরুণরা বর্তমান পরিস্থিতি অনুযায়ী তাঁদের ভবিষ্যৎ কল্পনা করা উচিত। কঠোর পরিশ্রমে বিশ্বাস করলেই সাফল্য আসবে। পরিবারের কিছু লোক আপনার বিরুদ্ধে যেতে পারে। 

কুম্ভ রাশি (Aquarius) - এদিন কিছুটা উত্থান-পতন হতে পারে। প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারবেন। যার কারণে আপনার উর্ধ্বতন আপনার কাজে খুশি হবেন। চর্মরোগের সমস্যা থাকলে সমস্যা বাড়তে পারে। যে কোনও কসমেটিক জিনিস ব্যবহার করার সময় একটু সতর্ক থাকুন। ব্য়বসায়ীরা বাজারের সঙ্গে যোগাযোগ জোরদার করুন। সেটা ব্য়বসায় ফল দেবে। তরুণরা কিছু লোকের আচরণে বিরক্ত হয়ে নেতিবাচক আচরণ করতে পারেন। তবে এটি আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। ভাইবোনদের সঙ্গে যোগাযোগ অটুট রাখুন। 

মীন রাশি (Pisces) - কাজের জায়গায় সহকর্মীদের সঙ্গে সমস্যা এড়িয়ে চলুন। ব্য়বসার জন্য অনুকূল হবে দিনটি। ব্যবসা থেকে প্রত্যাশিত লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাগম হবে যা জীবনযাত্রার মান পরিবর্তন করবে। নিজেকে ফিট রাখতে ডায়েট মেনে চলুন। মানসিক চাপে থাকলে ধ্যানের সাহায্য নিতে পারেন। শিক্ষার্থীরা পড়াশোনায় কিছু পরিবর্তন আনতে পারেন। বেশ কিছু বিষয় নিয়ে পুনর্বিবেচনা করতে পারেন। সন্তানের বিয়ের যোগ হতে পারে।

তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন: মমতা-মন্তব্যের জন্য এবার দিলীপকে শোকজ কমিশনের

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ২৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে এই জেলার তাপমাত্রা, তীব্র গরমের আশঙ্কা?
সপ্তাহান্তে ২৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে এই জেলার তাপমাত্রা, তীব্র গরমের আশঙ্কা?
Kumortuli Incident Update: 'ব্যাগ ভারী হওয়ায় সন্দেহ' ট্রলিতে দেহকাণ্ডে শিউরে উঠেছেন মধ্যমগ্রামের ভ্যান চালক
'ব্যাগ ভারী হওয়ায় সন্দেহ' ট্রলিতে দেহকাণ্ডে শিউরে উঠেছেন মধ্যমগ্রামের ভ্যান চালক
Kolkata News : খুনের পর মৃতার অ্যাকাউন্ট থেকে বিরাট অঙ্কের টাকা তুলেছিল ফাল্গুনী, অর্ডার করেছিল গয়নাও!
খুনের পর মৃতার অ্যাকাউন্ট থেকে বিরাট অঙ্কের টাকা তুলেছিল ফাল্গুনী, অর্ডার করেছিল গয়নাও!
Arvind Kejriwal: এবার সংসদে কেজরিওয়াল? রাজনীতিতে নয়া ইনিংস, রাজ্যসভায় প্রবেশের পথে ‘মাফলার ম্যান’
এবার সংসদে কেজরিওয়াল? রাজনীতিতে নয়া ইনিংস, রাজ্যসভায় প্রবেশের পথে ‘মাফলার ম্যান’
Advertisement
ABP Premium

ভিডিও

Kolkata News: 'ব্যাগটা ভারী লেগেছিল কিন্তু সন্দেহ হয়নি', কুমারটুলিকাণ্ডে আর কী বললেন ট্যাক্সিচালক?Kolkata News: কুমারটুলিকাণ্ডে পরতে পরতে রহস্য, কোন কারণে এই ঘটনা?ABP Ananda LivePanagarh News: পানাগড়কাণ্ডে ইভটিজিং নয়, রেষারেষিতেই দুর্ঘটনা, সিসি ফুটেজ দেখিয়ে দাবি পুলিশেরFire Incident: হাওড়ার আমতায় ইলেকট্রিক সরঞ্জামের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: সপ্তাহান্তে ২৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে এই জেলার তাপমাত্রা, তীব্র গরমের আশঙ্কা?
সপ্তাহান্তে ২৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে এই জেলার তাপমাত্রা, তীব্র গরমের আশঙ্কা?
Kumortuli Incident Update: 'ব্যাগ ভারী হওয়ায় সন্দেহ' ট্রলিতে দেহকাণ্ডে শিউরে উঠেছেন মধ্যমগ্রামের ভ্যান চালক
'ব্যাগ ভারী হওয়ায় সন্দেহ' ট্রলিতে দেহকাণ্ডে শিউরে উঠেছেন মধ্যমগ্রামের ভ্যান চালক
Kolkata News : খুনের পর মৃতার অ্যাকাউন্ট থেকে বিরাট অঙ্কের টাকা তুলেছিল ফাল্গুনী, অর্ডার করেছিল গয়নাও!
খুনের পর মৃতার অ্যাকাউন্ট থেকে বিরাট অঙ্কের টাকা তুলেছিল ফাল্গুনী, অর্ডার করেছিল গয়নাও!
Arvind Kejriwal: এবার সংসদে কেজরিওয়াল? রাজনীতিতে নয়া ইনিংস, রাজ্যসভায় প্রবেশের পথে ‘মাফলার ম্যান’
এবার সংসদে কেজরিওয়াল? রাজনীতিতে নয়া ইনিংস, রাজ্যসভায় প্রবেশের পথে ‘মাফলার ম্যান’
Bird Flu : চিন্তা বাড়াচ্ছে বার্ড ফ্লু ?  মুরগি কেনার সময় মাথায় রাখুন এই বিষয়গুলি
চিন্তা বাড়াচ্ছে বার্ড ফ্লু ?  মুরগি কেনার সময় মাথায় রাখুন এই বিষয়গুলি
Universal Pension Scheme : এবার সবাই পাবে পেনশন ! মোদি সরকার আনতে চলেছে নতুন স্কিম 
এবার সবাই পাবে পেনশন ! মোদি সরকার আনতে চলেছে নতুন স্কিম 
Multibagger Stocks : ২১ টাকা থেকে ৪১৫০ টাকায়, মাল্টিব্যাগার পেনি স্টকে এক লাখ হয়েছে ২ কোটি 
২১ টাকা থেকে ৪১৫০ টাকায়, মাল্টিব্যাগার পেনি স্টকে এক লাখ হয়েছে ২ কোটি 
Provident Fund:  পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে ? এই পদ্ধতিগুলির মাধ্যমে জানতে পারবেন আপনি
পিএফ অ্যাকাউন্টে কত টাকা জমা পড়েছে ? এই পদ্ধতিগুলির মাধ্যমে জানতে পারবেন আপনি
Embed widget