Lok Sabha Election: মমতা-মন্তব্যের জন্য এবার দিলীপকে শোকজ কমিশনের
ECI on Dilip Ghosh: ২৯ মার্চ, বিকেল ৫টার মধ্যে দিলীপ ঘোষের থেকে এই মন্তব্য়ের জবাব তলব করেছে নির্বাচন কমিশন।
কলকাতা: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উদ্দেশে অপ্রীতিকর এবং অপমানজনক মন্তব্য করার জন্য এবার দিলীপ ঘোষকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন।
কমিশনের তরফে জানানো হয়েছে, এমন মন্তব্য ১ মার্চ ECI-এর তরফে দেওয়া নির্দেশিকার পরিপন্থী। তাছাড়া এমন মন্তব্য মডেল কোড অফ কনডাক্ট-এরও পরিপন্থী বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ২৯ মার্চ, বিকেল ৫টার মধ্যে দিলীপ ঘোষের থেকে এই মন্তব্য়ের জবাব তলব করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার দুর্গাপুরে দিলীপ ঘোষ কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে ওই মন্তব্য করেন। তা নিয়ে তীব্র বিরোধিতা করেছে তৃণমূল। নির্বাচম কমিশনের কাছে নালিশও করেছে। তারপরই এমন মন্তব্য করার জন্য দিলীপ ঘোষকে শো-কজ করেছিল বিজেপি।
কী রয়েছে মডেল কোড অপ কনডাক্টে?
এএনআই সূত্রের খবর, MCC-এর পার্ট ১ জেনারেল কনডাক্ট অংশের Clause (2)- স্পষ্ট বলা হয়েছে কোনও রাজনৈতিক দল বা প্রার্থী বিপক্ষ রাজনৈতিক দল বা প্রার্থীকে নিয়ে সমালোচনা করলে সেটা নীতিসংক্রান্ত, কর্মসূচি সংক্রান্ত হতে পারে, বিগত দিনের কাজ নিয়েও সমালোচনা হতে পারে। কিন্তু কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব বা প্রার্থীর ব্যক্তিগত জীবন নিয়ে কোনও ব্যক্তিগত আক্রমণ করা যাবে না।
দলের শোকজের পর দুঃখপ্রকাশ করেছেন দিলীপ ঘোষ। যদিও পাল্টা সুরও চড়িয়েছেন। তিনি তুলে এনেছেন শুভেন্দু অধিকারীকে তৃণমূলের তরফে আক্রমণের প্রসঙ্গও। তিনি বলেছেন, 'কাঁথিতে দাঁড়িয়ে শিশির অধিকারীকে যখন অপমান করা হয়, তৃণমূল চুপ থাকে কেন? আমার ভাষা নিয়ে অনেকের আপত্তি আছে, অসংসদীয় হলে আমি দুঃখিত। যে ভনিতা করে, অন্যায় করে, আমি তার প্রতিবাদ করি। মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত ঝগড়া নেই। কিন্তু মুখ্যমন্ত্রী যে ভাবে মানুষকে বিভ্রান্ত করেন, আমি তার প্রতিবাদ করেছি। কিন্তু মুখ্যমন্ত্রীর পরিবারের এক নেতা বিরোধী দলনেতার বাবাকে কুকথা বলেছেন। শুভেন্দু অধিকারী পুরুষ বলে তাঁর সম্মান নেই? তাঁর বাবার সম্মান নেই? শুধু মহিলা বলে তাঁর সম্মানের প্রশ্ন উঠবে? কথায় কথায় মহিলা কার্ড খেলার প্রতিবাদ করেছিলাম।'
দিলীপ ঘোষকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। দিলীপের মন্তব্যকে হাতিয়ার করতে চাইছে তৃণমূল। এটাই প্রথম নয় এর আগে দিলীপ ঘোষের একাধিক বক্তব্য় নিয়ে প্রবল সমালোচনা হয়েছে। তারপরেও এমন মন্তব্য়- তাহলে কি দিলীপ আছেন দিলীপেই?
আরও পড়ুন: এবারও ফুটবে পদ্ম? না কি প্রথমবার এই আসন নেবে তৃণমূল? পরীক্ষা ২৬ এপ্রিল