Sun Astrology : রবিবারই নক্ষত্র বদলেছেন রবি, শুরু হয়েছে ৩ রাশির সুসময়, মান-যশ-অর্থ সবই হাতের মুঠোয়
Sun Nakshatra Gochar : কোনও রাশির জন্য সূর্য শুভ হওয়ার অর্থ সৌভাগ্যকে জাগিয়ে তোলা। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির শুভ সময় শুরু হল।
যে কোনও রাশির উপর সূর্যের প্রভাব সবথেকে বেশি। গতকাল, ২২ জুন, সূর্যদেব নক্ষত্র পরিবর্তন করেছে। তার জেরে ১২ রাশির উপর পড়ছে বিশেষ প্রভাব। ২২ জুন সূর্য বৃষ রাশি থেকে মিথুনে প্রবেশ করেছে। আর তার জেরে কয়েক রাশির সৌভাগ্য ফুলেফেঁপে উঠবে। ২২ জুন সূর্য আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করবে। সূর্যের এই নক্ষত্র পরিবর্তন ঘটেছে শনিবার রাত ১২.১৬ নাগাদ। কোনও রাশির জন্য সূর্য শুভ হওয়ার অর্থ সৌভাগ্যকে জাগিয়ে তোলা। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির শুভ সময় শুরু হল।
মেষ-
মেষ রাশির জাতকদের জন্য শনিবার থেকে একটি চমৎকার সময় শুরু হয়েছে। এই সময়ে আর্থিক অবস্থা শক্তিশালী হবে। ব্যবসা করলে আর্থিক লাভের পূর্ণ সম্ভাবনা রয়েছে। সম্মান বৃদ্ধি হবে। কাজের প্রশংসা করবে। ভাগ্য আপনার সঙ্গে থাকবে। অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। প্রেমের জীবনে সঙ্গী আপনার মনের কথা বুঝবে।
মিথুন -
মিথুন রাশির জাতক , জাতিকাদের এই সময় ভাগ্য ভালো থাকবে। শনিবার থেকে এঁদের সম্মান বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনে সুখের হবে। দীর্ঘ দিন ধরে দাম্পত্য জীবনে কলহ হবে। আপনার নানা সমস্যার অবসান হবে। পদোন্নতি ও লাভের সম্ভাবনা আছে। আপনারা কি দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছেন ? তাহলে নতুন অফার পেতে পারেন। প্রেম জীবনে নানা সমস্যার অবসান হবে।
কন্যা -
২২ জুন থেকে কন্যা রাশির জাতকদের জন্য শুভ সময় শুরু হয়েছে। এই সময়ে যদি পরিবারের কোনও সদস্যের সঙ্গে কোনও বিরোধিতা হয়ে হয়ে থাকে, তাহলে তা মিটে যাবে। আত্মবিশ্বাস বাড়বে। অমীমাংসিত কাজ শেষ হবে। সমাজে সম্মান বাড়বে। সমাজ কল্যাণে এগিয়ে মন দিতে পারেন। আপনি যদি অবিবাহিত হন , তাহলে জীবনসঙ্গীর খোঁজ শেষে হবে। এই সময়ডা আপনার ইচ্ছা পূরণ হবে।
এই সময়ে সূর্য দেবতার আশীর্বাদ পেতে প্রতিদিন সকালে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। সূর্যকে অর্ঘ্য নিবেদন করার সময়, 'ওম সূর্যায় নমঃ ওম বাসুদেবায় নমঃ ওম আদিত্যায় নমঃ' বা 'ওম ঘ্রিণী সূর্যায় নমঃ' মন্ত্রটি উচ্চারণ করুন। যখনই সময় পান, গরিবদের সহায়তা করুন। প্রতিদিন ১০৮ বার গায়ত্রী মন্ত্র জপ করুন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।