Kalker Rashifal (31 August, 2024) : উন্নতির পথে আসা বাধা দূর হবে কাদের ? কোন রাশির হাত থেকে টাকা বেরোবে হু হু করে ? দেখুন কালকের রাশিফলে
Daily Horoscope (31 August, 2024) : তুলা থেকে মীন, রাশিচক্রের শেষ ছয় রাশির জাতকদের শনিবার দিনটি কেমন কাটতে চলেছে ?
তুলা রাশি (Tula Rashi) - শনিবার আপনার সুখের দিন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পরে দেখা হবে। তাতে আপনি খুশি হবেন। নিজের ত্রুটি থাকলে পরিকল্পনা করে এগোতে হবে। সহকর্মীদের কাছে আপনার চিন্তা প্রকাশ করার সুযোগ পাবেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত মামলায় জয়ী হতে পারেন।
বৃশ্চিক রাশি (Brishchik Rashi)- দিনটি বিভ্রান্তিতে কাটতে পারে বৃশ্চিক রাশির জাতকদের। পুরনো কোনও বিবাদ আপনাকে সমস্যায় ফেলতে পারে। আর্থিক লেনদেন ভেবেচিন্তে করুন। নাহলে সমস্যা হতে পারে। বাড়িঘর বা দোকান ক্রয় আপনার পক্ষে ভাল হবে। কর্মস্থলে কোনও কাজ নিয়ে বিভ্রান্তি থাকলে, সেই কাজে এগোবেন না। কোনও ঝুঁকি নেওয়ার আগে অবশ্যই বিচার-বিশ্লেষণ করুন।
ধনু রাশি (Dhanu Rashi) - ধনু রাশির জাতকদের জন্য দিনটি ইতিবাচক ফল বয়ে আনতে চলেছে। আবহাওয়া আপনার স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। জীবনে চলতে থাকা সমস্যা আপনাকে বিরক্ত করবে। কর্মক্ষেত্রে আপনার যে কোনও কাজের বিষয়ে বসের সঙ্গে কথা বলতে পারেন। আপনাকে আপনার সন্তানদের সঙ্গের প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে এবং যদি কোনও কাজ দীর্ঘকাল ধরে ঝুলে থাকে তবে আপনি তা সম্পূর্ণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।
মকর রাশি (Makar Rashi) - এই দিনটি কিছু বিশেষ করে দেখানোর। কর্মস্থলে কাজের বিষয়ে আপনি সমস্যায় পড়বেন এবং আপনাকে তাড়াহুড়ো করে গাড়ি চালানো এড়াতে হবে। প্রেমে কোনও বিষয়ে সঙ্গীর উপর রাগ হবে। দেখনদারিতে মাতবেন না, অন্যথা আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। ধর্মীয় কাজে খুব আগ্রহী হবেন, যা দেখে আপনার পরিবারের সদস্যরা খুশি হবেন।
কুম্ভ রাশি (Kumbha Rashi)- কুম্ভ রাশির জাতকরা শক্তিতে ভরপুর থাকবেন। আপনি আপনার হৃদয় থেকে মানুষের ভাল ভাববেন, কিন্তু লোকে আপনাকে ভুল ভাবতে পারেন। কর্মক্ষেত্রে আপনার পরামর্শকে স্বাগত জানানো হবে এবং আপনার কিছু পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনও কাজের পরিকল্পনা করে থাকেন তবে আপনি তাতে এগিয়ে যাবেন এবং জীবনসঙ্গীর কোনও কথা আপনার খারাপ লাগতে পারে। তবুও আপনি কিছু বলবেন না। উন্নতির পথে আসা বাধা দূর হবে।
মীন রাশি (Meen Rashi) - শনিবার কিছু সমস্যার সম্ভাবনা আছে। কর্মস্থলে আপনার দায়িত্বপূর্ণ কাজ থাকায় আপনি কিছুটা বিভ্রান্ত থাকবেন। সন্তানের স্বেচ্ছাচারী আচরণের কারণে আপনি সমস্যার সম্মুখীন হবেন। কাজে তাড়াহুড়ো করবেন না। নিজের আর্থিক অবস্থা দেখে, ভাল পরিমাণ অর্থ ব্যয় করবেন। তবে সঞ্চয়ের দিকেও আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। পারিবারিক সমস্যা ফের দেখা দিতে পারে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।