Lakshmi Narayan Yoga July : লক্ষ্মী-নারায়ণ যোগে বিরাট লাভের সুযোগ, দুঃখ-দুর্দশা কাটার ইঙ্গিত এই ৩ রাশির
Lakshmi Narayan Yoga : এই যোগ তিন রাশিকে দিতে পারে রাজার মতো সৌভাগ্য। সাফল্য আসবে, লোকসান কমবে, মানসিক স্থিতিও আসবে।
কলকাতা : বৈদিক জ্যোতিষশাস্ত্রে, প্রতিটি গ্রহ একটি নির্দিষ্ট সময়ের পরে তার রাশি পরিবর্তন করে। ৭ জুলাই বিকেলেই চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করেছে। আর তার ফলে তৈরি হয়েছে লক্ষ্মী নারায়ণ যোগ। কর্কট রাশিতে বুধ ও শুক্রের সমাপতনে এক সৌভাগ্যময় যোগ তৈরি হয়েছে। এই যোগ তিন রাশিকে দিতে পারে রাজার মতো সৌভাগ্য। সাফল্য আসবে, লোকসান কমবে, মানসিক স্থিতিও আসবে।
মকর রাশি
এই লক্ষ্মী নারায়ণ যোগ মকর রাশির সপ্তাম ঘরে প্রভাব বিস্তার করতে পারে। এর ফলে বিবাহিত জৈবনে সুখ আসবে। পুরানো বিরোধ ভুলে আবার নতুন করে সম্পর্ক শুরু করতে পারেন। চাকরি ক্ষেত্রে বাড়তি সুবিধে পেতে পারে। কর্মক্ষেত্রে কাজের প্রচুর প্রশংসা হবে , পদোন্নতিও হতে পারে। দেবী লক্ষ্মীর কৃপায় আপনার আয়ের নতুন উৎসের সন্ধান পেতে পারে।
কর্কট রাশি
বহুদিন কোনও কাজ আটকে থাকলে তা শেষ হতে পারে। অনেক দিনের অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ করবে। কোথাও অনেকটা অর্থ পেতে পারেন। ভাল খবরও পেতে পারে অপ্রত্যাশিত ভাবে। বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।
মিথুন রাশি
এই যোগে মিথু রাশির ভাগ্য অনুকূল হতে চলেছে। কর্মজীবনে কাঙ্ক্ষিত সাফল্য পাবে। আত্মবিশ্বাস চরমে থাকবে। আর্থিক লাভের পাশাপাশি, সম্পত্তি বা গাড়ি কেনার স্বপ্নও পূরণ করতে পারেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটান। ইতিবাচক মনোভাব অনেক কাজে সাফল্য দেবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন :
পুরীর রথযাত্রায় পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি, মৃত কমপক্ষে এক
৮ জুলাইয়ের রাশিফল
মেষ রাশি : রবিবার গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে।
বৃষ রাশি : বাড়িতে নতুন অতিথি আসতে পারে।
মিথুন রাশি : মায়ের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন।
কর্কট রাশি: সম্পত্তি ইস্যুতে সমস্যা মিটে যাবে।
সিংহ রাশি : বিশেষ কাজে ছুটতে হতে পারে।
কন্যা রাশি : কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে।
তুলা রাশি : পড়াশোনায় মনোযোগ দিতে হবে।
বৃশ্চিক রাশি : গাড়ি চালানোর সময় সাবধান থাকুন।
ধনু রাশি: অতীতের ভুল থেকে শিক্ষা নিলে ভাল হয়।
মকর রাশি : তর্ক হলে দূরে থাকার চেষ্টা থাকুন।
কুম্ভ রাশি : ব্যবসায় সাফল্য আসতে চলেছে।
মীন রাশি : কথাবার্তা ও আচরণে নিয়ন্ত্রণ রাখুন।