উসকানি ও প্ররোচনায় পা দেবেন না তুলা রাশির জাতক-জাতিকারা, মার্চে বিশেষ সতর্ক থাকতে হবে কী থেকে
Tula Masik Rashifal 2025 : জ্যোতিষবিদ্যার মতে, গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে কোনও রাশি সম্পর্কে জানা যায়। গ্রহের অবস্থান প্রতি মাসে আলাদা আলাদা হয়।

Libra March Horoscope 2025 : মাসিক রাশিফলে দেখে নেওয়া যাক, মার্চ (March 2025) মাসটি তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য কেমন থাকবে (Tula Monthly Horoscope).
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসে কর্মসূত্রে অনেক দৌড়াদৌড়ি করতে হতে পারে। আর এই পরিশ্রমে আপনি আপনার কল্পনাকে বাস্তবে রূপ দিতে কোনও কসুর রাখবেন না। মোদ্দা কথা হল, আপনার পরিশ্রম এবং দৌড়াদৌড়ি সুখকর ফল দেবে।
মার্চ মাসেো কাজের ক্ষেত্রে আপনি আপনার সেরাটা দিতে সক্ষম হবেন। বাড়ি এবং বাইরে আপনার ভাবমূর্তি উন্নত হবে। লোকেরা আপনার কথায় শুধুমাত্র বিশ্বাস করবে, তাই নয়, বরং তা মেনেও নেবে। ব্যবসা করেন যাঁরা, তাঁরা লাভ করবেন এবং বাজারে তাঁদের সুনাম বাড়বে। চাকরিজীবীদের আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা। সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে।
দ্বিতীয় সপ্তাহে আপনাকে যে কোনও ধরণের নিয়ম-কানুন ভাঙা থেকে বিরত থাকতে হবে। কারও উসকানিতে এসে কোনও ভুল কাজ বা মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকুন। এই সময় কোনও কাগজে সই করার আগে ভালো করে পড়ে এবং বুঝে নিন, অন্যথায় ভবিষ্যতে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে।
মার্চ মাস স্বাস্থ্যের দিক থেকেও কিছুটা অনুকূল নয়। মাসের মাঝামাঝি সময়ে আপনার মাথার উপর কিছু বড় দায়িত্ব এবং বড় খরচের সম্ভাবনা তৈরি হতে পারে। এই সময় বড়ির কোনও বয়স্ক ব্যক্তির স্বাস্থ্য নিয়ে মন চিন্তিত থাকবে। মার্চ মাসে আপনাকে আপনার গুপ্ত শত্রুদের থেকে সতর্ক থাকা প্রয়োজন।
মাসের শেষের দিকে টাকার অভাবের সম্মুখীন হতে পারেন আপনি। যা থেকে বাঁচার জন্য আপনাকে শুরু থেকেই টাকাপয়সার সু-ব্যবস্থাপনা করে চলা উচিত। প্রেমের সম্পর্কের দিক থেকে সময়টি অনুকূল। কঠিন সময়ে আপনার প্রেমিক বা প্রেমিকা অথবা জীবনসঙ্গী আপনার সঙ্গে ছায়ার মতো থাকবে। টক-মিষ্টি ঝগড়া চলবে, আর আপনার দাম্পত্য জীবন সুখের হবে।
মাসিক উপায় ও পরামর্শ : দেবী দুর্গার পূজায় শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে চালিশা পাঠ করুন।
আরও পড়ুন : ঝগড়া থেকে বিরত থাকতে হবে মার্চে, বৃশ্চিক রাশির জন্য আর কী পরামর্শ রাশিফলে
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















