Makar Sankranti 2025 : পৌষ পূর্ণিমাতেই খুলবে ভাগ্য, একের পর এক খুশির খবর, অপ্রত্যাশিত সাফল্যের যোগ
মকর সংক্রান্তি: ২০২৫ সালের প্রথম পূর্ণিমাই পৌষ পূর্ণিমা। সেই তিথিই শুরু হচ্ছে ১৩ জানুয়ারি,সোমবার।

বছর শুরুতেই তৈরি হয়েছে বুধাদিত্য যোগ। আর এর ফলে কয়েকটি রাশির জাতকদের জীবনে ঘটতে চলেছে এমন শুভ কিছু ঘটনা, যা ভাবতেই পারেনি কেউ। সোমবার , ১৩ জানুয়ারি, এরই মধ্যে পৌষ পূর্ণিমা , সেই সঙ্গে মকর সংক্রান্তি তিথির সমাপতন। ২০২৫ সালের প্রথম পূর্ণিমাই পৌষ পূর্ণিমা। সেই তিথিই শুরু হচ্ছে ১৩ জানুয়ারি,সোমবার। সকাল ৫ টা ৩ মিনিটে শুরু হবে পূর্ণিমা তিথি। তাই এই দিনটি নারায়ণ পুজো থেকে পুণ্যস্নান, সব কিছুর জন্যই খুবই গুরুত্ববহ।
মনে করা হচ্ছে পৌষ পূর্ণিমায় এই যোগ কিছু অপ্রত্যাশিত সুবিধা দেবে ৪ রাশিকে। এই সময় তাদের সম্মানও চূড়ায় উঠবে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকারা মকর সংক্রান্তিতে সৌভাগ্যবান হবে।
দিনটা মিথুন রাশির জন্য একটি সৌভাগ্যের দিন হবে। কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ পাবেন। আর্থিক বিষয়ে সচেতন থাকতে হবে। বড় বিনিয়োগ এড়াতে হবে তবে পুরানো বিনিয়োগ থেকে অনেক লাভ পেতে পারেন। ব্যক্তিগত জীবনে প্রেম আসবে। দাম্পত্যও হবে সুখের। তবে কাজের চাপ থাকবে, প্রাথমিক ভাবে তা বিরক্তিকর হলেও আগামীতে ভাল সুযোগ এনে দেবে।
রাশি বৃষ হলে , নতুন সুযোগ নিয়ে আসছে বুধাদিত্য যোগ । পেশাগত জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসবে। বন্ধুদের কাছ থেকেও সহযোগিতা পাবেন। নতুন পরিকল্পনা এবং প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। আর্থিক বিষয়ে লাভবান হতে পারেন। সঞ্চয় প্রকল্প থেকে উপকৃত হতে পারেন।
তুলা রাশি হলে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে, যা নানা কারণে আটকেই ছিল। নতুন ব্যবসা বা প্রকল্পে কাজ করতে পারেন। চাকরিতে ভাল কাজ করার সুবিধা পাবেন। ধর্মীয় দিকেও মন যাবে। সামাজিক কাজে অংশ নিলে ভাল হবে। প্রত্যাশার চেয়ে বেশি আয় হতে পারে। সাহসী সিদ্ধান্ত নিলে আখেরে লাভই হবে। আয় - ব্যায়ের ভারসাম্য থাকবে।
কুম্ভ রাশি হলে, জন্য,আপনার কঠোর পরিশ্রম ফল দেবে। চাকরিতে সহকর্মীরা সহায়ক হবে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম প্রশংসিত হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান সহযোগিতা কাজে আসবে। বড় আর্থিক সুবিধা পেতে পারেন। আটকে থাকা কিছু কাজ শেষ হতে পারে।
পূর্ণিমায় বৃশ্চিক রাশির জন্য ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। বুধ ও সূর্যের প্রভাবে কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য আসতে পারে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। পুরানো বিনিয়োগ আপনার জন্য লাভজনক হবে। আত্মবিশ্বাস বাড়বে। ভালবাসা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
