Mangal Gochar: মঙ্গলের চালে ৪ রাশিতে বাজিমাত, গাড়ি-বাড়ির স্বপ্নপূরণ, লাগবে লটারি?
Astrology 2025: আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে মঙ্গল সরাসরি সোজা চালে ফিরে আসতে চলেছেন।

কলকাতা: নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। যার শুভ-অশুভ প্রভাব পড়বে ১২টি রাশির উপর। জ্যোতিষশাস্ত্র মতে গ্রহের সেনাপতি মঙ্গল প্রতি ৪৫ দিন বাদে রাশি পরিবর্তন করে থাকেন। বর্তমানে বক্রী দশায় রয়েছে মঙ্গল।
আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে মঙ্গল সরাসরি সোজা চালে ফিরে আসতে চলেছেন। মঙ্গলের মার্গী চালে ৪ রাশির ভাগ্যের চাকা ঘুরবে৷
কুম্ভ রাশি- মঙ্গলের প্রভাবে প্রেম জীবন সুখের কাটবে। সম্পর্কে অনেক দিন ধরে অশান্তি চললে এবার তা মিটে যাবে। কাজের দারুণ এনার্জি পাবেন। সংসারে আর্থিক সংকট কাটবে। নতুন কোনও আয়ের উৎস খুঁজে পেতে পারেন। ব্যবসায়ে লাভের মুখ দেখতে পারেন।
কন্যা রাশি- গ্রহের সেনাপতির প্রভাবে কন্যা রাশির সুদিন ফিরতে চলেছে। অনেক দিনের অসম্পূর্ণ কাজ শেষ করতে পারেন। কর্মক্ষেত্রে কাজের অনুকূল পরিবেশ থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
তুলা রাশি- বছরের শুরুতেই মঙ্গলের অবস্থান বদলে তুলা রাশির ভাগ্য সদয় হবে। যে কোনও কাজে হাত দিলে সাফল্যের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবে। নতুন কোনও কাজের দায়িত্ব পেতে পারেন। ব্যবসায়ে বড় বিনিয়োগ করতে পারেন যা থেকে ভবিষ্যতে লাভ হবে। মানসিক জোর বাড়বে।
বৃষ রাশি- মঙ্গলের মার্গী দশায় লাভবান হবে বৃষ রাশি। এই রাশির জীবনে বিরাট উন্নতির দিন আসতে চলেছে। অনেক দিনের আটকে থাকা টাকা হাতে পাবেন। পুরনো ঋণমুক্তি হবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাবেন।
আরও পড়ুন, ভাগ্যে দৌড়ঝাঁপ মঙ্গলের, চাকরিতে জুটবে সারপ্রাইজ, প্রেমে সুখের জ্যাকপট, হাতে অঢেল টাকা
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে




















