Mangal Gochar : মঙ্গলের হাত ধরেই অমঙ্গলের সঙ্কেত, ৩ রাশির জীবন হতে পারে তছনছ
মঙ্গল গ্রহ বিপরীতমুখী থেকে সরাসরি গতিতে আসবে এই মাসেই । আর তার ফলে মঙ্গলের প্রভাব বৃদ্ধি পাবে।

হিন্দু পুরাণ এবং জ্যোতিষশাস্ত্রে লালগ্রহ মঙ্গল সূর্যের চতুর্থ গ্রহ । পৃথিবী থেকে সবচেয়ে কাছের গ্রহ। জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল ( Mangal Gochar ) দেহের শক্তি, আধিপত্যশীল মনোভাব, দৃঢ়তা, সাহস, বীরত্ব, আত্মবিশ্বাসের প্রতীক। মঙ্গল গ্রহ দেবী ভূমা এবং ভগবান বরাহের পুত্র বলে মনে করা হয়। পৃথিবী বা দেবী ভূমা লক্ষ্মীর অবতার এবং ভগবান বরাহ হলেন ভগবান বিষ্ণুর তৃতীয় অবতার।
সাহস ও শক্তির গ্রহ মঙ্গল। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের সেনাপতি। যখন কোনও গ্রহ বিপরীতমুখী হয় তখন তার প্রভাব হ্রাস পায়। মঙ্গল গ্রহ বিপরীতমুখী থেকে সরাসরি গতিতে আসবে এই মাসেই । আর তার ফলে মঙ্গলের প্রভাব বৃদ্ধি পাবে।
মঙ্গল গ্রহ ২১ জানুয়ারি মিথুন রাশিতে প্রবেশ করেছে। তার আগে ৭ ডিসেম্বর মঙ্গল গ্রহ পশ্চাদমুখী অবস্থায় চলে যায়। পঞ্চাঙ্গ অনুসারে, আগামী ২৪ ফেব্রুয়ারি সোমবার ৭.২৭ মিনিটে মঙ্গল সরাসরি মিথুন রাশিতে অবস্থান করবে। ৮০ দিন পর, মঙ্গল গ্রহ তার গতি পরিবর্তন করবে। মঙ্গলের গতিবিধির পরিবর্তনের জন্য, কতগুলি গ্রহ নেতিবাচক প্রভাবে থাকবে ।
মেষ রাশি- এই সময়ে মেষ রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। কোনও কাজ শেষ হতে গিয়ে আটকে যেতে পারে। সমাজে সম্মান ও মর্যাদা ক্ষুন্ন হতে পারে, নজর রাখতে হবে। কথার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হবে। স্ত্রীর সঙ্গে কোনও বিষয়ে মতবিরোধ হতে পারে।
বৃষ রাশি - মঙ্গলের সরাসরি গতি বৃষ রাশির জাতকদের জন্য সমস্যা তৈরি করতে পারে। টাকার অভাবের জন্য আপনি চিন্তিত হতে পারেন। এই রাশির চাকরিতে নানারকম সমস্যা আসতে পারে। আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তাহলে তা ফেরত পেতে আপনার অসুবিধা হতে পারে।
কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের মঙ্গলের সরাসরি গতিবিধি সম্পর্কে খুবই সতর্ক থাকবে। আপনি যদি চাকরির খোঁজে থাকেন, তাহলে আপনার আরও কিছুটা সময় লাগতে পারে। কোথাও যাত্রার সময় কয়েক ধরনের সমস্যা হতে হবে। সশিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে সতর্ক থাকতে হবে।
ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন :




















