এক্সপ্লোর
Advertisement
Shani Dev : শনিদেবের আশীর্বাদ এনে দেবে একটি ডালের ব্যবহার ! শনিবার সন্ধেয় অবশ্যই মানুন এই সহজ রীতি
Shani Dev : শনিদেব যখন কারও ওপর সদয় হন, তখন উজাড় করে দেন। আবার তাঁর ক্রোধও নাকি ভয়ঙ্কর। লোকের বিশ্বাস, কিছু কিছু রীতি আছে, যা মানলে গ্রহদেবতা সন্তুষ্ট থাকেন।
কলকাতা : জ্যোতিষশাস্ত্রে এমন অনেক প্রতিকারের কথা বলা হয়েছে যা ব্যবহার করে গ্রহগুলিকে শান্ত ও শক্তিশালী করা যায়। শনিদেব ন্যায়ের দেবতা। শনিদেব যখন কারও ওপর সদয় হন, তখন উজাড় করে দেন। আবার তাঁর ক্রোধও নাকি ভয়ঙ্কর। লোকের বিশ্বাস, কিছু কিছু রীতি আছে, যা মানলে গ্রহদেবতা সন্তুষ্ট থাকেন।
শনিকে তুষ্ট রাখতে কিনে রাখুন উরদ ডাল বা কালো বিউলির ডাল। এই ডাল যে সুস্বাদু, তা তো অনেকেই জানেন, আবার সেই ডালই হয়ে উঠতে পারে শনিদেবকে তুষ্ট করার মাধ্যম। জ্যোতিষশাস্ত্র বলে, এই ডাল সঠিক ভাবে পুজোর কাজে লাগালে গ্রহদেবতা তুষ্ট হন।
বিশেষ করে বিউলির ডাল নিয়ে কয়েকটি আচার পালন করলে,কেবল শনিদেব নযন, দেবী লক্ষ্মীরও আশীর্বাদ করেন। আসুন জেনে নেই এই প্রতিকারগুলি সম্পর্কে।
উরদ ডাল বা কালো বিউলির ডালের প্রতিকার রীতি
- শনিবার সন্ধ্যায় কালো বিউলির ডালের দুটি গোটা দানা, সামান্য দই ও সিঁদুর মিশিয়ে পিপল গাছের নিচে রাখুন। ফিরে আসার সময় ভুল করেও ফিরে তাকাবেন না। একটানা ২১ দিন এই কাজ করুন। এই কৌশলটি সমস্ত ধরনের আর্থিক সমস্যার সমাধান করে।
- যদি কারও শনি দোষ লেগে থাকে, তবে এই ডালের এই প্রতিকার খুবই কার্যকর বলে মনে করা হয়। শনিবার, কয়েকটি ডালের দানা মাথায় ঠেকিয়ে কাককে খাওয়ান। এভাবে সাতটি শনিবার করলে শনি দোষ দূর হয় বলে বিশ্বাস অনেকের।
- শনিবার একটি পাত্রে সরিষার তেল রেখে বিছানার নিচে রাখুন। পরের দিন এই তেলে কালো বিউলির ডাল তৈরি করে কুকুর ও গরিবদের খাওয়ান। এই আচার পালন করলে দারিদ্র্য দূর হয়।
- আপনি যদি কোনও নতুন ব্যবসা শুরু করেন তবে অবশ্যই কালো বিউলির ডালের এই প্রতিকারটি করে দেখুন। যেকোনও লোহার বস্তু আনুন এবং আপনার নতুন অফিসে রাখুন। যেখানে এই লোহা রাখবেন সেখানে একটি স্বস্তিক এঁকে রাখুন। তার উপর কিছু কালো বিউলির রাখুন। এবার সেই লোহার বস্তুটিকে তার উপরে উপরে রাখুন। এতে করে আপনি আপনার ব্যবসায় দ্রুত অগ্রগতি আসবে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
জ্যোতিষ (Astro) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বাংলা
উত্তর ২৪ পরগনা
Advertisement