Rahu Nakshatra Gochar 2024: এবার 'খেল' দেখাবে রাহু, আর্থিক ক্ষতি-মানসিক চাপ বৃদ্ধি; ৩ রাশিকে ২ মাস ধরে করবে জেরবার
Astrology: গত ৯ সেপ্টেম্বর রাহু উত্তরাভাদ্রপাদের তৃতীয় পর্বে পরিবর্তিত হয়। এখন ঠিক দুই মাস পর অর্থাৎ ১০ নভেম্বর ২০২৪ তারিখে, রাহু এই নক্ষত্রের দ্বিতীয় পর্বে (উত্তরভাদ্রপদ) যাত্রা করতে চলেছে
কলকাতা : জ্যোতিষশাস্ত্রে রাহুকে পাপী গ্রহ বলা হয়। কারণ, রাহুর নেতিবাচক প্রভাবে জীবনে সমস্যা শুরু হয়। রাহু যখনই রাশি পরিবর্তন করে বা ট্রানজিট করে, তখন তা মানুষের জীবনেও প্রভাব ফেলে। তাই রাহু রাশির পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
গত ৯ সেপ্টেম্বর রাহু উত্তরাভাদ্রপাদের তৃতীয় পর্বে পরিবর্তিত হয়। এখন ঠিক দুই মাস পর অর্থাৎ ১০ নভেম্বর ২০২৪ তারিখে, রাহু এই নক্ষত্রের দ্বিতীয় পর্বে (উত্তরভাদ্রপদ) যাত্রা করতে চলেছে। যেখানে এটি ১০ জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত থাকবে। এর পরে, রাহুর পরবর্তী নক্ষত্র রেবতী নক্ষত্রে পরিবর্তিত হবে।
জ্যোতিষশাস্ত্রে উত্তরভাদ্রপদ হল ২৭টি নক্ষত্রের মধ্যে ২৬ তম নক্ষত্র, যা মীন রাশির অধীনে। জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, রাহু যখন উত্তরভাদ্রপদের দ্বিতীয় পর্বে প্রবেশ করবে, তখন এটি একাধিক রাশিকে প্রভাবিত করবে। তাদের জীবনে অশান্তি আসতে পারে। চলুন জেনে নেওয়া যাক রাহুর রাশি পরিবর্তনের অশুভ প্রভাব কোন কোন রাশিতে পড়তে চলেছে।
রাহুর নক্ষত্র পরিবর্তন এই রাশিগুলির জন্য কষ্টকর-
মেষ রাশি (Mesh Rashi) - রাহুর গোচরের নেতিবাচক প্রভাব মেষ রাশির জাতকদের জীবনে পড়বে। এই সময়ে, মানসিক চাপ বৃদ্ধি পাবে এবং ব্যবসায় ক্ষতির পরিস্থিতি তৈরি হবে। কুণ্ডলীতে রাহুর অবস্থান শুভ না হলে সমস্যা আরও বাড়তে পারে।
সিংহ রাশি (Singha Rashi)- রাহুর রাশি পরিবর্তনের কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনেও সমস্যা শুরু হবে। এই সময়টা আপনার জন্য চ্যালেঞ্জিং হবে। ধন-সম্পত্তির ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।
কন্যা রাশি (Kanya Rashi)- কন্যা রাশির জাতকদের জন্য রাহুর যাত্রা অশুভ হবে। এই সময়ে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। লেনদেনের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। সংযম এবং ধৈর্য বজায় রাখুন।
আরও পড়ুন ; বড়ঠাকুরের আশীর্বাদে প্রেমে আনন্দ, খাতা খুলবে লাভের; ৩ রাশিকে সুখে ভরিয়ে দিতে আসছে শনি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে