শ্রীশ্রী রামকৃষ্ণ কথামৃত : সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে
Ramkrishna Kathamrita : শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মুখনিঃসৃত সেই বাণী ভক্তদের কাছে পরম আকাঙ্খিত। কথামৃত। প্রকৃত অমৃত। শ্রী ম কথিত সেই পরম-দর্শনের অংশবিশেষ ভক্তদের কাছে নিয়মিত তুলে ধরা হবে।
কলকাতা : ভক্তের উদ্দেশে শ্রী শ্রী মা (Sri Maa Sarada) চিঠিতে লিখেছিলেন, "তাঁহার নিকট যাহা শুনিয়াছিলে সেই কথাই সত্য। ইহাতে তোমার কোন ভয় নাই। একসময় তিনিই তোমার কাছে ওই সকল কথা রাখিয়াছিলেন। এক্ষণে আবশ্যকমত তিনিই (Sri Ramkrishna) প্রকাশ করাইতেছেন। ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে নাই জানিবে। তোমার নিকট যে সমস্ত তাঁহার কথা আছে তাহা সবই সত্য। আমি একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল যে, তিনিই ওই সমস্ত কথা বলিতেছেন।"
পর্ব ১
মাস্টারের সঙ্গে কথোপকথন
মাস্টার : ঈশ্বরে কী করে মন হয় ?
শ্রী শ্রী ঠাকুর : ঈশ্বরের নামগুণগান সর্বদা করতে হয়। আর সৎসঙ্গ - ঈশ্বরের ভক্ত বা সাধু, এঁদের কাছে মাঝেমাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয়কাজের ভিতর রাতদিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝেমাঝে নির্জনে গিয়ে তাঁর চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারাগাছ থাকে, তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল-গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে, কোণে ও বনে। আর সর্বদা সদসৎ বিচার করবে। ঈশ্বরই সৎ- কিনা নিত্যবস্তু, আর সব অসৎ- কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে।"
মাস্টার : সংসারে কীরকম করে থাকতে হবে ?
শ্রী শ্রী ঠাকুর : সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা - সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে। যেন কত আপনার লোক। কিন্তু মনে জানবে যে, তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ কচ্ছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মনে পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মত মানুষ করে। বলে - আমার রাম, আমার হরি। কিন্তু মনে বেশ জানে- এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চরে বেড়ায়। কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো ? আড়ায় পড়ে আছে। যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে। কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে।
ঈশ্বরে ভক্তিলাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ - এসবে অধৈর্য হয়ে যাবে। আর যত বিষয়-চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়। তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়। দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে। সব কাজ ফেলে দই মন্থন করতে হয়। তবে মাখন তোলা যায়।"
শ্রী ম - (মহেন্দ্রনাথ গুপ্ত- মাস্টারমশাই, মাস্টার বলেও খ্যাত)
ঋণ : শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ( শ্রীম - কথিত)
উদ্বোধন কার্যালয়