Horoscope Tomorrow : চিন্তায় থাকবেন না কি মন থাকবে ফুরফুরে ? টাকা পয়সা আসবে নাকি বাড়বে খরচ ? দেখে নিন রাশিফল
Daily Astrology : মেষ থেকে মীন, কেমন কাটবে কালকের দিন, রাশিফলে দেখে নিন।
মেষ রাশি : কর্মক্ষেত্রে আগামীকাল কাজের চাপ থাকার সম্ভাবনা। সে কারণে চিন্তান্বিত থাকবেন। জীবনসঙ্গীর সঙ্গে যে কোনও কথায় ঝগড়া হতে পারে। বাকসংযম বজায় রাখুন। অহেতুক তর্কে না জড়ানোই ভাল। অন্যথায় ঝগড়া বাধতে পারে। পড়ুয়াদের জন্য কালকের দিন একটু শক্ত হতে পারে। সোশাল মিডিয়ায় মনসংযোগ থেকে পড়ুয়ারা বিরত থাকলেই ভাল। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। ভোগাতে পারে মাথার যন্ত্রণা। কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন। মা-বাবার আশীর্বাদে সব ঠিক থাকবে। বাবা-মায়ের সেবা করুন।
বৃষ রাশি : বৃষ রাশির জাতক-জাতিকার জন্য কালকের দিনটি মোটের উপর শুভ। ব্যবসা ঠিক চলবে। রাজনীতি যাঁরা করেন, তাঁদের জন্য দিনটি ভাল। ভাল কাজের ফল হিসেবে মান-সম্মান পেতে পারেন। ভোগাতে পারে স্বাস্থ্য। মাথার যন্ত্রণা বা পেটের সমস্যায় ভুগতে পারেন। গাড়ি চালানোর সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন। অন্যথায় চোট-আঘাত পেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। চাকরিক্ষেত্রে ভাল দিন যাওয়ার সম্ভাবনা। শেয়ার বাজারে বিনিয়োগে লাভ মিলতে পারে।
মিথুন রাশি : কালকের দিন কষ্টদায়ক হতে পারে। শারীরিক ও মানসিক সমস্যায় ভুগতে পারেন। মাথা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। ফলে মানসিক স্থিতি ভাল থাকবে না। শেয়ার বাজারে বিনিয়োগ থেকে বাঁচুন। লোকসানের সম্ভাবনা। নতুন সম্পত্তি কেনার যোগ রয়েছে। পড়ায় মনোনিবেশ করতে পারবেন পড়ুয়ারা। ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে।
কর্কট রাশি : ভাল নাও যেতে পারে কালকের দিন। জীবনসঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। ফলে দুশ্চিন্তায় থাকবেন। বাকসংযম বজায় রাখুন। কারো সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। সন্তানের তরফ থেকে ভাল খবর পেতে পারেন। পরিবারের সঙ্গে বাইরে কোথাও বেড়াতে যাওয়ার যোগ। নতুন কারো সঙ্গে বন্ধুত্ব হতে পারে। বেশি কেনাকাটায় বেশি খরচের সম্ভাবনা।
সিংহ রাশি : সিংহ রাশির জন্য কালকের দিনটি শুভ। সন্তানের থেকে সুখব়র পেতে পারেন। সন্তানের ভবিষ্যৎ চিন্তা কিছুটা হলেও দূর হবে। আগের থেকে ভাল থাকবে স্বাস্থ্য। দীর্ঘদিন ধরে কারো কাছে আটকে থাকা টাকা পেতে পারেন। পথ চলার সময় সাবধানে চলাফেরা করুন। নতুন গাড়ি কেনার যোগ রয়েছে কাল। শেয়ার বাজারে ভাল রিটার্ন পেতে পারেন।
কন্যা রাশি : মোটের উপর ঠিকঠাক থাকবে কালকের দিন। চাকরিক্ষেত্রে পরিশ্রম বেশি হবে, তবে কাজে উন্নতি করতে পারবেন। কেরিয়ারে আগে এগোতে অনেক পরিশ্রম করতে হবে ছাত্র-ছাত্রীদের। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখাসাক্ষাৎ হতে পারে কাল।
তুলা রাশি : উত্থান-পতনের সাক্ষী হতে পারেন কাল। অনেকদিন ধরে কারো ব্যাপারে নেতিবাচক চিন্তা করে থাকলে, কাল সেই চিন্তা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। জীবনসঙ্গীর সমর্থন পাবেন। সন্তানকে বাইরে নিয়ে যেতে পারেন কাল। দাম্পত্য জীবনে মতানৈক্যও হতে পারে। ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা। ব্যবসায়িক সহযোগীর সমর্থন পাবেন। কঠিন পরিশ্রমে চাকরি জীবনে উন্নতির সম্ভাবনা। প্রমোশনও হতে পারে।
বৃশ্চিক রাশি : মোটের উপর ভাল কাটবে কালকের দিন। বাবা-মায়ের সঙ্গে ধর্মস্থানে যেতে পারেন। বাচ্চাদের সঙ্গে মজায় দিনটি কাটাতে পারবেন। শান্তি বজায় থাকবে পরিবারে। আটকে থাকা কাজ পূরণ হতে পারে। মিলতে পারে আটকে থাকা টাকাও। ব্যবসায় মিশ্র প্রভাব কাল। লাভ লোকসানে ভারসাম্য থাকার সম্ভাবনা। চাকরিক্ষেত্রে আটকে থাকা কাজ পূরণ করতে অনেক পরিশ্রম করতে হতে পারে। তবে তাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়বেন।
ধনু রাশি : উত্থান-পতন দেখতে হতে পারে কাল। কাজের চাপের জন্য চিন্তায় থাকবেন আর দিনের শেষে ক্লান্তি অনুভব করতে পারেন। শরীর ঠিক রাখতে বিশ্রাম প্রয়োজন। তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল। পড়ুয়াদের বিদ্যালাভের জন্য বাইরে যেতে হতে পারে। সম্পত্তি সংক্রান্ত কোনও মামলায় আদালতে জয় পেতে পারেন। স্বাস্থ্য ঠিক থাকবে। চাকরি যাঁরা করেন, তাঁদের জন্য দিন ভাল থাকার সম্ভাবনা। কাজে চাপ থাকবে। ব্যবসায় লোকসান হতে পারে, তাই সাবধান থাকা প্রয়োজন।
মকর রাশি : মকর রাশির জাতকের জন্য ঠিক থাকবে দিন। কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন কাল, মনে শান্তি পাবেন। সন্তানের তরফ থেকে কোনও শুভ সূচনার ইঙ্গিত পেতে পারেন। যাতে আপনার মন অনেক খুশি থাকবে। কোনও পুরনো বন্ধু আপনার সঙ্গে কাল দেখা করতে আসতে পারে। কারো সঙ্গে ঝগড়া হওয়া থেকে এড়িয়ে যাওয়া কাল ভাল। বাকসংযম রাখুন কাল। চাকরিসূত্রে বাইরে যেতে পারে বাড়ির কোনও সদস্যকে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। শেয়ার বাজার বিনিয়োগকারীদের জন্য শুভ যোগ।
কুম্ভ রাশি : ভাল কাটবে কালকের দিন। ভালো চলবে ব্যবসা। উন্নতি হতে পারে ব্যবসায়িক কাজকর্মে। নতুন প্রজেক্টে হাত দিতে পারেন। মনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে কাল। নতুন গাড়ি কেনার যোগ। পরিবারের সঙ্গে বাইরে বেড়াতে যেতে পারেন। মন ভালো থাকবে এতে। অনেক বড় সিদ্ধান্ত নিতে পারেন কাল। ভাল কাটবে প্রেম-জীবন। ভাল কাটবে চাকরি-জীবনও। চাকরিতে বদল চাইলে নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে তালমিল বজায় থাকবে।
মীন রাশি : মোটের উপর ভাল কাটবে কালকের দিন। পরিবারের সাহচর্য পাবেন। বিপদে পড়লে পাশে পাবেন পরিবারকে। পরিবারে কোনও ঝগড়াঝাঁটি চললে আপনার বুদ্ধিমত্তায় দূর হতে পারে।ব্যবসায় লোকসানের সম্ভাবনা। কাল নতুন করে বিনিয়োগ না করাই ভাল। নতুন কাজ করার আগে শলা-পরামর্শ করে নিন। অফিসে কাল কাজের চাপ বেশি থাকার সম্ভাবনা। পড়ুয়ারা প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে কাল। কাল পাশে পাবেন জীবনসঙ্গী, সন্তানকে।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।