Rath Yatra Astrology : উল্টোরথের আগেই বাম্পার লাভ ! ঈশ্বরের আশীর্বাদে বিরাট উন্নতি, বড় লাভের আশায় ৪ রাশি
Jagannath Dev Favourite Four Rashi : এঁরা পরিশ্রমী, সরল, জীবনযাপন পছন্দ করেন। ভগবান জগন্নাথের বিশেষ কৃপায় তাদের জীবনে স্থিতিশীলতা এবং ভারসাম্য বিরাজ করে।

হিন্দুশাস্ত্র মতে রথযাত্রা তিথি যে কোনও শুভ কাজ শুরুর জন্য অত্যন্ত ভাল। এ বছর উল্টোরথ পড়েছে ২০ আষাঢ় অর্থাৎ ৫ জুলাই। শনিবার। পঞ্জিকায় উল্টোরথের কোনও নির্দিষ্ট সময়ের উল্লেখ নেই। সেই দিন যে কোনও সময় রথ বের হতে পারে। রথ ও উল্টোরথের মাঝামাঝি সময়টি কয়েকটি রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে।
বৃষ রাশি
এই রাশির জাতক জাতিকারা ধৈর্যশীল হন। এঁরা পরিশ্রমী, সরল, জীবনযাপন পছন্দ করেন। ভগবান জগন্নাথের বিশেষ কৃপায় তাদের জীবনে স্থিতিশীলতা এবং ভারসাম্য বিরাজ করে। তাঁরা কঠোর পরিশ্রমের ফল সময় মতো পান। বাড়িতে এবং পরিবারে একটি মনোরম পরিবেশ থাকে । তাঁদের মধ্যে একটি গভীর আধ্যাত্মিক শক্তি থাকে, যা কঠিন সময়েও তাদের ভেঙে পড়তে দেয় না।
কর্কট রাশি
এই রাশির জাতক জাতিকাদের আবেগ গভীর থাকে। ভগবান জগন্নাথের কৃপা তাদের মনকে প্রশান্ত রাখে। পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে তাঁরা সকলের ভালোবাসা পান। ঈশ্বরে বিশ্বাস তাঁদের ভেতর থেকে খুব শক্তিশালী করে ।
সিংহ রাশি
এই রাশির জাতক-জাতিকারা আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকেন। ভগবান জগন্নাথের আশীর্বাদে এঁদের জীবনে নেতৃত্ব দেওয়ার সুযোগ থাকে। যখন তাঁরা কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হন, তখন তাঁরা ঈশ্বরের আশীর্বাদে উতরে যান। সমাজে তাদের একটি স্বতন্ত্র পরিচয় থাকে। মানুষ তাঁদের ধারণাকে মূল্য দেয়।
তুলা রাশি
এই রাশির জাতক জাতিকাদের শান্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ভগবান জগন্নাথের কৃপায় এই জাতকদের জীবন সুরে বাঁধা থাকে। তাঁরা সহজেই অন্যদের সঙ্গে মিলে মিশে থাকতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা আনে। এঁদের মানসিক স্বচ্ছতা প্রশংসনীয়।
জগন্নাথ দেব কোনও বৈষম্য ছাড়াই সকলের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করেন। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, কিছু রাশির উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আরও স্পষ্টভাবে দেখা যায়। এই রাশির জাতকদের জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসে, যা তাদের মানসিক, সামাজিক এবং আর্থিকভাবে শক্তিশালী করে তোলে, বলে মনে করা হয়।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি



















