Astrology: ৩০ বছর পর বুধের সংস্পর্শে শনি, ২০২৫-এ ভাগ্যের ধামাকা ৩ রাশিতে ; আর্থিক-কর্মজীবনে ভরপুর সাফল্য
2025 Horoscope : জ্যোতিষ গণনা অনুযায়ী, প্রায় ৩০ বছর পর শনি ও বুধের সংযোগ ঘটবে কুম্ভ রাশিতে।
কলকাতা : খুব শীঘ্রই শুরু হতে চলেছে নতুন বছর। ২০২৫ সালে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে এবং অনেকে জোট তৈরি করবে জ্যোতিষ গণনায় উঠে এসেছে। গ্রহের সংযোগ ১২ রাশির জাতকের উপরই বিশেষ প্রভাব ফেলবে। বৈদিক পঞ্চাং অনুসারে, ২০২৫ সালের শুরুতেই এমন দু'টি গ্রহ যারা একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থায় থাকে, তারা একটি সংযোগ তৈরি করবে। নতুন বছরের শুরুতেই কুম্ভ রাশিতে বুধ এবং ন্যায়দাতা শনির একটি শুভ সংমিশ্রণ ঘটবে। জ্যোতিষ গণনা অনুযায়ী, প্রায় ৩০ বছর পর শনি ও বুধের সংযোগ ঘটবে কুম্ভ রাশিতে। যা কিছু রাশির জাতকদের জন্য খুবই শুভ হতে চলেছে। এই দুই গ্রহের সংযোগ, ২০২৫ সালে কুম্ভ রাশিকে একাধিক ভাল খবর ও সাফল্যে ভরিয়ে দেবে। চলুন জেনে নেওয়া যাক আর কোন কোন রাশি লাভবান হতে চলেছে এই সংযোগে।
মেষ রাশি (Mesh Rashi)- ২০২৫ সাল খুবই ভাল হতে চলেছে মেষ রাশির জাতকদের কাছে। নতুন বছরে আয়ের একাধিক উৎস তৈরি হবে। চাকরিজীবীরা তাঁদের কর্মজীবনে নতুন চাকরি এবং নতুন অবস্থানের জন্য ভাল সুযোগ পেতে পারেন। বুধ এবং শনির সংযোগের কারণে, ২০২৫ সালটি সাফল্যে পূর্ণ হবে। অর্থ বিনিয়োগ বাড়বে। সৌভাগ্য আপনার পক্ষে হবে। আগের থেকে আর্থিক অবস্থার উন্নতি হবে।
মকর রাশি (Makar Rashi)- বুধ ও শনির সংযোগে নতুন বছরে লাভবান হতে চলেছেন মকর রাশির জাতকরা। আগের থেকে আর্থিক অবস্থা মজবুত হবে। কাউকে টাকা ধার দিলে তা ফেরত পাবেন। নতুন বছরে প্রভাবশালীদের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি হবে। কোর্ট-কাছারিতে কোনও মামলা চললে জয় মিলবে। কার্যক্ষেত্রে সাফল্য মিলবে।
কুম্ভ রাশি (Kumbha Rashi)- নতুন বছর খুবই ভাগ্যশালী হতে চলেছে কুম্ভ রাশির জাতকদের কাছে। ধনলাভের সম্ভাবনা । চাকরিজীবীরা প্রোমোশন পেতে পারেন । বেতন বৃদ্ধি হতে পারে । কর্মস্থলে আপনার কাছে প্রশংসা হবে। শনি ও বুধের সংযোগ সুখ-সমৃদ্ধি-সাফল্য ও উন্নতি নিয়ে আসবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে