Shani Astrology: যে কোনও কিছু নয়, আপনার রাশি মিলিয়ে পুজো দিন এভাবে, সন্তুষ্ট থাকবেন বড় ঠাকুর
Shani Dev: শনিদেবতা সন্তুষ্ট থাকলে স্বাভাবিক ভাবে বয়ে যায় জীবন, বিশ্বাস এমনটাই। আপনার রাশি মিলিয়ে কী করবেন?
শনিদেব: শনি মহারাজ (Shani Astrology) সম্পর্কে একটা ভীতি রয়েছে ভক্তদের মনে। শনিদেবকে নিয়ে অনেকেই মনে করেন তিনি কঠিন সময়ে ফেলেন। সামান্য ভুলচুক হলেই শনিদেব কুপিত হন বলে প্রচলিত বিশ্বাস রয়েছে। কিন্তু আসলে শনিদেব কর্ম ও সময়ের দেবতা। বলা হয়, সব কাজের উপরেই তিনি কড়া নজর রাখেন। যেমন কাজ, তেমনই ফল দেন শনিদেবতা। শনিদেবের কুপিত নজরে যেমন নানা ক্ষতি হয়, তেমনই সুনজর পড়লে অর্থে-যশে-স্বাস্থ্য়ে ফুলেফেঁপে ওঠেন জাতক-জাতিকারা।
জ্যোতিষ শাস্ত্রে শনিদেবতাকে বিচারক হিসেবে উপস্থাপন করা হয়েছে। যে যেমন ক্রিয়া করেন সেই অনুযায়ী ফল দেন। কেউ ভাল কাজ করলে শনিদেব খুশি হন, তাঁর আশীর্বাদে কোনও ব্যক্তির জীবন সুখে ভরে যায়। টাকার অভাব থাকে না, সমাজে উচ্চ সম্মান পান সেই ব্যক্তি। একই সময়ে, যখন কেউ ভুল কাজ করেন তখন শনিদেব তাঁকে কঠোর শাস্তি দেন, জীবনে এত সমস্যা তৈরি করেন যে ব্যক্তি পদে পদে বাধাপ্রাপ্ত হন। বলা হয় সেই সময় আর্থিক ক্ষতির সামনে পড়তে হয়, দেনায় জড়িয়ে যান অনেক জাতক, কর্মজীবনে-ব্যক্তিগত জীবনে বাধা আসে। তাই বলা হয় শনি মহারাজকে তুষ্ট রাখা খুবই জরুরি।
এর জন্য প্রতি শনিবার বড়ঠাকুরের (Boro Thakurer Pujo) মন্দিরে বা শনি মন্দিরে কিছু সামগ্রী অর্পণ করে প্রার্থনা করতে পারেন। তবে যা খুশি অর্পণ করা যাবে না, এক একজন রাশির জাতক-জাতিকা এক একরকম জিনিস দিয়ে শনিদেবের কাছে শনিবার প্রার্থনা করতে পারেন।
কোন রাশির জাতক কী অর্পণ করবেন?
মেষ রাশি: শনিবার শনিঠাকুরকে তিলের তেল দিয়ে পুজো দিন।
বৃষ রাশি: শনিবার নারকেল, চিনাবাদাম বা সর্ষের তেল দিয়ে শনিদেবতার কাছে প্রার্থনা করুন।
মিথুন রাশি: শনিবার তিলের তেল দিয়ে পুজো করুন এবং প্রণাম করুন।
কর্কট রাশি: শনিবার করে সর্ষের তেল নিবেদন করুন শনি মহারাজকে।
সিংহ রাশি: শনিবার করে বড় ঠাকুররে সর্ষের তেল বা তিলের তেল অর্পণ করুন।
কন্যা রাশি: প্রতি শনিবার তিল, চিনাবাদাম বা সর্ষের তেল দান করুন।
তুলা রাশি: শনিবার করে শনি ভগবানকে নারকেল, চিনাবাদাম বা সর্ষের তেল নিবেদন করুন
বৃশ্চিক রাশি: শনিবার তিল বা সর্ষের তেল দিয়ে অভিষেক করতে পারেন।
ধনু রাশি: শনিবার করে সয়াবিন ও চিনাবাদাম তেল দিয়ে শনি মহারাজের পুজো দিন।
মকর রাশি: শনিবার সর্ষে বা তিলের তেল দিয়ে শনিদেবের অভিষেক ও যজ্ঞ করুন।
কুম্ভ রাশি: শনিবার শনিদেবতার মন্দিরে সর্ষের তেল দান করুন।
মীন রাশি: শনিবার সয়াবিন ও আমের তেল দিয়ে শনিদেবের পুজো করুন।
তথ্য: এবিপি লাইভ
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)