শনি অমাবস্যাতেই সূর্যগ্রহণ ! ৩ রাশির জীবনে ঘটতে পারে মিরাকল
২৯ মার্চ, যেদিন শনি রাশি পরিবর্তন করবেন, সেদিন হল শনি অমাবস্যা। কাকতালীয় ভাবে সেদিন আবার সূর্যগ্রহণও হতে চলেছে।

শনি চলেন সবচেয়ে ধীর গতিতে। তাই শনির প্রভাব কোনও গ্রহের উপর সবথেকে শক্তিশালী হয়। সে ভাল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তিনি প্রতি আড়াই বছরে তাঁর রাশি পরিবর্তন করেন। শনি বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন। আড়াই বছর পার করে আগামী মার্চে রাশি পরিবর্তন করতে চলেছেন শনি। ২৯ মার্চ, যেদিন শনি রাশি পরিবর্তন করবেন, সেদিন হল শনি অমাবস্যা। কাকতালীয় ভাবে সেদিন আবার সূর্যগ্রহণও হতে চলেছে।
শনি অমাবস্যা শনির পূজারীদের কাছে খুব গুরুত্বপূর্ণ তিথি বলে মনে করা হয়। শনি পুজোর শ্রেষ্ঠ দিন এই অমাবস্যা তিথি। এমন কাকতালীয় ঘটনা খুব কমই দেখা যায়। শনির রাশিচক্রের পরিবর্তন এবং গ্রহণ সমস্ত রাশির উপর প্রভাব ফেলতে চলেছে। বিশেষ করে, এমন তিনটি রাশি আছে, যা শনি পরিবর্তনের ফলে ইতিবাচক প্রভাব পেতে চলেছে।
শনি কখন ঠিক কখন তার রাশি পরিবর্তন করবে? কোন দিনই বা সূর্যগ্রহণ ? কোন রাশিতে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে ? জ্যোতিষচর্চাকারীদের মতে, ২৯ মার্চ শনি রাশি পরিবর্তন করবে। মীন রাশিতে যাত্রা করবেন বড়ঠাকুর । এর পাশাপাশি ওই দিন সূর্যগ্রহণও হবে। সেদিন শনি অমাবস্যা।
শনির রাশি পরিবর্তন এবং গ্রহণ একত্রে ভাল প্রভাব ফেলতে পারে মেষ রাশির উপর। এই রাশির চাকরিতে উন্নতি যোগ দেখা যাচ্ছে। স্বাস্থ্যের উপরও ইতিবাচক হতে চলেছে। আয় বৃদ্ধির লক্ষণ রয়েছে। বহুদিনের পরিশ্রমের ফল পেতে পারেন। চাকরির ক্ষেত্রে শুভ লক্ষণ রয়েছে। পদোন্নতি নিয়ে কথা হতে পারে। বেতন বৃদ্ধির পরিস্থিতিও তারি হতে পারে। সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে।
উল্লেখ্য মার্চ মাসের এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না। তবে গ্রহণের প্রভাব সমস্ত রাশির উপর পড়তে চলেছে। সেই তিনটি রাশি হল মেষ, কর্কট এবং বৃশ্চিক।
মেষের কথা তো আলোচনা হলই। শনির রাশি পরিবর্তন বৃশ্চিক রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে । অনেক অশান্তি শেষ হতে পারে। পুরনো বিবাদ মিটতে পারে। ঋণ থেকে মুক্তি হতে পারে। সব মিলিয়ে অর্থনৈতিক উন্নতি হবে। আয়ের নতুন উৎসের সন্ধান পেয়ে যেতে পারেন। মনে প্রশান্তি থাকবে।
অন্যদিকে কর্কট রাশিতেও ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে শনির এই গোচর । প্রতিটি কাজে সাফল্য পেতে পারেন। দাম্পত্য জীবন সুখের হবে। কর্মজীবনেও শুভ যোগ আছে। চাকরি বা ব্যবসা, শুভ যোগ আছেই। মানসিক চাপ থেকে রেহাই মিলতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















