Astrology : শনির কৃপায় ভাগ্য খুলতে চলেছে কিছু রাশির জাতকদের, লাভবান হবেন কারা ?
Shash Mahapurush Rajyog 2023 : এমন অনেক শনি যোগ রয়েছে যা একজন ব্যক্তিকে রাজা বানিয়ে দিতে পারে। শশ মহাপুরুষ যোগ এর মধ্যে অন্যতম
কলকাতা : জ্যোতিষশাস্ত্রে সবথেকে গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে বিবেচিত হন শনি। শনিকে সবসময় সঙ্কটের গ্রহ হিসেবে দেখা হয়। যদিও মোটেও তা নয়। এমন অনেক শনি যোগ রয়েছে যা একজন ব্যক্তিকে রাজা বানিয়ে দিতে পারে। শশ মহাপুরুষ যোগ এর মধ্যে অন্যতম। শনি যদি মকর, কুম্ভ বা তুলা রাশির কেন্দ্রে অবস্থান করে এবং আরোহণ শক্তিশালী হয়, তাহলে শশ যোগ গঠিত হয়। এটি এক প্রকার রাজ যোগ। গত ১৭ জানুয়ারি, শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন। আড়াই বছর এখানেই অবস্থান করবেন। শনি কুম্ভ রাশিতে থাকার কারণে শশ মহাযোগ তৈরি হতে চলেছে। এর বাম্পার সুবিধা মিলবে কিছু রাশির জীবনে।
লাভবান হতে চলেছে কোন কোন রাশি ?
বৃষ - এই রাজযোগে বৃষ রাশির জাতকদের বিশেষ লাভ হবে। শনির কৃপায় আপনার জীবনে ভাল পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। জীবনের কিছু সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে সক্ষম হবেন। এই যোগের মাধ্যমে আপনি যে কোনও জায়গা থেকে আকস্মিক অর্থ পেতে পারেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে এবং এই সময়ে আপনি কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন।
মিথুন- এই যোগের কারণে মিথুন রাশির জাতকদের জীবনে কিছু ভাল পরিবর্তন আসতে চলেছে। সমাজে আপনার মান-সম্মান বাড়তে পারে। পরিবার পরিজনের সঙ্গে কোনও তীর্থযাত্রায় যেতে পারেন। বিবাহিত জীবনে কোনও সমস্যা থাকলে তা কেটে যাবে।
সিংহ- কম পরিশ্রম করেও ভাল ফল পাবেন। ছাত্ররা যে পরীক্ষাই এই সময়ে দেবে, তাতেই ভাল ফল পেতে পারে। কার্যক্ষেত্রেও বড় সাফল্য পাবেন। যাঁরা ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরা বড় ডিল পেতে পারেন।
আরও পড়ুন ; স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?
তুলা- এই যোগের প্রভাব তুলা রাশির জাতকরা কার্যক্ষেত্রে দেখতে পাবেন। যে কাজেই হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। রাজনীতির সঙ্গে যুক্তরা, শীর্ষ পদ পেতে পারেন। আর্থিক লাভ হতে পারে। যেসব ছাত্র বিদেশে পড়াশোনা করার কথা ভাবছে, তারা এই সময়ে ভাল ফল পেতে পারে।
কুম্ভ- আগের থেকে স্বাস্থ্য ভাল থাকবে। আর্থিক দিকও শুধরে যাবে। এমন কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, যাতে আপনি লাভবান হবেন। অনুশাসন ও পরিশ্রমের মাধ্যমে কর্মক্ষেত্রে উন্নতি করবেন। পদ ও বেতন বৃদ্ধি হতে পারে। মান-সম্মানও বাড়বে।
ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
আরও পড়ুন ; মাছ খান না? ডিমে অ্যালার্জি? প্রোটিন মিলবে কীভাবে?