Shani Dhaiya : আড়াই বছরের হয়রানি শেষ, শনির ধইয়া থেকে বেরিয়েই এবার খেলা শুরু ২ রাশির, আপনিও তালিকায়?
জ্যোতিষশাস্ত্রবিদরা মনে করছেন, শনির আড়াই বছরের অধ্যায় ধইয়ার প্রভাব কেটে যাচ্ছে দুটি রাশির উপর থেকে।
নতুন একটা বছর কড়া নাড়ছে দুয়ারে। ইংরেজি নববর্ষ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২০২৫ সালে, শনির রাশিচক্রে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে। ২০২৫ সালটি শনির অবস্থান পরিবর্তনের দরুণ অনেকগুলি রাশির উপর ফেলবে প্রভাব। জ্যোতিষশাস্ত্রবিদরা মনে করছেন, শনির আড়াই বছরের অধ্যায় ধইয়ার প্রভাব কেটে যাচ্ছে দুটি রাশির উপর থেকে।
কারণ শনির ধইয়ার প্রভাব কেটে যাবে দুটি রাশি চিহ্নের উপর থেকে। শনির ধইয়ার প্রভাব শেষ হলে দুই রাশি স্বস্তির মুখ দেখবে। এছাড়াও জীবনে উন্নতির অনেক পথ খুলে যাবে। চলুন জেনে নেওয়া যাক ২০২৫ সালে শনি গ্রহের জন্যই সরাসরি দুটি রাশি বিশেষ সুবিধা পাবে।
বৈদিক ক্যালেন্ডার অনুসারে,আগামী বছরের ২৯ মার্চ , গ্রহদের বিচারক শনি কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। শনি মীন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে বদলে যাবে সাড়ে সাতি ও ধইয়ার সমীকরণ। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, শনি মীন রাশিতে প্রবেশ করলে যেমন সাড়ে সাতির প্রভাবে বদল আসবে, তেমনই সিংহ ও ধনু রাশির জাতকদের উপর শনির ধইয়ার প্রভাব শুরু হবে। এমন পরিস্থিতিতে কাদের সময়টা কঠিন হতে পারে ?
কর্কট - ২০২৫ সালে শনি মীন রাশিতে প্রবেশ করলে এই রাশি থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে শনির প্রভাব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই রাশির জাতকদের আর্থিক অবস্থা আগের থেকে আরও মজবুত হবে। এর সাথে আপনি অর্থ সঞ্চয় করতে সফল হবেন। অনর্থক ব্যয় রোধ করা হবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে পারে। পারিবারিক জীবন সুখের হবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হবে। সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে। ব্যবসার প্রসার ঘটবে।
বৃশ্চিক রাশিতে শনির আগমন- মীন রাশিতে বৃশ্চিক থেকে ধইয়ার প্রভাবও শেষ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে এই রাশির জাতক জাতিকাদের সম্পদ বাড়বে। নতুন বছরে ভালো ও লাভজনক বিনিয়োগের সুযোগ আসবে। আপনি আগের বিনিয়োগ থেকে বিশাল সুবিধাও পেতে পারেন। ব্যবসায় আর্থিক অবস্থার উন্নতি হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।