Shani Gochar : রুপোর পায়ে হেঁটে গোচর হবেন শনি, মার্চের আগেই ভাগ্য যাবে খুলে, হুড়মুড়িয়ে আসবে অর্থ
কিছু রাশিচক্র রয়েছে যেগুলির উপর রাশি পরিবর্তনের আগেই শনির আশীর্বাদ বর্ষণ শুরু হবে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে চলেছেন শনিদেব।

শনি গ্রহ গোচর চলেছে। এ বছর শনির এই রাশিচক্র পরিবর্তন সমস্ত রাশির মানুষকে প্রভাবিত করবেই। তবে কিছু রাশিচক্র রয়েছে যেগুলির উপর রাশি পরিবর্তনের আগেই শনির আশীর্বাদ বর্ষণ শুরু হবে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকাদের ভাগ্য বদলাতে চলেছেন শনিদেব।
তুলা রাশি
তুলা রাশি হল শনির সবচেয়ে প্রিয় রাশিগুলির মধ্যে একটি। তুলা রাশিতে শনিদেব সর্বদা উচ্চ অবস্থানে থাকেন। এই বছর শনির কৃপায় তুলা রাশির শুরু হচ্ছে সুসময়। এই রাশির জাতকদের দারুণ কিছু উপহার দিতে চলেছেন শনি। শনির প্রিয় রাশি তুলা। আর্থিক সুবিধার পাশাপাশি স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে পারে এ বছর । বড় ঠাকুরের আশীর্বাদে কর্মজীবনে উন্নতি হবে এবং এই রাশির জাতক জাতিকারা নতুন উচ্চতা স্পর্শ করতে পারে।
মকর রাশি
২০২৫ সালে শনির রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে মকর রাশির জাতক জাতিকাদের উপর শনির সাড়ে সাতির অবসান হবে। মকর রাশিতে শনির সাড়ে সাতি শেষ হবে ২৯ মার্চ। মেষ রাশিতে শনির প্রবেশ মকর রাশির জাতকদের জন্য নানারকম সুবিধা বয়ে আনবে। মকর রাশি হল শনিদেবের নিজস্ব রাশি। এই রাশির জাতক জাতিকারা কখনও আর্থিক সমস্যার সম্মুখীন হন না। ধন-সম্পদ ও খ্যাতির দিক থেকে মকর রাশির জাতক-জাতিকাদের ওপর শনিদেবের আশীর্বাদ সবসময়ই থাকে।
মীন রাশি
এ বছরে শনিদেব মীন রাশির জাতকদের ব্যবসা ভাল চলবে। কর্মজীবনে প্রচুর সুবিধা দেবেন। পঞ্চাঙ্গ অনুসারে, শনিদেব ২৯ মার্চ শনিবার রাত ১১ টা ১ মিনিটে মীন রাশিতে প্রবেশ করবেন। ৩0 বছর পর, শনি মীন রাশিতে ফিরে আসছে। শনি হল সবচেয়ে ধীর গতিশীল গ্রহ। শনি রাশিচক্রে একবার আবর্তন করতে ৩০ বছর সময় নেয়। রুপোর পায়ে হেঁটে মীন রাশিতে প্রবেশ করবেন শনিদেব। সেইজন্যই মীন রাশির জাতকরা মার্চের পরে প্রতিটি ক্ষেত্রে বাম্পার সাফল্য পেতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















