Shani Guru Yuti : অর্থের গদিতে বসবেন, আসছে পদোন্নতির চিঠিও, ৩ রাশির জন্য 'বাম্পার লাভ' আনতে পারে বৃৃহস্পতি
১৮ এপ্রিল বৃহস্পতি ও শনির গতি পরিবর্তনের ফলে মিথুন, কন্যা এবং মকর রাশির জাতক-জাতিকাদের বিশেষ লাভ ও সাফল্য আসতে পারে।

জ্যোতিষ শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে ১৮ এপ্রিল দিনটি অত্যন্ত বিশেষ হতে চলেছে। এই দিন গুরু গ্রহ বৃহস্পতি এবং শনির সংযোগ ও গতির প্রভাব কয়েকটি রাশির জন্য অসাধারণ ইতিবাচক ফল বয়ে আনবে। এর ফলে কয়েকটি রাশির উপচে পড়বে লাভের ঘড়া। সৌভাগ্য এবং আর্থিক উন্নতি হবে হবে দ্রুত। গুরু ও শনির সংযোগে খুলে যাবে ভাগ্যের দরজা। ১৮ এপ্রিল বৃহস্পতি ও শনির গতি পরিবর্তনের ফলে মিথুন, কন্যা এবং মকর রাশির জাতক-জাতিকাদের বিশেষ লাভ ও সাফল্য আসতে পারে। আসুন জেনে নিই, কোন ৩ রাশির ভাগ্যের তালা খুলবে । কাদের কপালে জ্বলজ্বল করছে লাভের যোগ।
মিথুন রাশি (Gemini)- মিথুন রাশির জাতক-জাতিকারা শনি ও গুরুর মীন রাশিতে গোচরের ফলে লাভবান হতে পারেন। নতুন চাকরি, পদোন্নতি অথবা ব্যবসায়িক চুক্তি, সবেতেই লাভের ইঙ্গিত স্পষ্ট। পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ করে অর্থ লাভ হতে পারে।
কন্যা রাশি (Virgo)-
শনির গোচরের ফলে কন্যা রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে সাফল্য, অর্থ লাভ এবং সুখ-সুবিধার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের পুরো সঙ্গে পাওয়া যাবে, আটকে থাকা কাজ সম্পন্ন হবে। বিদেশ ভ্রমণ অথবা পড়াশোনার সঙ্গে জড়িত কাজে সাফল্যের যোগ রয়েছে।
মকর রাশি (Capricorn)-
শনির গোচরের ফলে মকর রাশির জাতক-জাতিকারা সাড়েসাতি থেকে মুক্তি পেয়েছেন। সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতি, অর্থ লাভ এবং সুখকর পারিবারিক জীবনের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। সন্তানপক্ষ থেকে শুভ সংবাদ আসবে। নতুন বিনিয়োগ, সম্পত্তি কেনাবেচা অথবা আদালত-কাচারি থেকে মুক্তির প্রবল ইঙ্গিত। কর্মক্ষেত্রে আপনার প্রভাব বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা পদোন্নতি অথবা বদলি এখন হতে পারে।
বৃহস্পতি গ্রহ আগামী মাসেই রাশি পরিবর্তন করতে চলেছে। বৃহস্পতি চলতি বছরের ১৪ মে, রাত ১১ টা ২০ মিনিটে গতি পরিবর্তন করবে। বৃহস্পতি একেই গোচর বলে। বর্তমানে বৃষ রাশিতে অবস্থিত গুরু গ্রহ। বৃহস্পতির পরবর্তী পরিবর্তন মিথুন রাশিতে হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















