Shani Astrology: কালীপুজোর পরই জাগবে ভাগ্য, তিন রাশির জাতককে শিখরে তুলবেন শনি, অপেক্ষা আর ৩ মাসের
Astrology : পঞ্জিকা অনুসারে, শনি ২৮ নভেম্বর সকাল ৯টা ২০ মিনিটে মীন রাশিতে মার্গী হতে চলেছেন। এর প্রভাব পড়বে মূলত তিনটি রাশির উপরই।

Shani Margi 2025 : শনিদেবকে কর্মফলদাতা বলা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, তিনি জাতকের কর্ম অনুসারে ফল প্রদান করেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই বছরই গত মার্চ মাসে শনি প্রায় ৩০ বছর পর মীন রাশিতে প্রবেশ করেছেন। শনিদেব ২০২৭ সাল পর্যন্ত এই রাশিতেই থাকবেন। শনির রাশি পরিবর্তনের কারণে তাঁর গতিতে অনেক পরিবর্তন হবে, তার প্রভাব পড়বে দেশের বিভিন্ন ক্ষেত্রে। গত জুলাই মাসে শনি মীন রাশিতে বক্রী হয়েছিলেন । বর্তমানে সেই অবস্থাতেই রয়েছেন। নভেম্বরের মাসে শনি ফের মার্গী হবেন। শনির মার্গী হওয়ার ফলে অনেক রাশির উপর এর শুভ প্রভাবও দেখা যাবে। কোনও কোনও রাশির জাতকরা চাকরি ও ব্যবসায় আর্থিক স্থিতিশীলতা দেখতে পাবেন। পঞ্জিকা অনুসারে, শনি ২৮ নভেম্বর সকাল ৯টা ২০ মিনিটে মীন রাশিতে মার্গী হতে চলেছেন। এর প্রভাব পড়বে মূলত তিনটি রাশির উপরই।
মিথুন রাশি (Gemini Horoscope)
মিথুন রাশির জাতকদের জন্য শনি মার্গী খুবই লাভদায়ক হতে পারে। ভাগ্য স্থানে শনির সরল গতি হওয়ার কারণে এই রাশির জাতকদের ভাগ্য তাঁদের সঙ্গ দিতে পারে, সেই সঙ্গে আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে ধন লাভের যোগও তৈরি হচ্ছে। চাকরিজীবীদের জন্যও শনি মার্গী শুভ প্রভাব দেখাতে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। এই সময়ে ঘর বা বাইরে কোনও নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসা ও বেতনে বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে। আগের বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। শনি মার্গীর প্রভাবে মিথুন রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি শক্তিশালী হতে পারে। ব্যক্তিগত জীবনেও ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। দাম্পত্য জীবনে মাধুর্য আসবে।
কুম্ভ রাশি (Aquarius Horoscope)
শনি মার্গীর শুভ প্রভাব কুম্ভ রাশির জাতকদের উপরেও দেখা যেতে পারে। আসলে, শনি দেব নিজেই কুম্ভ রাশির অধিপতি। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শনি দেব দ্বিতীয় স্থানে মার্গী হবেন, যা ধন ও বাণীর স্থান হিসাবে বিবেচিত হয়। কুম্ভ রাশিতে শনির সাড়ে সাতির শেষ পর্যায়ও চলছে। এই পরিস্থিতিতে হঠাৎ ধন লাভের সঙ্গে আটকে থাকা অর্থও পাওয়া যেতে পারে। চাকরিজীবীরাও অফিসে পদোন্নতি পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন চুক্তি এবং লাভ পেতে পারেন। জনপ্রিয়তা বাড়বে।
বৃষ রাশি (Tauru Horoscope)
শনি গ্রহের মার্গী হওয়ার ফলে বৃষ রাশির জাতকরাও উপকৃত হতে পারেন। শনিদেব এই রাশিতে একাদশ স্থানে বিরাজমান। একাদশ স্থান আয় ও ধন লাভের স্থান। শনির সরল গতির কারণে আপনার আয় বৃদ্ধি হওয়ার সঙ্গে আয়ের নতুন উৎসও খুলতে পারে।ব্যবসায় নতুন মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপিত হবে এবং অনেক গুরুত্বপূর্ণ ডিল হতে পারে। শনি মার্গীর প্রভাবে এই রাশির জাতকরা অর্থ সঞ্চয়ও করতে পারবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















