Shani Vrihaspati alliance : ৫০০ বছর পর মহাসংযোগ ! শনি, বৃহস্পতির বিরাট প্রভাব, এদিন থেকেই ছুটবে ৫ রাশির ভাগ্যের চাকা
Shani Vrihaspati Yoga : ১৩ জুলাই মীন রাশিতে শনি বক্রী হচ্ছে, সেই সঙ্গে বৃষ রাশিতে বৃহস্পতির উদয় ঘটবে। ৫০০ বছরের মধ্যে প্রথমবার এই যোগ তৈরি হচ্ছে।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, ৫০০ বছর পর, শনি বক্রি এবং বৃহস্পতির উদয় একই সময় ঘটবে। শনি ও বৃহস্পতির যুগলবন্দিতে একটি মহাসংযোগ ঘটছে । এই জ্যোতিষশাস্ত্রীয় গুরুত্ব অপরিসীম। এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জ্যোতিষী ডঃ ভূষণ জ্যোতির্বিদ । ২০২৫ সালে গঠিত হওয়া বিশেষ যোগে এই মহাসংযোগ ঘটতে চলেছে।
শনির বক্রী ও বৃহস্পতির সংযোগে এমন এক সময় আসছে যখন ন্যায়নিষ্ঠরা উপকার পাবেন। ১৩ জুলাই মীন রাশিতে শনি বক্রী হচ্ছে, সেই সঙ্গে বৃষ রাশিতে বৃহস্পতির উদয় ঘটবে। ৫০০ বছরের মধ্যে প্রথমবার এই যোগ তৈরি হচ্ছে। শনি প্রতিগামী হবে। এই গ্রহের প্রভাব পড়বে ন্যায়বিচার, কর্ম এবং রাজনীতিতে। সেই সঙ্গে বৃহস্পতির উদয়ে ধর্ম, সম্পদ, শিক্ষা অগ্রগতি পাবে । এই যোগকে ধর্ম-ধন-ন্যায় যোগ বা শনি-গুরু রাজা যোগ বলা হচ্ছে।
শনি কর্ম ও ন্যায়ের গ্রহ। তা পশ্চাদগামী হলে আত্মদর্শন, ন্যায়বিচার, রাজনৈতিক পরিবর্তন আনে। এর প্রভাব পড়ে বিভিন্ন সিদ্ধান্তে। বৃহস্পতি হলেন ধর্ম, দান, শিক্ষা, জ্ঞান, বিবাহ এবং অর্থের অধিপতি। যখন তিনি উদিত হন, তখন তিনি পূর্ণ শক্তি পান। শনি ও বৃহস্পতি ১৩ জুলাইয়ের পর থেকে অনুকূলঅবস্থানে থাকবে। তাই একটি শক্তিশালী রাজযোগ তৈরি হবে। ন্যায়বিচার ও ধর্ম প্রতিষ্ঠা, আর্থিক সংস্কার, রাজনীতিতে বড় পরিবর্তন আনবে এই মহাসংযোগ।
কোন রাশির জাতকরা বিশেষ সুবিধা পাবে ?
বৃষ রাশি - বৃহস্পতি সৌভাগ্য, বিবাহ এবং সন্তান সুখ নিয়ে আসবে। সেই সঙ্গে এই রাশির জন্য অর্থ লাভেরএকটি দুর্দান্ত সুযোগও আসতে পারে। যে কোনও সিদ্ধান্তে সাফল্য আসবে।
মকর রাশি- শনি একটি শুভ অবস্থানে রয়েছে। ব্যবসায়িক উন্নতি হবে। বৈদেশিক মুদ্রা থেকে লাভ হবে। সিনিয়রদের কাছ থেকে সাহায্য পাবেন। মানসিক স্থিতিশীলতা থাকবে।
মীন রাশির রাশি - এই রাশির আপনার তৃতীয় ঘরে বৃহস্পতির অবস্থানে ভাগ্যের উন্নতি হবে। কথা - বার্তা সুপ্রভাব, পড়বে। ভ্রমণের যোগ আছে। নতুন চাকরি বা কেরিয়ারের পথ সুগম হবে।
কন্যা রাশি - নবম ঘরে বৃহস্পতি থাকবে। ধর্ম, শিক্ষা, বিদেশ শিক্ষায় সাফল্য আসতে পারে। বড়দের আশীর্বাদ পাবেন।
কর্কট রাশি - শনি অষ্টম ঘরে থাকলেও বক্রী। তাই সাবধানতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া জরুরি। লাভের অবস্থানে রয়েছে বৃহস্পতি। হঠাৎ লাভ হবে। সঠিক বিনিয়োগ আসবে। নতুন দায়িত্ব পাবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। সূত্র - marathi.abplive.com




















