Shukra Gochar 2024: ধন-সুখ-সমৃদ্ধি সবেই চমক ; শুক্রের সৌজন্যে ৫ দিনের মাথায় ঘুমিয়ে থাকা ভাগ্য খুলছে এই ৩ রাশির
Venus Transit in Kanya: শুক্র আগামী ২৫ আগস্ট ১টা ২৪ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশি হল বুধের রাশি। শুক্র ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এখানে থাকবে।
কলকাতা : জ্যোতিষশাস্ত্রে শুক্রের রাশি পরিবর্তন করা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ শুক্র হল- সম্পদ, সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য্য এবং বিলাসের কারক গ্রহ। শুক্রের এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়ার কারণে জীবন প্রভাবিত হয়। কিছু রাশির খারাপ দিন ভাল দিনে পরিণত হয়। আবার কেউ কেউ রাজা থেকে দরিদ্রে পরিণত হয়। এই বছর আগস্টে কন্যা রাশিতে গমন করতে চলেছে শুক্র। জেনে নিন এর জেরে কোন কোন রাশির জাতকদের ভাগ্য খুলবে।
শুক্র আগামী ২৫ আগস্ট ১টা ২৪ মিনিটে কন্যা রাশিতে প্রবেশ করবে। কন্যা রাশি হল বুধের রাশি। শুক্র ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এখানে থাকবে।
শুক্রের কন্যা রাশিতে গমনে কাদের লাভ ?
বৃষ রাশি (Brisha Rashi)- শুক্রের গোচরের সঙ্গে সঙ্গে বৃষ রাশির জাতকদের ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে পারে। ধন-সম্পত্তি, সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। শুক্র বৃষ রাশিতে পঞ্চম ঘরে প্রবেশ করবে। এতে কিছুদিন ধরে চলতে থাকা মানসিক সমস্যার অবসান ঘটবে। আর্থিক অবস্থা মজবুত থাকবে। আপনি আপনার স্ত্রীর সঙ্গে সুখী জীবনযাপন করবেন।
কন্যা রাশি (Kanya Rashi) - কন্যা রাশির প্রথম ঘরে শুক্র গমন করবে। এর সঙ্গে সঙ্গে আপনার আগের আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হবে এবং আপনার আয়ের উৎস বাড়বে। চাকরি পরিবর্তন সুখ বয়ে আনবে। ব্যবসায় পার্টনারের সঙ্গে ভাল মুনাফা অর্জন করবেন। জীবনসঙ্গী পাওয়ার ইচ্ছা পূরণ হবে। বিয়ের জন্য ভাল প্রস্তাব পেতে পারেন।
বৃশ্চিক রাশি (Brishchik Rashi)- শুক্র আপনার রাশির একাদশ ঘরে প্রবেশ করবে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে এবং মানসিক চাপও কমবে। সঙ্গীর সঙ্গে জীবন সুখে কাটবে। বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে, ছাত্রছাত্রীরা কর্মজীবনে ভাল সুবিধা পেতে পারেন। আপনি আপনার পরিকল্পনা বাস্তবায়নে সফল হবেন। এটি অর্থ এবং লাভ আনবে।
আরও পড়ুন ; খরচ বাড়বে, পদে পদে চ্যালেঞ্জ, শত্রুর সক্রিয়তা; বৃহস্পতিবার থেকে ভোগান্তির শেষ থাকবে না এই ৩ রাশির
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।