Surya Ketu Juti : খুলবে আয়ের নতুন পথ, সমস্যার জটও কাটার মুখে, এই মাসেই ৩ রাশির হাত ভরিয়ে দেবে সূর্য-কেতু
অগাস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে । কেতু গ্রহ ইতিমধ্যেই এই স্থানে উপস্থিত। সূর্য এবং কেতুর জোটে উপকার পাবে কোন কোন রাশি জেনে নেওয়া যাক।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে ,একাধিক গ্রহ গোচর হবে। সেই সঙ্গে নক্ষত্রপুঞ্জের অবস্থানের পরিবর্তন হতে পারে। এই মাসেই সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে । সেখানেই কেতু গ্রহের সঙ্গে জোট গঠন করবে । ১৭ অগাস্ট সূর্য সিংহ রাশিতে প্রবেশ করবে । কেতু গ্রহ ইতিমধ্যেই এই স্থানে উপস্থিত। সূর্য এবং কেতুর জোটে উপকার পাবে কোন কোন রাশি জেনে নেওয়া যাক।
বৃষ রাশিফল
মেষ রাশির জাতক জাতিকার জন্য সূর্য -কেতু সংযোগ খুবই শুভ হবে । এই সময়কালে,আত্মবিশ্বাস বাড়বে। এছাড়াও আটকে থাকা কাজগুলি সম্পন্ন করতে পারবেন। কেরিয়ারে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন । কয়েকটি সমস্যার জট কাটা শুরু হতে পারে। মানুষকে বিশ্বাস করতে পারেন, তবে সাবধানে। হঠাৎ কারও উপকরা পেয়ে মনটা ভরে যাবে। অসুখ - বিসুখ নিয়ে সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশিফল
সূর্য -কেতু সংযোগের কারণে, ব্যবসা সম্প্রসারিত হবে। উচ্চশিক্ষার সুযোগ পাওয়া যাবে। আপনার যোগাযোগ দক্ষতা বাড়বে। ব্যবসায়ীরা ভালো বড় চুক্তি পেতে পারেন । আয়ের নতুন পথ খুলে যাবে। তবে বুঝে শুনে চাকরি পরিবর্তন করুন। মন খারাপের মেঘ কেটে যাবে। এই সময়টা সতর্কও থাকতে হবে। কেউ যেন ঠকিয়ে না দিতে পারে।
মকর রাশিফল
মকর রাশির জন্য সূর্য- কেতুর সংযোগ খুবই অনুকূল থাকবে । এই সময়কালে, এই রাশির জাতকরা ভ্রমণের সুযোগ পাবেন । সমাজে ভালো সম্মান এবং প্রতিপত্তিপাবেন। এছাড়াও, অনেক দিন ধরে আপনি যে আর্থিক সমস্যার মুখোমুখি হয়ে আসছেন, তা এই সময়ের মধ্যে সমাধান হতে পারে। কোনও মানসিক চাপ নেবেন না। চাকরিতে উন্নতির অনেক সুযোগ সামনে আসছে।
জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এই সংযোগ অত্যন্ত প্রভাবশালী হতে পারে। এটি ১২টি রাশির উপর বিভিন্নভাবে প্রভাব ফেলবে। তবে এই সংযোগটি কিছু রাশির জন্য বিশেষভাবে উপকারী প্রমাণিত হতে পারে। সেগুলি হল উপরে উল্লিখিত রাশিগুলি। এই রাশির ব্যক্তিরা কেরিয়ার, শিক্ষা, ব্যবসা, আর্থিক বিষয় এবং পারিবারিক জীবনে সফল হতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সূত্র: এবিপি মারাঠি




















