Vastu Tips: পুজোর ঘরে ভুলেও এগুলি রাখবেন না, পরিবারের অকল্যাণ হতে পারে !
Negative Force in Puja Ghar : পুজোর ঘরে এমন কিছু রাখা উচিত নয় যা নেতিবাচক শক্তি তৈরি করে
কলকাতা : বাস্তুশাস্ত্রে (Vastu Shastra), বাড়িকে উপাসনার সবচেয়ে পবিত্র স্থান হিসাবে গণ্য করা হয়। এই শাস্ত্র অনুসারে, পুজোর ঘরে রাখা সবকিছুরই বিশেষ গুরুত্ব রয়েছে। পুজোর ঘরে এমন কিছু রাখা উচিত নয় যা নেতিবাচক শক্তি তৈরি করে। এখানে রাখা কিছু জিনিস বাড়ির সদস্যদের উপর খারাপ প্রভাব ফেলে এবং এতে বাড়ির অকল্যাণ হয়। আসুন জেনে নেওয়া যাক, পূজার ঘর থেকে অবিলম্বে কোন জিনিসগুলি সরিয়ে ফেলতে হবে।
পুজোর ঘর থেকে এই জিনিসগুলি সরান !
বাস্তুশাস্ত্র অনুসারে, মন্দিরে ভাঙা মূর্তি রাখা উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে, এই ধরনের মূর্তি রাখলে পুজো করেও ফল পাওয়া যায় না এবং নেতিবাচক শক্তি বেশি ছড়ায়। ভাঙা মূর্তিগুলি জলে ভাসিয়ে দিন। সম্ভব না হলে অশ্বত্থ গাছের নীচে রাখতে হবে।
বাস্তু অনুসারে, একই দেবতার বেশি মূর্তি কখনই পুজোর ঘরে রাখা উচিত নয়। এটিকে বাস্তুতে অশুভ মনে করা হয়। এ ছাড়া মন্দিরে কখনও উগ্র মূর্তি রাখা উচিত নয়। এমন ছবি বা মূর্তি রাখা অশুভ।
পুজোর ঘরে ছেঁড়া ধর্মীয় গ্রন্থ রাখা উচিত নয়। বই ছিঁড়ে গেলে জলে ভাসিয়ে দিন।
পুজোর ঘরে প্রদীপ ও মোমবাতি জ্বালানো খুবই জরুরি। বাস্তু মতে ঘরে ধূপকাঠি ও ঘি জ্বালিয়ে রাখলে নেতিবাচক শক্তি দূর হয়। তাই প্রতিমার সামনে দক্ষিণ-পূর্ব দিকে প্রদীপ রাখুন।
বাস্তুশাস্ত্র অনুসারে, পূর্বপুরুষের ছবি কখনই পুজোর ঘরে রাখবেন না। পুজোর ঘরে এমন ছবি লাগানো অশুভ বলে মনে করা হয়। তাই বাড়ির অন্য কোনও জায়গায় পূর্বপুরুষের ছবি লাগান।
'দুয়ারে-দুর্ভাগ্য'-
এপ্রসঙ্গে উল্লেখ্য, আপনার ঘরে যদি কোনও ভাঙা কাচ বা আয়না থাকে বা আয়নায় যদি কোনও ফাটল দেখা দেয় তাহলে তা অবিলম্বে বদলে ফেলুন। যদি আপনার জানালার কাচ ভেঙে যায়, তবে তাও সরিয়ে ফেলুন। ভাঙা কাচ ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে।
পায়রা যদি ঘরে বাসা করে থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। এতে অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হয় বলে মনে করা হয়।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)