এক্সপ্লোর
Advertisement
Vastu Tips : ঘরে এই জিনিসগুলি অবিলম্বে সরিয়ে ফেলুন, নইলে অচিরেই দুয়ারে আসবে দুর্ভাগ্য
বাস্তুশাস্ত্র অনুসারে, কয়েকটি জিনিস অনিবার্যভাবে দুর্ভাগ্য ডেকে আনে বলে অনেকের বিশ্বাস।
Vastu Tips : বাস্তু শাস্ত্র অনুসারে, ঘরে রাখা প্রতিটি জিনিসের একটি শক্তি থাকে যা বাড়ির সদস্যদের প্রভাবিত করে। ইতিবাচক শক্তি ঘরে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে । সেখানে নেতিবাচক শক্তি জীবনে অনেক সমস্যা নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুসারে, কয়েকটি জিনিস অনিবার্যভাবে দুর্ভাগ্য ডেকে আনে বলে অনেকের বিশ্বাস।
- আপনার ঘরে যদি কোনো ভাঙা কাচ বা আয়না থাকে বা আয়নায় যদি কোনও ফাটল দেখা দেয় তাহলে তা অবিলম্বে বদলে ফেলুন। যদি আপনার জানালার কাচ ভেঙে যায়, তবে তাও সরিয়ে ফেলুন। ভাঙা কাচ ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে।
- আপনার বাড়ির ঠাকুর ঘরে যদি ছেঁড়া এবং পুরানো ছবি বা ভাঙা দেবদেবীর মূর্তি থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। এতে অর্থনৈতিক ক্ষতি হয় বলে ধারণা ।
- পায়রা যদি ঘরে বাসা করে থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন। এতে অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হয় বলে মনে করা হয়।
- যদি ছেঁড়া এবং পুরানো কাপড় ঘরে থাকে তবে সেগুলি সরিয়ে ফেলুন কারণ এটি দুর্ভাগ্য ডেকে আনে। এই কারণে জীবনে আর্থিক সমস্যা শুরু হয়।
- ছেঁড়া এবং পুরানো জুতো এবং চপ্পলগুলি অবিলম্বে বাড়ি থেকে সরিয়ে ফেলুন । সেগুলি ঘরে রাখলে বাড়ির লোকেদের বিভিন্ন ধরনের দ্বন্দ্বের সম্মুখীন হতে হয়। অর্থনৈতিক অবস্থার উপর খারাপ প্রভাব পড়ে।
- বাড়িতে মহাভারত যুদ্ধের ছবি, নটরাজের মূর্তি, তাজমহলের ছবি, ডুবন্ত নৌকা, ঝর্ণা, বন্য প্রাণীর ছবি, কবর ও কাঁটাযুক্ত গাছপালা থাকলে সেগুলো সরিয়ে ফেলুন। এর কারণে নেতিবাচক অনুভূতি তৈরি হয়, যার কারণে জীবনে ভাল ঘটনায় বাধা আসে।
- ঘরের ঘড়ি বন্ধ বা খারাপ হলে ঘরে রাখবেন না। এ কারণে কাজে নানা ধরনের বাধার সৃষ্টি হয়।
- যদি বাড়িতে খারাপ চার্জার, তার, বাল্ব এর মতো বৈদ্যুতিন জিনিস পড়ে থাকে তবে তা অবিলম্বে সরিয়ে ফেলুন।কারণ খারাপ ইলেকট্রনিক সামগ্রীর কারণে নেতিবাচক শক্তির প্রবাহ বেড়ে যায়।
- যদি ঘরে খারাপ তালা থাকে তবে এই খারাপ তালাগুলি অবিলম্বে সরিয়ে ফেলুন। কারণ খারাপ তালার সঙ্গে মানুষের উন্নতিও থেমে যায়।
- কাঁটাযুক্ত গাছ বা যে গাছ থেকে দুধের মতো রস বের হয় এমন গাছ কখনই ঘরে লাগাবেন না। এই ধরনের গাছপালা আর্থিক সমস্যার পাশাপাশি অন্যান্য সমস্যার সৃষ্টি করে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
জ্যোতিষ (Astro) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement