Weekly Astrology : খরচ বাড়বে, আর্থিক সমস্যা দেখা দিতে পারে সিংহের ; এসপ্তাহে কী আছে আপনার ভাগ্যে ?
Weekly Astrology: কেমন কাটবে আগামী সপ্তাহ? ভাগ্যচক্র কী বলছে? দেখে নিন এই সপ্তাহের রাশিফল
কলকাতা: কেমন কাটবে আগামী সপ্তাহ ? ভাগ্যচক্র কী বলছে? দেখে নিন এই সপ্তাহের রাশিফল ।
মেষ রাশি- চলতি সপ্তাহে কাজের পরিবেশ অনুকূল থাকবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারবেন। সিনিয়র এবং সহকর্মীদের সম্মান করুন। জমি কেনার ভাল সময়। বাড়ির সংস্কারের কাজে খরচের প্রয়োজন পড়তে পারে। তা সত্ত্বেও আপনার আর্থিক অবস্থা ভাল থাকবে। মায়ের শরীর খারাপ হতে পারে।
বৃষ রাশি- চলতি সপ্তাহে সহকর্মীদের সাহায্য পাবেন। আর্থিক দিকে সাফল্য। জল্পনা থেকে বিরত থাকুন। ব্যবসায়ীদের আর্থিক দিকে ভাল। বাবা-মায়ের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যার জেরে পারিবারিক জীবনে চাপ বাড়বে।
মিথুন রাশি- কোনও কাজ শুরুর আগে প্রতিটি পরিস্থিতি ভালভাবে খতিয়ে দেখুন। মানসিক চাপ বাড়বে। খারাপ কথা শুনতে হতে পারে। পারিবারিক জীবন সুখের। ব্যক্তিগত জীবনে কোনও দ্বন্দ্ব থাকলে, তা থেকে পরিত্রাণ পাবেন। আটকে থাকা টাকা পেতে পারেন।
কর্কট রাশি - এ সপ্তাহে প্রচণ্ড আবেগতাড়িত থাকবেন। নিজের যত্ন নেওয়া সমস্যাবহুল হয়ে পড়বে। ব্যক্তিগত প্রচেষ্টা বজায় রাখুন। তাতে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। এ সময়ে, অপ্রত্যাশিত আয় হতে পারে। তবে, শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এ সপ্তাহে বাবার স্বাস্থ্যের দিকে নজর দিন।
সিংহ রাশি - এই মুহূর্তে ভাল অবস্থায় আছে ব্যবসায়ীরা। সাম্প্রতিককালের যে কোনও চেষ্টায় সফল হবেন। বিনিয়োগের পক্ষে ভাল সময়। খরচ বাড়বে। আর্থিক সমস্যাও দেখা দিতে পারে।
কন্যা রাশি - এ সপ্তাহে নিজের লক্ষ্যে পৌঁছনোর চেষ্টা করবেন। পরিশ্রমের ফল পাবেন এবং আর্থিকভাবে লাভবান হবেন। যেসব ছাত্র-ছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের পক্ষে সময়টা অনুকূল।
তুলা রাশি- পেশার জায়গায় পরিস্থিতির উন্নতি। অন্যরা আপনাকে মূল্য দেবেন। ভিন্ন মতের জন্য বাবার সঙ্গে আপনার সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। পরিবারের সঙ্গে কাটানোর মতো হাতে যথেষ্ট সময় থাকবে না। বাবা-মা বা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাদানুবাদে জড়াবেন না। পা-গোড়ালি বা নিদ্রাহীনতার সমস্যায় ভুগতে পারেন।
বৃশ্চিক রাশি- এ সপ্তাহে যেসব কাজ হাতে নেবেন, তাতে কঠোর পরিশ্রম করলে সাফল্য পাবেন। বেতন বাড়তে পারে। যারা নতুন বাড়ি বা গাড়ি কেনার চেষ্টা করছেন, তাঁরা এ সপ্তাহে সফল হতে পারেন। পারিবারিক জীবনে আনন্দ।
ধনু রাশি- এসপ্তাহে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। বহু দিনের কোনও ইচ্ছার কথা ভাবলে হতাশা আসতে পারে। এ সপ্তাহে কোনও ঝুঁকি নেবেন না। পরিবারে শান্তি বজায় থাকবে। কথা বলার আগে সাবধান হোন।
মকর রাশি- কাজের জায়গায় ইতিবাচক। ব্যবসায়ীদের পক্ষে সময়টা ভাল। চাকরিজীবীদের কারও কারও বদলির সম্ভাবনা। আপনার জীবনসঙ্গীর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এই সময়ে শ্বশুরবাড়ির লোকেদের পাশে পেতে পারেন।
কুম্ভ রাশি- এ সপ্তাহে নানা প্রতিবন্ধকতা বজায় থাকবে। যদিও আপনি তা কাটিয়ে উঠবেন। যেসব ছাত্র-ছাত্রী কঠোর পরিশ্রম করছেন, তাঁদের পক্ষে সময়টা অনুকূল। হঠাৎ করে, আপনার খরচ বেড়ে যেতে পারে। শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
মীন রাশি- এ সপ্তাহে কোনও ব্যবসা শুরু করতে পারেন। আপনার আয় বাড়তে পারে। বিভিন্ন উৎস থেকে টাকা আসবে। বিনিয়োগে তাড়াহুড়ো করবেন না। রোম্যান্টিক সম্পর্কে সাফল্য মিলবে। যথেষ্ট ঘুম ও পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন।