Weekly Astrology : এ সপ্তাহে বিভিন্ন উৎস থেকে টাকা আসবে এই রাশির জাতকদের, আপনি আছেন তালিকায় ?
Weekly Horoscope : কেমন যাবে এই সপ্তাহটা ? দেখে নিন রাশিফলে।
কলকাতা : কেমন যাবে এই সপ্তাহটা ? দেখে নিন রাশিফলে।
মেষ : শান্ত ও সংযত থাকতে পারবেন। লাভজনক কৌশল অর্জন করতে পারবেন। সহকর্মীদের থেকে নেতিবাচক চিন্তাভাবনায় প্রভাবিত হতে পারেন। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে। আর্থিক ক্ষতি হতে পারে। পরিস্থিতির ওজন বিচার না করে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না।
বৃষ : এ সপ্তাহে পারিবারিক বিষয়ে একটু যত্ন নিতে হবে। দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা। আপনার কঠোর পরিশ্রমে উপকৃত হবে আপনার ব্যক্তিগত এবং পারিবারিক জীবন। কঠোর পরিশ্রমে প্রশংসিত হবেন। গলা ও চোখে সমস্যা হতে পারে।
মিথুন : এ সপ্তাহে পেশাগত উন্নতি হবে ধীরে। এমনকী পথে অনেক বাধাও আসতে পারে। ব্যক্তিগত জীবনে যতটা মনযোগ দেওয়ার প্রয়োজন, ততটা দিতে পারবেন না। এর জেরে স্ত্রী ও বন্ধু সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে।
কর্কট : এ সপ্তাহে ব্যবসায় লাভ। ভ্রমণে আপনার কেরিয়ার উপকৃত হবে। পার্টনারের আরও ঘনিষ্ট হবেন। পারিবারিক জীবন আনন্দে ভরে উঠবে। স্বাস্থ্য ভাল থাকবে।
সিংহ : যদি সময়ে কাজ শেষ করতে পারেন এবং চেষ্টা জারি রাখতে পারেন, তাহলে জীবন আরও আরামপ্রদ হয়ে উঠবে। চ্যালেঞ্জিং কাজ দিতে পারেন ঊর্ধ্বতনরা। বিশ্বাসযোগ্যতার সাথে সাথে আসবে সাফল্য। বন্ধুত্ব হোক বা রোম্যান্টিক কোনও সম্পর্ক, সব জায়গাতেই সম্মান জিতবে পারেবন।
কন্যা : পরিবারের পরিবেশে উৎসাহিত থাকবেন। কারণ, নতুন সদস্য আসতে পারে। স্ত্রীর সাথে সম্পর্ক আরও মজবুত হবে। বিভিন্ন ভাবে এসপ্তাহে লাভবান হতে পারেন। ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্য প্রত্যাশিত। মানসিকভাবে স্থিতিশীল থাকবেন।
তুলা : এ সপ্তাহে ব্যবসায়িক প্রচেষ্টায় সাফল্য পাবেন। যেভাবে চাইছেন, কেরিয়ার সেভাবেই চলবে। বেতন বাড়তে পারে। নতুন পজিশনে প্রোমোশন পেতে পারেন। স্ত্রী পাশে থাকবে এবং তিনি চাকরি পরিবর্তন করতে পারেন। পেট ও লিভারের সমস্যায় ভুগতে পারেন।
বৃশ্চিক : পদক্ষেপ নিন, এ সপ্তাহে সাফল্য পাবেন। বিভিন্ন উৎস থেকে টাকা আসবে ব্যবসায়ীদের। ব্যক্তিগত জীবনে অতিরিক্ত সময় দেওয়ার প্রয়োজন পড়বে। পারিবারিক পরিবেশ আনন্দে ভরে উঠবে।
ধনু : এ সপ্তাহে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সাবধানতা বজায় রাখতে হবে। পেশাগত জীবনে ঝুঁকি নিতে চাইবেন। নিজের চিন্তাভাবনা স্ত্রীর সঙ্গে শেয়ার করুন। স্বাস্থ্যের যত্ন নিন।
মকর : এ সপ্তাহে মনে মনে যেটা ভাববেন, তাতেই সাফল্য পাবেন। আরও দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হতে পারে। সঙ্গী আপনার সততার প্রশংসা করবে। বাবার স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে।
কুম্ভ : পরিবারে আনন্দ থাকবে। বাড়ির জিনিসপত্রের জন্য খরচের প্রয়োজন পড়বে। কিন্তু, তার আগে পরিকল্পনা করে নিন। কেরিয়ারে যা করবেন, তাতেই ফল পাবেন। ব্যবসায় নতুন সঙ্গী হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিন।
মীন : ঔদ্ধত্য নিয়ে বেশি দূর যেতে পারবেন না, পরিবর্তে উষ্ণ ও স্নেহশীল হলে কাজ হবে। অফিসে অতিরিক্ত কাজে মানসিক উদ্বেগ বাড়বে। দূরের কোনও আত্মীয় ছুটিতে আপনার বাড়িতে আসতে পারে। চোখে সংক্রমণ ছাড়া, স্বাস্থ্য ভাল থাকবে।