Saptahik Rashifal (24-30 March) : ভাগ্যের চাকা ঘোরাতে দিনরাত পরিশ্রম করে গেছেন, এবার সাফল্যের পালা এইসব রাশিতে; হাতে অর্থ; তুঙ্গে প্রেম-কেরিয়ার
Astrology: নতুন সপ্তাহ অর্থাৎ আগামী ২৪ থেকে ৩০ মার্চ কেমন কাটবে মেষ থেকে কন্যা রাশির ?

মেষ রাশি (Mesh Rashi)- সপ্তাহের শুরুতে মানসিক চাপ বেশি থাকবে। স্বাস্থ্যের অবনতি হতে পারে। মাঝখানে সাফল্যের সম্ভাবনা থাকবে। আপনার আচরণ খুব একটা ভালো হবে না। লোকেদের সঙ্গে ঝগড়া-বিবাদে কথা বলা ক্ষতিকর হবে। চাকরিতে পরিস্থিতি স্থিতিশীল থাকবে, গুরুত্বপূর্ণ কাজ আটকে যাবে। ব্যবসার গতি মন্থর হবে। পারিবারিক জীবন সুখে কাটবে। বিবাহিতদের গার্হস্থ্য জীবন চাপপূর্ণ হতে চলেছে।
বৃষ রাশি (Brisha Rashi)- সপ্তাহের শুরুতে, আপনি আপনার জীবনসঙ্গীকে গুরুত্ব দেবেন এবং তাঁর কিছু কথার গুরুত্ব দেবেন। যাতে তিনি খুশি হতে পারেন। প্রেমের জন্য সময়টা খুব ভালো। খরচ বাড়বে। সেই তুলনায় রোজগার কম হতে পারে। আপনি আহত হতে পারেন। আপনি ভাল খাবার খেতে পাবেন। বন্ধুদের কাছ থেকে সহায়তা পাবেন। সরকার থেকে কিছু বড় সুবিধা পেতে পারেন। আপনি চাকরিতে আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন। বদলির সম্ভাবনা থাকবে। ব্যবসায় উন্নতি হবে।
মিথুন রাশি (Mithun Rashi)- সপ্তাহের শুরুটা স্বাস্থ্যের পক্ষে দুর্বল হতে পারে। পেটের রোগ আপনাকে কষ্ট দিতে পারে। ডাক্তার দেখানোর প্রয়োজন হতে পারে। পরিবারের বড়দের কাছ থেকে সহযোগিতা পাবেন। মনে ভালোবাসার অনুভূতি থাকবে। বিবাহিতদের গার্হস্থ্য জীবন রোমান্টিকভাবে এগিয়ে যাবে। প্রেমে সময়টা দুর্বল হতে পারে। প্রেমিকের স্বাস্থ্য খারাপ হতে পারে। আপনি নিজের জন্য কিছু করার চেষ্টা করবেন। চাকরিতে ভালো সময় এবং ব্যবসায় সাফল্য মিলবে।
কর্কট রাশি (Karkat Rashi)- কর্মক্ষেত্রে সাফল্য মেলায় মন আনন্দিত থাকবে। শিক্ষা প্রতিযোগিতায় সাফল্যের প্রবল সম্ভাবনা থাকবে। আপনি আপনার সন্তানদের কাছ থেকে ভালো খবর পাবেন। এই সপ্তাহটি প্রেম জীবনের জন্যও ভালো হবে। আপনি আপনার প্রেমিকার জন্য ভালো উপহার নিয়ে আসবেন। যা তাঁর জন্য বড় সুখের কারণ হয়ে উঠতে পারে। বিবাহিতদের গার্হস্থ্য জীবনে ভাগ্য প্রবল হবে। চাকরিতে ক্রমশ উন্নতি হবে। ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হবে।
সিংহ রাশি (Singha Rashi)- সপ্তাহের শুরুতে বাড়ির পরিবেশ হাসিখুশি রাখার চেষ্টা করবেন। সংসারি মানুষদের চিন্তা কিছুটা কাটবে। প্রেম ও আকর্ষণ বাড়বে। প্রেমের জন্যও সময় ভালো । আপনার প্রেমের আগ্রহও বাড়বে। ভাগ্য মজবুত হবে। কিন্তু, কখনো কখনো তার সমর্থন মিলবে না। তাই, নিজের বাহুবলের উপর ভরসা রাখুন। চাকরি নিয়ে কোনও চেষ্টা করলে তাতে সাফল্য মিলবে। বিদেশ যাওয়ার সুযোগ মিলতে পারে। ব্যবসাতেও উন্নতি দেখতে পারেন।
কন্যা রাশি (Kanya Rashi)- এই সপ্তাহে কোনো বিশেষ আত্মীয়ের আগমন আপনাকে খুশি করবে। তিনি আপনাকে কিছু কাজে সাহায্য করবেন। ব্যবসায় উন্নতির প্রবল সম্ভাবনা থাকবে। আপনার পরিশ্রম এবং দক্ষতা আপনাকে সাফল্য এনে দেবে। আপনার কাজের ক্ষেত্রে আপনাকে অনেক দৌড়াতে হবে। কাজে ব্যস্ততা থাকবে। স্বাস্থ্য খারাপ হতে পারে। চোট পেতে পারেন। তাই, সাবধানে গাড়ি চালান । গুরুত্বপূর্ণ কাজে বাধা আসতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
