IND vs SA: ফের রান পেলেন না সূর্য, জয়ের সরণিতে ফিরল ভারত
IND vs SA T20 Live: তৃতীয় ম্য়াচ জিতে সিরিজে এগিয়ে যেতে মরিয়া থাকবে ২ দল। তার আগের দিন সাংবাদক বৈঠকে এসে তিলক বর্মা ব্যাটিং অর্ডারে রদবদল নিয়ে মুখ খুললেন।
LIVE

Background
রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচে খেলতে নামবে ভারতীয় দল (Indian Cricket)। সিরিজ এই মুহূর্তে ১-১ ফল। প্রথম ম্যাচে ভারত জিতলেও দ্বিতীয় ম্য়াচেই প্রোটিয়া শিবির জয় ছিনিয়ে নেয়। তৃতীয় ম্য়াচ জিতে সিরিজে এগিয়ে যেতে মরিয়া থাকবে ২ দল। তার আগের দিন সাংবাদক বৈঠকে এসে তিলক বর্মা ব্যাটিং অর্ডারে রদবদল নিয়ে মুখ খুললেন। নাম করলেও কোথাও না কোথাও গৌতম গম্ভীরকেই সমর্থন করলেন তিনি।
আগের ম্য়াচে অক্ষর পটেলকে তিন নম্বরে নামানো নিয়ে গৌতম গম্ভীর ও টিম ম্য়ানেজমেন্টের সমালোচনা করেছিলেন অনেকেই। তিলক বলছেন, ''ওপেনার ছাড়া প্রত্যেকে যে কোনও জায়গার সঙ্গে মানিয়ে নিতে পারেন। আমি নিজে তিন, চার, পাঁচ, ছয়— যে কোনও জায়গায় ব্যাট করতে পারি। যেখানে দল চাইবে সেখানেই খেলব। দল যদি মনে করে নির্দিষ্ট কৌশল নেওয়া দরকার, দলের সকলে তার সঙ্গে মানিয়ে চলতে রাজি।'' বাঁহাতি তরুণ ব্য়াটার বলেন, ''একটা-দুটো ম্যাচে এমন হতেই পারে। অক্ষর পটেল আগেও এই কাজ করেছে। ভাল খেলেছে। সবই পরিস্থিতির উপরে নির্ভর করে।''
টেস্ট ফর্ম্যাটে ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্য়ান্সের পর গিলকেই টি-টোয়েন্টিতে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছিল। সূর্যকুমার যাদবের পরবর্তী সময়ে তিন ফর্ম্য়াটেই গিলকে অধিনায়ক করার পরিকল্পনাও রয়েছে টিম ম্য়ানেজমেন্টের। কিন্তু বাকি দুটো ফর্ম্যাটের থেকে এই ফর্ম্যাটে ডানহাতি তারকা ব্যাটারের ফর্ম একেবারেই আশানুরুপ নয়। ইতিহাস ঘাটলে দেখা যাচ্ছে গত ১৪ টি টোয়েন্টি ম্যাচে মাত্র ২৬৩ রান করেছেন গিল। তাঁর গড় ২৩। ১৪২ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন গিল। একটিও অর্ধশতরান হাঁকাতে পারেননি এই সময়ের মধ্যে। সর্বোচ্চ ছিল ৪৬।
IND vs SA Live Score: ৭ উইকেটে জয় ভারতের
৭ উইকেটে জয় ভারতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সূর্যকুমারের দল।
IND vs SA Live Score: ফের ব্যর্থ স্কাই
ফের ব্যর্থ সূর্য, ১২ রান করে এনগিডির বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন। ২৮ রান করে আউট হলেন গিল। জয়ের দোরগোড়ায় ভারত।




















