Fake Voters : ছয় বছর বয়সে ২ ছেলের বাবা! মঙ্গলকোটে প্রকাশ্য়ে এল চাঞ্চল্য়কর তথ্য় | ABP Ananda Live
ABP Ananda LIVE : মঙ্গলকোটে ছয় বছর বয়সে ২ ছেলের বাবা! ৬৩ বছর বয়সি বাবার, ৫৯ ও ৫৮ বছরের ছেলে! মঙ্গলকোটে প্রকাশ্য়ে এল চাঞ্চল্য়কর তথ্য়। 'আমরা বাবাকে নিজেদের বাবা দেখিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন'। ভোটার তালিকায় নাম তুলেছে বাংলাদেশের নাগরিক সাগর মাঝি ও লক্ষ্মী মাঝি। অভিযোগে সরব সরোজ মাঝির আসল ছেলে অনুপ মাঝি। '২০০৬ সালে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছিল স্থানীয় সিপিএম নেতৃত্ব'। আমরা বাংলাদেশের নাগরিক, দাবি দুই অভিযুক্তের। যদিও অভিযোগ অস্বীকার করেছে সিপিএমের।
যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জল গড়াল কলকাতা হাইকোর্টে
যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার জল গড়াল হাইকোর্টে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। মামলার জন্য আবেদন করেছেন আইনজীবী বিল্বদল ভট্টাচাৰ্য। মামলা দায়েরের অনুমতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের। আগামীকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এখনও অবধি যুবভারতীকাণ্ডে দুটি জনস্বার্থ মামলা দায়ের করার জন্য আবেদন জানানো হয়েছে। এবং দুটি মামলাই দায়ের করার জন্য ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল, তিনি অনুমতি দিয়েছেন। এবং প্রথম মামলাটি দায়ের করার জন্য আবেদন জানিয়েছেন বিল্বদল ভট্টাচাৰ্য। তাঁর বক্তব্য হল যুবভারতীতে, যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে, সার্বিকভাবে পশ্চিমবঙ্গের পক্ষে সেটা কিন্তু খুব একটা, ভাল লক্ষণ নয়। বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি কালিমালিপ্ত হয়েছে। অতয়েব অবিলম্বে কলকাতা হাইকোর্ট পদক্ষেপ করুক।




















