Yearly Astrology 2024 : বছরের শুরুতেই শনির কৃপালাভ করবেন এই ২ রাশির জাতকরা, ভাগ্য খুলবে এদেরও
Astrology Predictions 2024 : জ্যোতিষ গণনা অনুযায়ী, নতুন বছরের একাধিক রাশির জীবনে আসতে চলেছে ভাল সময়।
কলকাতা : দরজায় কড়া নাড়ছে ২০২৪। নতুন বছরে কেমন যাবে আপনার ভাগ্য ? কী অপেক্ষা করছে আপনার পারিবারিক জীবন, কর্মজীবন-সহ বিভিন্ন ক্ষেত্রে ? জ্যোতিষ গণনা অনুযায়ী, নতুন বছরের একাধিক রাশির জীবনে আসতে চলেছে ভাল সময়।
বৃষ রাশি - ২০২৪ সালে আপনার সব অসম্পূর্ণ কাজ শেষ হবে। সব ক্ষেত্রেই অভাবনীয় ফল পাবেন। কেরিয়ারে প্রচুর উন্নতি করবেন। সাফল্য মিলবে। বছরের শুরুতেই আপনার আসছে রাজযোগ। সমাজে আপনার মান-সম্মান বাড়বে। আপনার আত্মবিশ্বাস বাড়বে। রাহুর উপস্থিতি সারা বছর আপনার একাদশ ঘরে থাকবে, যে কারণে আপনার কাঙ্খিত ইচ্ছা পূরণ হবে।
মিথুন রাশি - চাকরিতে প্রোমোশন পেতে পারেন। বৃহস্পতি একাদশ ঘরে উপস্থিত থাকবে, যা আপনাকে সাফল্য এনে দেবে। আপনি আর্থিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠবেন। প্রেমে মিলবে সাফল্য। দাম্পত্যে সমস্যার সমাধান হবে। বছরের শুরুতেই শনির কৃপালাভ করবেন। আপনার আটকে থাকা কাজ শেষ হবে। সব ক্ষেত্রে সাফল্য পাবেন । সমাজে আপনার মান-সম্মান বাড়বে। অফিসে নতুন দায়িত্ব পেতে পারেন।
সিংহ রাশি - নতুন বছরে বিবাহিত জীবন হাসি-খুশিতে ভরে থাকবে। আপনার ব্যক্তিত্ব মজবুত হবে। চাইলে, ব্যবসা বাড়াতে পারেন। এ বছর দীর্ঘ যাত্রার সুযোগ পাবেন। বিদেশ যাওয়ার সুযোগ পাবেন। ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে এবং বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হবে। বাবার সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি হবে। পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সফল হবেন। চাকরিতে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। যাঁরা ব্যবসা করছেন তাদেরও এ বছর সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বছর শিক্ষার্থীদের জন্য খুব ভাল যাবে।
তুলা রাশি - ২০২৪ সালে, আপনি আপনার কঠোর পরিশ্রম, দক্ষতা এবং সততার ফল পাবেন। বিবাহিত জীবনে সুখী হবেন। স্ত্রীর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে। আপনার আর্থিক দিকটিও শক্তিশালী হবে। আপনার আয় বাড়বে। ধর্ম-কর্ময় মন থাকবে। বছরের শুরুটা প্রেমের সম্পর্কের জন্য পরিবেশ আপনার অনুকূলে থাকবে। কর্মজীবনে ভাল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির কৃপায় এবং শনি মহারাজের উপস্থিতিতে আপনি নতুন চাকরি পেতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।