রেগে গেলে আগ্নেয়গিরির মতো তেতে ওঠেন এঁরা, করে দেন তছনছ, চিনে রাখুন এই রাশিদের
Astrology : নেওয়া যাক সেইসব রাশির জাতকদের সম্পর্কে যাঁরা সহজেই রেগে যান। তাঁদের সঙ্গে একটু বুঝে কথা বলাই ভাল।

একজন ব্যক্তির স্বভাব রাশিচক্রের গ্রহগুলির অবস্থান এবং জন্ম তালিকার উপর নির্ভর করে। কিছু মানুষের ধৈর্য হয় অপরিসীম। আবার কিছু মানুষ সবসময় রেগে যান। অনেকেই ছোটখাটো বিষয়ে রেগে যান। এতটাই যে তাঁরা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আসুন জেনে নেওয়া যাক সেইসব রাশির জাতকদের সম্পর্কে যাঁরা সহজেই রেগে যান। তাঁদের সঙ্গে একটু বুঝে কথা বলাই ভাল।
বৃষ রাশি- এই রাশির জাতকরা খুব জেদি এবং বদমেজাজি হন। তবে সবাইকে একদলে ফেলা যায় না নিশ্চয়ই। এরা কারও কথা শোনে না। সহজে তাদের কথা মানে না। কখন কী কারণে তাদের মেজাজ গরম হয়ে যায় তা তারা নিজেরাই জানে না। তাদের আক্রমণাত্মক স্বভাবের কারণে, মানুষ দ্রুত তাদের থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। যখন তাঁরা রেগে যান, তখন এই লোকেরা জোরে জোরে চিৎকার করতে শুরু করে। এঁদের ধৈর্যের অভাব থাকে।
কুম্ভ- কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাইরে থেকে খুব শান্ত দেখায় কিন্তু ভেতরে ভেতরে এঁরা রেগে যান। তাঁরা অন্যদের কাছ থেকে তাদের অনুভূতি লুকিয়ে রাখেন। যদি তাঁরা কারো উপর রেগে যান, তাহলে তাঁরা সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক চিরতরে শেষ করে দেন। রাগের কারণ দূর করার পরিবর্তে, তাঁরা এটি মনে চেপে রাখেন এবং সেই ব্যক্তির থেকে তাঁদের পথ আলাদা করে নেন।
বৃশ্চিক - এই রাশির জাতক জাতিকারা সহজে কারও ব্যবহার ভুলে যান না এবং সময় এলে তাঁদের রাগ প্রকাশ করেন । কখনও কখনও এই রাশির জাতকরা মজা বোঝেন না। সাধারণ কথাগুলিকেও অন্যভাবে নিয়ে নেন। তাঁদের উদ্ধত মেজাজ একটি সুন্দর পরিবেশও নষ্ট করে দেয়। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হৃদয় দিয়ে সম্পর্ক বজায় রাখেন। রাগ করলে সম্পর্ক ভাঙতে সময় নেন না।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



















