Bajaj CNG Bike: সিএনজি বাইক আনছে বাজাজ, কত দাম হতে পারে ? মাইলেজ কত দেবে ?
Bajaj Bikes: বাজাজের এই সিএনজি বাইক ভারতের অন্যতম দক্ষ সিএনজি বাইক হয়ে উঠবে আগামী ভবিষ্যতে, আর এর মাধ্যমে পেট্রোলের গাড়ি চালাতে যে বিপুল জ্বালানি খরচ হয় তা থেকে নিষ্কৃতি মিলবে আপামর সাধারণ মানুষের।
সোমনাথ চট্টোপাধ্যায়: দেশেই নয়, সারা দুনিয়ার মধ্যে প্রথম সিএনজি বাইক (Bajaj CNG Bike) নিয়ে আসবে বাজাজ। সম্প্রতি এই বাইক কবে আসতে পারে তা নিয়েও ইঙ্গিত দিয়েছে সংস্থা। একইসঙ্গে গাড়ির মাইলেজ এবং গাড়ির দাম এই দুটি বিষয় এই গাড়ির অন্যতম চমক থাকছে। জানা গিয়েছে আগামী ৫ জুলাই দেশের বাজারে লঞ্চ হতে চলেছে বাজাজের (Bajaj Bikes) এই সিএনজি মডেল। এর আগে টিজার প্রকাশ্যে এসেছিল এই বাইকের। সেখানে এর লুক দেখা গিয়েছিল প্রথমবার। তবে এবার দাম আর মাইলেজ নিয়েও আশা জাগছে বাইকপ্রেমীদের মনে। কত দাম হতে পারে ? মাইলজেই বা কত দেবে এই গাড়ি ?
আশা করা হচ্ছে, সিএনজি বাইকটির (Bajaj CNG Bike) ইঞ্জিন হবে ১২৫ সিসির। চালকের সিটের নিচে থাকবে এর ফুয়েল ট্যাঙ্ক যা অন্যান্য যে কোনও বাইকের থেকে আলাদা ডিজাইন। ফলে এটি এমনভাবে ঢাকা থাকবে যে ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করার জন্য সিট সরাতে হবে বা সিটের কভার উপরে ঢাকনার মত তুলতে হবে। এতে একইসঙ্গে সিএনজি এবং পেট্রোল দুই ধরনের ইঞ্জিনই থাকবে। তবে পেট্রোল ট্যাঙ্কটি বরাবরের মত একই জায়গায় থাকবে বলেই আশা করা হচ্ছে এবং আকারে খানিক ছোট হবে এই ট্যাঙ্ক।
আমাদের আশা যে বাজাজের এই সিএনজি বাইক ভারতের অন্যতম দক্ষ সিএনজি বাইক হয়ে উঠবে আগামী ভবিষ্যতে, আর এর মাধ্যমে পেট্রোলের গাড়ি চালাতে যে বিপুল জ্বালানি খরচ হয় তা থেকে নিষ্কৃতি মিলবে আপামর সাধারণ মানুষের। ফলে এই বাইকের দাম এমন বেশি হবে না যে শুধু প্রিমিয়াক বাইক-ক্রেতারাই এটি কিনতে পারে। এতে প্রচুর গ্রাহক হারাবে বাজাজ।
বাজাজের এই সিএনজি বাইকের ডিজাইনও অনেক আলাদা তাদের অন্যান্য বাইকের তুলনায়। ১২৫ সিসির ইঞ্জিন প্রথমে চালু হবে পেট্রোলের মাধ্যমে এবং পরে তা পেট্রোল থেকে সিএনজিতে রূপান্তরিত হবে। একই দামের মধ্যে বাজাজ এই বাইকের অনেক ভ্যারিয়ান্ট আনবে, এমনটাই আশা করা যাচ্ছে। বাইকের বহু ডিটেইল এখনও প্রকাশ করেনি সংস্থা, তবে খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে। বাজাজের এই সিএনজি বাইক হতে চলেছে আগামীদিনের গেম চেঞ্জার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Electric Bike : ১.১০ লাখের এই বৈদ্যুতিন বাইকে মিলছে ৪০ হাজার টাকার ছাড় ! কারা পাবেন সুবিধে ?