South 24 Parganas: গঙ্গা-স্নান করতে গিয়ে বিপত্তি, তলিয়ে গেল চার কিশোর
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিড়লাপুর জেটিঘাটে গঙ্গায় স্নান করতে নেমে একজন তলিয়ে যায়।
জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: গুরুপূর্ণিমা উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে গঙ্গায় স্নান করতে গিয়ে বিপত্তি। তলিয়ে গেল চার কিশোর। প্রত্যেকেই স্কুলপড়ুয়া। চার নাবালকের মধ্যে দু’জন একই পরিবারের।
গঙ্গায় স্নান করতে গিয়ে বিপত্তি: পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিড়লাপুর জেটিঘাটে গঙ্গায় স্নান করতে নেমে একজন তলিয়ে যায়। বাকি ৩ জন তাকে বাঁচাতে জলে ঝাঁপ দেয়। কয়েকঘণ্টা কেটে গেলেও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। দমকল ও নোদাখালি থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। চার কিশোরই বিড়লাপুর জুটমিল এলাকার বাসিন্দা।
ঘটনা কী?
পূর্ণিমায় নেমে এল আঁধার। চার নাবালকের মধ্যে একজন স্নান করতে করতে স্রোতের টানে ভেসে যাচ্ছে দেখে বাকি তিনজন তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। চারজনই স্রোতে ভেসে যায় নিখোঁজ ওই চার নাবালকের নাম দিপু কুমার সা(১৬) পিন্টু কুমার সা(১৪)। এছাড়াও ১৫ বছরের দীপক মাহাতো এবং ১৬ বছরের বিভাস কুমার সা। ঘটনাস্থলে নোদাখালি থানার পুলিশ। রয়েছে দমকল কর্মীরাও। নৌকার মাধ্যমে প্রাথমিকভাবে তাদের খোঁজাখুঁজি করা হয়। যদিও এখনও পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের আসার জন্য অনুরোধ করা হয়েছে।
এর আগে ভাইফোঁটার দিন উত্তর ২৪ পরগনার খড়দার ক্যাম্পঘাটে দুর্ঘটনা ঘটে। গঙ্গায় ডুবে মৃত্যু হয় ২ যুবকের। স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়, গঙ্গার পাড়ে বাজি ফাটানোর সময় আচমকা পা পিছলে জলে পড়ে যান চার তরুণ। বেশ কিছুক্ষণের চেষ্টায় দুজন জল থেকে উঠে আসতে পারলেও বাকি দু জন তলিয়ে যান। পরে তাঁদের দেহ উদ্ধার করা হয়। অন্যদিকে, ওইদিনই মিলেনিয়াম পার্কে বেড়াতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন এক বৃদ্ধা। স্বামী ও মেয়ে-জামাইকে নিয়ে মিলেনিয়াম পার্কে বেড়াতে গিয়েছিলেন হাওড়ার সাঁতরাগাছির ওই প্রৌঢ়া। ফেরার সময় সন্ধে ছটা নাগাদ নামতে গিয়ে লঞ্চ এবং জেটির মাঝখানের ফাঁকা অংশে পড়ে গিয়ে গঙ্গায় তলিয়ে যান। বছর ৫৫-র ওই মহিলার নাম শেফালি কর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WB Health Department: লাগামহীন যান-শাসন শহরে, দুর্ঘটনাগ্রস্তদের চিকিৎসায় জারি নির্দেশিকা